বিনোদন ডেস্ক
‘আদিপুরুষ’ আর বিতর্ক, যেন একে অন্যের সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। মুক্তির আগে থেকেই ‘রামায়ণ’নির্ভর এই সিনেমাকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। সময় যত গড়িয়েছে, বিতর্ক ততই বেড়েছে। ‘রামায়ণ’ বিকৃতির অভিযোগ, নিম্নমানের ভিএফএক্স–হাজারো বিতর্কের মাঝে কোনো কিছুই ৫০০ কোটি রুপির এই সিনেমাকে ব্যবসায় টিকিয়ে রাখতে পারেনি। এর মাঝে নির্মাতারা আবার পড়েছেন নতুন ঝামেলায়, পাইরেসির শিকার প্রভাস-কৃতির সিনেমা।
‘সত্য়প্রেম কি কথা’ মুক্তি পেতে না পেতেই একেকটা হল থেকে নেমে যাচ্ছে ‘আদিপুরুষ’। অধিকাংশ হলে দুই সপ্তাহও টেকেনি সিনেমাটি। এর মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে শিগগিরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল নির্মাতাদের। কিন্তু বড় ধাক্কা খেল টিম ‘আদিপুরুষ’, পাইরেসির শিকার প্রভাস-কৃতির সিনেমা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অনলাইনে ফাঁস হয়ে গেছে ‘আদিপুরুষ’-এর এইচডি (হাই ডেফিনেশন) ফাইল। এর জেরে সিনেমাটির ওটিটি রিলিজ নিঃসন্দেহে ব্যাহত হবে তা বলাই যায়।
ওম রাউত পরিচালিত সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, কৃতিকে দেখা গেছে ‘জানকি’ সীতার ভূমিকায়। সানি সিং অভিনয় করেছেন রামানুজ লক্ষ্মণের চরিত্রে। গত ১৬ জুন বক্স অফিসে মুক্তি পেয়েছিল সিনেমাটি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালম ভাষায়ও মুক্তি পায় ‘আদিপুরুষ’। শুরুটা দুর্দান্ত হয়েছিল সিনেমাটির। প্রথম দিন বিশ্ব বক্স অফিসে ১৪০ কোটি রুপি আয় করেছিল সিনেমাটি। দুই দিনে আয় ছিল ২৪০ কোটি রুপি। কিন্তু প্রথম সপ্তাহান্তে পার হতে না হতেই সিনেমাটি বক্স অফিসে ধাক্কা খায়, যার মূল কারণ ছিল সিনেমাটি নিয়ে নেগেটিভ রিভিউ এবং বিতর্ক।
মুক্তির ১৭ দিন পর দেশের বক্স অফিসে সিনেমাটির হিন্দি সংস্করণের আয় মাত্র ১১৪ কোটি রুপি, সব ভার্সনে সর্বমোট আয় ২৮৫ কোটি রুপির আশপাশে। ৫০০ কোটি রুপির সিনেমার এই ভরাডুবির মাঝে পাইরেসি হওয়ায় বড় ক্ষতির মুখে নির্মাতারা।
‘আদিপুরুষ’ আর বিতর্ক, যেন একে অন্যের সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। মুক্তির আগে থেকেই ‘রামায়ণ’নির্ভর এই সিনেমাকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। সময় যত গড়িয়েছে, বিতর্ক ততই বেড়েছে। ‘রামায়ণ’ বিকৃতির অভিযোগ, নিম্নমানের ভিএফএক্স–হাজারো বিতর্কের মাঝে কোনো কিছুই ৫০০ কোটি রুপির এই সিনেমাকে ব্যবসায় টিকিয়ে রাখতে পারেনি। এর মাঝে নির্মাতারা আবার পড়েছেন নতুন ঝামেলায়, পাইরেসির শিকার প্রভাস-কৃতির সিনেমা।
‘সত্য়প্রেম কি কথা’ মুক্তি পেতে না পেতেই একেকটা হল থেকে নেমে যাচ্ছে ‘আদিপুরুষ’। অধিকাংশ হলে দুই সপ্তাহও টেকেনি সিনেমাটি। এর মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে শিগগিরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল নির্মাতাদের। কিন্তু বড় ধাক্কা খেল টিম ‘আদিপুরুষ’, পাইরেসির শিকার প্রভাস-কৃতির সিনেমা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অনলাইনে ফাঁস হয়ে গেছে ‘আদিপুরুষ’-এর এইচডি (হাই ডেফিনেশন) ফাইল। এর জেরে সিনেমাটির ওটিটি রিলিজ নিঃসন্দেহে ব্যাহত হবে তা বলাই যায়।
ওম রাউত পরিচালিত সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, কৃতিকে দেখা গেছে ‘জানকি’ সীতার ভূমিকায়। সানি সিং অভিনয় করেছেন রামানুজ লক্ষ্মণের চরিত্রে। গত ১৬ জুন বক্স অফিসে মুক্তি পেয়েছিল সিনেমাটি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালম ভাষায়ও মুক্তি পায় ‘আদিপুরুষ’। শুরুটা দুর্দান্ত হয়েছিল সিনেমাটির। প্রথম দিন বিশ্ব বক্স অফিসে ১৪০ কোটি রুপি আয় করেছিল সিনেমাটি। দুই দিনে আয় ছিল ২৪০ কোটি রুপি। কিন্তু প্রথম সপ্তাহান্তে পার হতে না হতেই সিনেমাটি বক্স অফিসে ধাক্কা খায়, যার মূল কারণ ছিল সিনেমাটি নিয়ে নেগেটিভ রিভিউ এবং বিতর্ক।
মুক্তির ১৭ দিন পর দেশের বক্স অফিসে সিনেমাটির হিন্দি সংস্করণের আয় মাত্র ১১৪ কোটি রুপি, সব ভার্সনে সর্বমোট আয় ২৮৫ কোটি রুপির আশপাশে। ৫০০ কোটি রুপির সিনেমার এই ভরাডুবির মাঝে পাইরেসি হওয়ায় বড় ক্ষতির মুখে নির্মাতারা।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
২৩ মিনিট আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগে