বিনোদন ডেস্ক
দক্ষিণের মেগাস্টার চিরঞ্জীবী অভিনীত সিনেমা ‘ভোলা শংকর’ মুক্তি পাচ্ছে আগামী ১১ আগস্ট। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সিনেমাটির প্রচারণার এক অনুষ্ঠানে তামান্না ভাটিয়ার প্রশংসা করে তাঁকে বর্তমান অভিনেত্রীদের জন্য আদর্শ হিসেবে উল্লেখ করেছেন চিরঞ্জীবী। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ জানিয়েছে, চিরঞ্জীবী তাঁকে বর্তমান প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণা হিসেবে চিহ্নিত করেছেন।
ভোলা শংকর সিনেমায় মিল্কি বিউটি শিরোনামের একটি গান রয়েছে। সুইজারল্যান্ডে গানটির চিত্রায়ণের সময় তামান্নার বাবার অস্ত্রোপচার হয়। গানের শুটিং চলছিল বলে তিনি তাঁর পরিবারের সঙ্গে থাকতে পারেননি। এই চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি গানটি শেষ করেছিলেন। অন্যদিকে, পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে তাদেরও শক্তি জুগিয়েছিলেন।
অনুষ্ঠানে কথা বলতে গিয়ে চিরঞ্জীবী বলেন, ‘ভোলা শংকরে মিল্কি বিউটি শিরোনামের একটি গান রয়েছে, যেটি সুইজারল্যান্ডে চিত্রায়িত হয়েছে। চিত্রগ্রহণের প্রক্রিয়াটি প্রায় দুই সপ্তাহ ধরে চলেছিল। তবে, সেই সময়ের মধ্যে আমি জানতে পারি যে তামান্নার বাবার অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু সংবাদটি শোনা সত্ত্বেও, তামান্না শুটিং ছেড়ে যাননি। তিনি ক্যামেরার সামনে যেমন তখন নেচেছেন, আবার ফোনের মাধ্যমে তাঁর পরিবারকে শক্তিও জুগিয়েছেন। এটি তাঁর দায়িত্বশীলতার প্রমাণ করে।’
বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ভোলা শংকর মুক্তি পাচ্ছে ১১ আগস্ট। মেহের রমেশা পরিচালিত এই ছবিতে মেগাস্টার চিরঞ্জীবী, তামান্না ভাটিয়া এবং কীর্তি সুরেশ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ভক্তরা অধীর আগ্রহে এর মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটি ভক্তদের মধ্যে উল্লেখযোগ্য উত্তেজনা এবং প্রত্যাশা তৈরি করেছে।
দক্ষিণের মেগাস্টার চিরঞ্জীবী অভিনীত সিনেমা ‘ভোলা শংকর’ মুক্তি পাচ্ছে আগামী ১১ আগস্ট। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সিনেমাটির প্রচারণার এক অনুষ্ঠানে তামান্না ভাটিয়ার প্রশংসা করে তাঁকে বর্তমান অভিনেত্রীদের জন্য আদর্শ হিসেবে উল্লেখ করেছেন চিরঞ্জীবী। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ জানিয়েছে, চিরঞ্জীবী তাঁকে বর্তমান প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণা হিসেবে চিহ্নিত করেছেন।
ভোলা শংকর সিনেমায় মিল্কি বিউটি শিরোনামের একটি গান রয়েছে। সুইজারল্যান্ডে গানটির চিত্রায়ণের সময় তামান্নার বাবার অস্ত্রোপচার হয়। গানের শুটিং চলছিল বলে তিনি তাঁর পরিবারের সঙ্গে থাকতে পারেননি। এই চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি গানটি শেষ করেছিলেন। অন্যদিকে, পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে তাদেরও শক্তি জুগিয়েছিলেন।
অনুষ্ঠানে কথা বলতে গিয়ে চিরঞ্জীবী বলেন, ‘ভোলা শংকরে মিল্কি বিউটি শিরোনামের একটি গান রয়েছে, যেটি সুইজারল্যান্ডে চিত্রায়িত হয়েছে। চিত্রগ্রহণের প্রক্রিয়াটি প্রায় দুই সপ্তাহ ধরে চলেছিল। তবে, সেই সময়ের মধ্যে আমি জানতে পারি যে তামান্নার বাবার অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু সংবাদটি শোনা সত্ত্বেও, তামান্না শুটিং ছেড়ে যাননি। তিনি ক্যামেরার সামনে যেমন তখন নেচেছেন, আবার ফোনের মাধ্যমে তাঁর পরিবারকে শক্তিও জুগিয়েছেন। এটি তাঁর দায়িত্বশীলতার প্রমাণ করে।’
বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ভোলা শংকর মুক্তি পাচ্ছে ১১ আগস্ট। মেহের রমেশা পরিচালিত এই ছবিতে মেগাস্টার চিরঞ্জীবী, তামান্না ভাটিয়া এবং কীর্তি সুরেশ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ভক্তরা অধীর আগ্রহে এর মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটি ভক্তদের মধ্যে উল্লেখযোগ্য উত্তেজনা এবং প্রত্যাশা তৈরি করেছে।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
১১ মিনিট আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৩ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৫ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৬ ঘণ্টা আগে