‘আদিপুরুষ’ সিনেমার নতুন পোস্টার, সীতার লুকে প্রশংসা কুড়াচ্ছেন কৃতী

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ১৫: ০৩
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৫: ৩১

বিগ বাজেটের সিনেমা আদিপুরুষের নতুন পোস্টার প্রকাশ পেয়েছে। পোস্টারটিতে সীতা রূপে দেখা গেছে বলিউড অভিনেত্রী কৃতী শ্যাননকে। সীতা নবমী উপলক্ষে সিনেমাটির মোশন পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারে কৃতীর এই লুক বেশ প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।

পোস্টারটিতে অফ হোয়াইট রঙের শাড়ি ও গেরুয়া চাদরে দেখা গেছে কৃতীকে। তাঁর কপালে রয়েছে লাল টিপ আর সিঁথিতে চওড়া সিঁদুর। এভাবেই ‘আদিপুরুষ’ সিনেমায় নিজের লুক প্রকাশ্যে আনলেন কৃতী শ্যানন। এই পোস্ট শেয়ার করে তিনি লেখেন, ‘অমর হে নাম, জয় সিয়া রাম।’

‘আদিপুরুষ’-এ প্রভাস ও সাইফ আলী খানের লুক কদিন আগেই সমালোচনার জন্ম দিয়েছিল। এবার কৃতীর লুকে নেটিজেনদের প্রশংসা নির্মাতাদের স্বস্তি দিতে পারে।

সীতা রূপে প্রকাশ্যে এসেছেন বলিউড অভিনেত্রী কৃতী শ্যাননপৌরাণিক কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটিতে আদিপুরুষের চরিত্রে দেখা যাবে প্রভাসকে। প্রভাসের পাশাপাশি সিনেমায় ‘লঙ্কেশ’ নামে দানবের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলি খান। হনুমানের চরিত্রে অভিনয় করেছেন দেবদত্ত নাগ। আদিপুরুষ সিনেমায় অধর্ম, অমঙ্গলের বিপরীতে সত্যের ও ঈশ্বরের জয়ের কথাই বলা হয়েছে। আগামী ১৩ জুন নিউইয়র্কে ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ‘আদিপুরুষ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

চলচ্চিত্রটিতে রামায়ণকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগে পরিচালক ওম রাউত সমালোচিত হন। আর এসব সমালোচনার মধ্যে নির্মাতারা চলচ্চিত্রটিতে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন। তাই এর মুক্তি পিছিয়ে গিয়েছিল। হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালাম ও কন্নড় ভাষায় নির্মিত হয়েছে ‘আদিপুরুষ’।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত