বিনোদন ডেস্ক
মারা গেছেন দক্ষিণের জনপ্রিয় কৌতুক অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোবালা। ৬৯ বছর বয়সে আজ চেন্নাইয়ে মারা যান তিনি। তার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তিনি অগ্ন্যাশয়ের সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল।
তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন তারকারা। সুপারস্টার রজনীকান্ত এক টুইটে লেখেন ‘জনপ্রিয় পরিচালক, অভিনেতা এবং আমার বন্ধু মনোবালার মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। তার আত্মা শান্তিতে থাকুক।’
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ভারতীরাজ, ‘আমার ছাত্র মনোবালার মৃত্যু আমার এবং তামিল চলচ্চিত্র শিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি।’
প্রবীণ অভিনেতা এবং মনোবালার ঘনিষ্ঠ বন্ধু কমল হাসান তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘আমার একজন ভালো বন্ধু পরিচালক, অভিনেতা এবং প্রযোজক মনোবালার মৃত্যুর সংবাদটি আমার জন্য অনেক কষ্টের। তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা।’
প্রবীণ কমেডিয়ান চার্লি বলেন, ‘মনোবালা খুবই সরল এবং ডাউন টু আর্থ ছিলেন। তিনি ভাইয়ের মতো স্নেহশীল ছিলেন।’ জনপ্রিয় অভিনেতা থামবি রামিয়া লিখেছেন, ‘মনোবালা একজন কঠোর পরিশ্রমী ছিলেন। তিনি ক্যারিয়ারে অনেককে সুযোগ দিয়েছিলেন।’
বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ভারতীরাজের একজন সহকারী পরিচালক হিসেবে মনোবালার কর্মজীবন শুরু হয়। মনোবালা প্রায় ৭০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এ ছাড়া তিনি প্রায় ৪০টি চলচ্চিত্র পরিচালনা করেছেন।
মারা গেছেন দক্ষিণের জনপ্রিয় কৌতুক অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোবালা। ৬৯ বছর বয়সে আজ চেন্নাইয়ে মারা যান তিনি। তার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তিনি অগ্ন্যাশয়ের সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল।
তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন তারকারা। সুপারস্টার রজনীকান্ত এক টুইটে লেখেন ‘জনপ্রিয় পরিচালক, অভিনেতা এবং আমার বন্ধু মনোবালার মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। তার আত্মা শান্তিতে থাকুক।’
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ভারতীরাজ, ‘আমার ছাত্র মনোবালার মৃত্যু আমার এবং তামিল চলচ্চিত্র শিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি।’
প্রবীণ অভিনেতা এবং মনোবালার ঘনিষ্ঠ বন্ধু কমল হাসান তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘আমার একজন ভালো বন্ধু পরিচালক, অভিনেতা এবং প্রযোজক মনোবালার মৃত্যুর সংবাদটি আমার জন্য অনেক কষ্টের। তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা।’
প্রবীণ কমেডিয়ান চার্লি বলেন, ‘মনোবালা খুবই সরল এবং ডাউন টু আর্থ ছিলেন। তিনি ভাইয়ের মতো স্নেহশীল ছিলেন।’ জনপ্রিয় অভিনেতা থামবি রামিয়া লিখেছেন, ‘মনোবালা একজন কঠোর পরিশ্রমী ছিলেন। তিনি ক্যারিয়ারে অনেককে সুযোগ দিয়েছিলেন।’
বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ভারতীরাজের একজন সহকারী পরিচালক হিসেবে মনোবালার কর্মজীবন শুরু হয়। মনোবালা প্রায় ৭০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এ ছাড়া তিনি প্রায় ৪০টি চলচ্চিত্র পরিচালনা করেছেন।
আর কয়েকদিন পরেই বিয়ের এক বছর পূর্তি হবে পরম-পিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন তাঁরা। আলাপ করেছেন প্রাক্তনদের নিয়েও।
৩ ঘণ্টা আগেমারা গেছেন চলচ্চিত্র চিত্রপরিচালক শাহ আলম মণ্ডল। আজ শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
৪ ঘণ্টা আগেবিকেলের মধ্যেই কনসার্টস্থলে জমায়েত হন লাখো মানুষ। ভিড় ঠেকাতে হিমশিম অবস্থা আয়োজকদের। অনুষ্ঠানের শেষদিকে নগর বাউলের পারফর্ম করার কথা থাকলেও, ভিড় সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই জেমসকে মঞ্চে আনা হয়।
৮ ঘণ্টা আগেপ্রায় চার দশক পর আবারও মিঠুনের সঙ্গে দেখা যাবে বাংলাদেশের কোনো অভিনেত্রীকে। নির্মাতা মানস মুকুল পাল তাঁর পরবর্তী সিনেমায় মিঠুনের বিপরীতে আফসানা মিমির কথা ভাবছেন।
৯ ঘণ্টা আগে