অনলাইন ডেস্ক
চার হাত এক হয়েছে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) গাঁটছড়া বাঁধেন এই জুটি। হায়দরাবাদে অন্নপূর্ণ স্টুডিওতে বসে তাঁদের বিয়ের আসর। জমকালো আয়োজনে অনুষ্ঠিত বেশ কিছু বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত আগস্টে বাগ্দান সেরেছিলেন নাগা-শোভিতা। সেই ছবি প্রকাশ্যে এনেছিলেন নাগা চৈতন্যের বাবা তথা দক্ষিণী তারকা নাগার্জুন। এরপর থেকে দুই পরিবার মেতেছিল বিয়ের আচার-অনুষ্ঠানে। অবশেষে সেই বহু প্রতীক্ষিত বিয়ে সম্পন্ন হয়েছে।
সামাজিক মাধ্যমে প্রচার হওয়া একেকটি ভিডিওতে দেখা যায়, নাগা চৈতন্য শোভিতার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছেন, এ সময় দুজনই আবেগপ্রবণ হয়ে পড়েন। সেই মুহূর্তে শোভিতাকে চোখের পানি মুছতে দেখা যায়। বিয়ের আনুষ্ঠানিকতার সময় শোভিতা একটি সাদা শাড়ি পরেছিলেন, যার ওপর ছিল লাল জরির বর্ডার।
প্রবীণ অভিনেতা নাগার্জুন এক্স হ্যান্ডেলে ছেলের বিয়ের ছবি শেয়ার করেন। নাগা পরেছিলেন অফহোয়াইট রঙের পাঞ্জাবি, সাদা ধুতি ও লাল পাড়ের সাদা উড়নি। কনে শোভিতার পরনে ছিল সোনালি রঙের দক্ষিণী কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে কয়েক গোছা চুড়ি, হাতে বালা এবং গলায় ভারী সোনার অলংকার। ক্যাপশনে নাগার্জুন লিখেছিলেন, ‘শোভিতা এবং চৈকে একসঙ্গে সুন্দর অধ্যায় শুরু করতে দেখা আমার জন্য একটি বিশেষ এবং আবেগঘন মুহূর্ত। আমার প্রিয় চৈকে অভিনন্দন এবং প্রিয় শোভিতা, আমাদের পরিবারে তোমাকে স্বাগত। তুমি ইতিমধ্যেই আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে এসেছ।’
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে ২০১০-এ একটি ছবির সেট থেকে আলাপ হয় নাগার। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে ২০১৭ সালে বিয়ে করেছিলেন তাঁরা। তবে তা বেশি দিন টেকেনি। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন খবরে আসে শোভিতার সঙ্গে প্রেম করছেন নাগা।
২০২২ সালে শোভিতার সঙ্গে সাক্ষাৎ হয় নাগার। সেই সময় হায়দরাবাদে মাঙ্কিম্যান সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদ্যাপন করতেও দেখা যায় তাঁকে। সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা।
চার হাত এক হয়েছে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) গাঁটছড়া বাঁধেন এই জুটি। হায়দরাবাদে অন্নপূর্ণ স্টুডিওতে বসে তাঁদের বিয়ের আসর। জমকালো আয়োজনে অনুষ্ঠিত বেশ কিছু বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত আগস্টে বাগ্দান সেরেছিলেন নাগা-শোভিতা। সেই ছবি প্রকাশ্যে এনেছিলেন নাগা চৈতন্যের বাবা তথা দক্ষিণী তারকা নাগার্জুন। এরপর থেকে দুই পরিবার মেতেছিল বিয়ের আচার-অনুষ্ঠানে। অবশেষে সেই বহু প্রতীক্ষিত বিয়ে সম্পন্ন হয়েছে।
সামাজিক মাধ্যমে প্রচার হওয়া একেকটি ভিডিওতে দেখা যায়, নাগা চৈতন্য শোভিতার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছেন, এ সময় দুজনই আবেগপ্রবণ হয়ে পড়েন। সেই মুহূর্তে শোভিতাকে চোখের পানি মুছতে দেখা যায়। বিয়ের আনুষ্ঠানিকতার সময় শোভিতা একটি সাদা শাড়ি পরেছিলেন, যার ওপর ছিল লাল জরির বর্ডার।
প্রবীণ অভিনেতা নাগার্জুন এক্স হ্যান্ডেলে ছেলের বিয়ের ছবি শেয়ার করেন। নাগা পরেছিলেন অফহোয়াইট রঙের পাঞ্জাবি, সাদা ধুতি ও লাল পাড়ের সাদা উড়নি। কনে শোভিতার পরনে ছিল সোনালি রঙের দক্ষিণী কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে কয়েক গোছা চুড়ি, হাতে বালা এবং গলায় ভারী সোনার অলংকার। ক্যাপশনে নাগার্জুন লিখেছিলেন, ‘শোভিতা এবং চৈকে একসঙ্গে সুন্দর অধ্যায় শুরু করতে দেখা আমার জন্য একটি বিশেষ এবং আবেগঘন মুহূর্ত। আমার প্রিয় চৈকে অভিনন্দন এবং প্রিয় শোভিতা, আমাদের পরিবারে তোমাকে স্বাগত। তুমি ইতিমধ্যেই আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে এসেছ।’
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে ২০১০-এ একটি ছবির সেট থেকে আলাপ হয় নাগার। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে ২০১৭ সালে বিয়ে করেছিলেন তাঁরা। তবে তা বেশি দিন টেকেনি। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন খবরে আসে শোভিতার সঙ্গে প্রেম করছেন নাগা।
২০২২ সালে শোভিতার সঙ্গে সাক্ষাৎ হয় নাগার। সেই সময় হায়দরাবাদে মাঙ্কিম্যান সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদ্যাপন করতেও দেখা যায় তাঁকে। সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা।
রাত ৯টা ৫৫ মিনিট। মঞ্চে উঠলেন রাহাত ফতেহ আলী খান। সঙ্গে সঙ্গে দর্শকদের বাঁধভাঙা উল্লাসে মুখর হয়ে ওঠে ঢাকার আর্মি স্টেডিয়াম। শিল্পী মঞ্চে উঠে দর্শকদের অভিবাদন জানিয়ে বললেন, ‘আসসালামু আলাইকুম। বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি।’ এরপর শুরু করলেন গান। প্রথমে গাইলেন ‘তু না জানে আস পাস হ্যায় খোদা’।
৬ ঘণ্টা আগেগিটার বাজাতে বাজাতেই চলে গেলেন গিটারিস্ট পিকলু। গতকাল ২০ ডিসেম্বর শুক্রবার রাতে রাজধানীর রামপুরায় গিটার প্রশিক্ষণের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন পিকলু। অনুষ্ঠান শেষে গিটার হাতে জ্যামিং করেন।
১৪ ঘণ্টা আগেছাত্র-জনতার জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আয়োজন করা হয়েছে কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’। ঢাকার আর্মি স্টেডিয়ামে আজ এই চ্যারিটি কনসার্টের প্রধান আকর্ষণ জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। কনসার্টটি আয়োজন করেছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্পিরিট অব জুলাই।
১ দিন আগেরামায়ণ নিয়ে যেন একেবারে কুরুক্ষেত্র। একদিকে ‘মহাভারত’ সিরিয়ালের ভীষ্ম অর্থাৎ ছোট পর্দার শক্তিমান মুকেশ খান্না, অন্যদিকে বলিউডের ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, রামায়ণে হনুমান কার জন্য সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিলেন? সোনাক্ষী এ প্রশ্নের উত্তর দিতে
১ দিন আগে