বিনোদন ডেস্ক
দক্ষিণের জনপ্রিয় কৌতুক অভিনেতা মায়িলসামি মারা গেছেন। আজ রোববার ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এই তামিল অভিনেতা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিন্তু গতকাল শনিবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ ভোরে মারা যান ৫৭ বছর বয়সী এই অভিনেতা।
তাঁর মৃত্যুতে টুইট করেছেন দক্ষিণি তারকা কমল হাসান। তিনি লেখেন, ‘আমার বন্ধু মায়িলসামি তাঁর নিজস্ব ঢঙে কমেডি চরিত্রে অভিনয়ে সকলের কাছে গ্রহণযোগ্য ছিল। সে ছিল আমার প্রিয় একজন বন্ধু। তাঁর প্রতি শ্রদ্ধা।’
আর শরৎ কুমার লিখেছেন, ‘আমার ভালো বন্ধু, মহান মানব, মানবহিতৈষী মায়িলসামির অকালমৃত্যুর কথা শুনে আমি হতবাক ও ভেঙে পড়েছি। আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, আত্মীয়, বন্ধু এবং চলচ্চিত্রশিল্পের সহকর্মীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
অভিনেতা সাক্ষী আগরওয়াল লিখেছেন, ‘খবরটি শুনে আমরা হতবাক। আপনার হাস্যরস ও ইতিবাচক মনোভাব সব সময়ই শুটিং স্পটে আমাদের আনন্দে পূর্ণ করে রাখত। আপনার পরিবার এবং বন্ধুদের সমবেদনা।’
‘ধাভানি কানাভুগাল’ সিনেমার মধ্য দিয়ে অভিনেতা হিসেবে মায়িলসামির পথচলা শুরু হয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি এই অভিনেতাকে। ‘ধুল’, ‘ভাসিগারা’, ‘ঘিল্লি’, ‘গিরি’, ‘উথামাপুথিরান’, ‘ভিরাম’, ‘কাঞ্চনা’ ও ‘কাঙ্গালাল কাইধু সে’ সিনেমায় তাঁর অভিনয় দর্শকের কাছ থেকে অর্জন করে নিয়েছে ভালোবাসা। অভিনয়ের ক্যারিয়ারে ১০০টির বেশি তামিল সিনেমায় অভিনয় করেছেন মায়িলসামি। দক্ষিণের শীর্ষ অভিনেতা অজিত কুমার, বিজয় ও কমল হাসানের সঙ্গে সমানতালে অভিনয় করেছেন। কমেডিয়ান চরিত্রে শুধু দর্শকদের মন জয় করেননি, জিতেছেন অসংখ্য পুরস্কার। এগুলোর মধ্যে রয়েছে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার।
দক্ষিণের জনপ্রিয় কৌতুক অভিনেতা মায়িলসামি মারা গেছেন। আজ রোববার ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এই তামিল অভিনেতা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিন্তু গতকাল শনিবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ ভোরে মারা যান ৫৭ বছর বয়সী এই অভিনেতা।
তাঁর মৃত্যুতে টুইট করেছেন দক্ষিণি তারকা কমল হাসান। তিনি লেখেন, ‘আমার বন্ধু মায়িলসামি তাঁর নিজস্ব ঢঙে কমেডি চরিত্রে অভিনয়ে সকলের কাছে গ্রহণযোগ্য ছিল। সে ছিল আমার প্রিয় একজন বন্ধু। তাঁর প্রতি শ্রদ্ধা।’
আর শরৎ কুমার লিখেছেন, ‘আমার ভালো বন্ধু, মহান মানব, মানবহিতৈষী মায়িলসামির অকালমৃত্যুর কথা শুনে আমি হতবাক ও ভেঙে পড়েছি। আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, আত্মীয়, বন্ধু এবং চলচ্চিত্রশিল্পের সহকর্মীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
অভিনেতা সাক্ষী আগরওয়াল লিখেছেন, ‘খবরটি শুনে আমরা হতবাক। আপনার হাস্যরস ও ইতিবাচক মনোভাব সব সময়ই শুটিং স্পটে আমাদের আনন্দে পূর্ণ করে রাখত। আপনার পরিবার এবং বন্ধুদের সমবেদনা।’
‘ধাভানি কানাভুগাল’ সিনেমার মধ্য দিয়ে অভিনেতা হিসেবে মায়িলসামির পথচলা শুরু হয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি এই অভিনেতাকে। ‘ধুল’, ‘ভাসিগারা’, ‘ঘিল্লি’, ‘গিরি’, ‘উথামাপুথিরান’, ‘ভিরাম’, ‘কাঞ্চনা’ ও ‘কাঙ্গালাল কাইধু সে’ সিনেমায় তাঁর অভিনয় দর্শকের কাছ থেকে অর্জন করে নিয়েছে ভালোবাসা। অভিনয়ের ক্যারিয়ারে ১০০টির বেশি তামিল সিনেমায় অভিনয় করেছেন মায়িলসামি। দক্ষিণের শীর্ষ অভিনেতা অজিত কুমার, বিজয় ও কমল হাসানের সঙ্গে সমানতালে অভিনয় করেছেন। কমেডিয়ান চরিত্রে শুধু দর্শকদের মন জয় করেননি, জিতেছেন অসংখ্য পুরস্কার। এগুলোর মধ্যে রয়েছে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৪৪ মিনিট আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগে