বিনোদন ডেস্ক
শিবাকার্তিকেয়ন ও সাই পল্লবী অভিনীত ‘আমরণ’ সিনেমা মুক্তির দিনের ঘটনা। গত ৩১ অক্টোবর পরিবারের সঙ্গে দীপাবলি উদ্যাপন করছিলেন ভি ভি ভাগেসান নামের ভারতের এক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী। হঠাৎ তাঁর মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে কল আসা শুরু হয়। একটা, দুটো—এভাবে শত শত। প্রত্যেকেই সাই পল্লবীর সঙ্গে কথা বলতে চান।
ধীরে ধীরে বাড়তে থাকে কলের সংখ্যা। ভাগেসান যতবারই বোঝাচ্ছিলেন, এটা তাঁর ব্যক্তিগত ফোন নম্বর, মানতে চাইছিলেন না কেউ। পরিস্থিতি এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছায় যে মাত্র কয়েক দিনের ব্যবধানে ৪ হাজারের বেশি কল রিসিভ করতে হয় তাঁকে। ভাগেসান প্রথমে বুঝে উঠতে পারছিলেন না ঘটনা কী! পরে খোঁজ নিয়ে জানা যায়, ‘আমরণ’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। তার একটি গানের দৃশ্যে সাই পল্লবীর মোবাইল ফোন নম্বর হিসেবে ভাগেসানের ফোন নম্বর ব্যবহার করা হয়েছে। সাই পল্লবীর ভক্তরা ধরেই নিয়েছে, এটা অভিনেত্রীর নম্বর।
ফোনকলের অত্যাচারে বিপর্যস্ত হয়ে পড়ে ভাগেসানের জীবন। ব্যাংক ও আধার কার্ডের সঙ্গে সংযোগ থাকায় ওই নম্বরটি বদলাতেও পারছিলেন না তিনি। বাধ্য হয়ে ফোন সাইলেন্ট করে রাখতে হয় এক সপ্তাহর বেশি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমরণ সিনেমার নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করেন ভাগেসান। তাঁর নম্বরটি সিনেমার দৃশ্য থেকে মুছে দেওয়ার অনুরোধ করেন। কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হন ভাগেসান। ১ কোটি ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করে মাদ্রাজ হাইকোর্টে মামলা ঠুকে দেন। তাতেই নড়েচড়ে বসেন নির্মাতারা। নতুন করে সেন্সর সার্টিফিকেট ইস্যুর নির্দেশ দেন হাইকোর্ট। নির্মাতারা আদালতে হাজির হয়ে এই ভুলের জন্য ক্ষমাপ্রার্থনা করেন এবং প্রতিশ্রুতি দেন, সিনেমা থেকে ওই ফোন নম্বর মুছে দেওয়া হবে।
সিনেমা হলে ৩০০ কোটি রুপি ব্যবসা করার পর ৫ ডিসেম্বর আমরণ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। ওটিটি ভার্সনে ফোন নম্বর ব্লক করে দেওয়া হয়েছে। ইউটিউবে তিন সপ্তাহ আগে যে গান প্রকাশ পেয়েছিল, তাতেও এখন আর ফোন নম্বরটি দেখা যাচ্ছে না।
আমরণ সিনেমাটি তৈরি হয়েছে মেজর মুকুন্দ নামের এক ভারতীয় সৈনিকের জীবনকাহিনি নিয়ে। ইন্দুর (সাই পল্লবী) সঙ্গে যখন মুকুন্দর প্রেমপর্ব চলছিল, তখন একদিন দোতলার জানালা থেকে চিরকুটে নিজের ফোন নম্বর লিখে মুকুন্দকে দেয় ইন্দু। সেই চিরকুটে লেখা নম্বরটি মিলে গিয়েছিল ভাগেসানের ব্যক্তিগত নম্বরের সঙ্গে। আর তাতেই যত বিপত্তি। সাই পল্লবীর নম্বর ভেবে ভক্তরা লাগাতার কল করতে থাকে ওই নম্বরে।
শিবাকার্তিকেয়ন ও সাই পল্লবী অভিনীত ‘আমরণ’ সিনেমা মুক্তির দিনের ঘটনা। গত ৩১ অক্টোবর পরিবারের সঙ্গে দীপাবলি উদ্যাপন করছিলেন ভি ভি ভাগেসান নামের ভারতের এক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী। হঠাৎ তাঁর মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে কল আসা শুরু হয়। একটা, দুটো—এভাবে শত শত। প্রত্যেকেই সাই পল্লবীর সঙ্গে কথা বলতে চান।
ধীরে ধীরে বাড়তে থাকে কলের সংখ্যা। ভাগেসান যতবারই বোঝাচ্ছিলেন, এটা তাঁর ব্যক্তিগত ফোন নম্বর, মানতে চাইছিলেন না কেউ। পরিস্থিতি এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছায় যে মাত্র কয়েক দিনের ব্যবধানে ৪ হাজারের বেশি কল রিসিভ করতে হয় তাঁকে। ভাগেসান প্রথমে বুঝে উঠতে পারছিলেন না ঘটনা কী! পরে খোঁজ নিয়ে জানা যায়, ‘আমরণ’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। তার একটি গানের দৃশ্যে সাই পল্লবীর মোবাইল ফোন নম্বর হিসেবে ভাগেসানের ফোন নম্বর ব্যবহার করা হয়েছে। সাই পল্লবীর ভক্তরা ধরেই নিয়েছে, এটা অভিনেত্রীর নম্বর।
ফোনকলের অত্যাচারে বিপর্যস্ত হয়ে পড়ে ভাগেসানের জীবন। ব্যাংক ও আধার কার্ডের সঙ্গে সংযোগ থাকায় ওই নম্বরটি বদলাতেও পারছিলেন না তিনি। বাধ্য হয়ে ফোন সাইলেন্ট করে রাখতে হয় এক সপ্তাহর বেশি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমরণ সিনেমার নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করেন ভাগেসান। তাঁর নম্বরটি সিনেমার দৃশ্য থেকে মুছে দেওয়ার অনুরোধ করেন। কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হন ভাগেসান। ১ কোটি ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করে মাদ্রাজ হাইকোর্টে মামলা ঠুকে দেন। তাতেই নড়েচড়ে বসেন নির্মাতারা। নতুন করে সেন্সর সার্টিফিকেট ইস্যুর নির্দেশ দেন হাইকোর্ট। নির্মাতারা আদালতে হাজির হয়ে এই ভুলের জন্য ক্ষমাপ্রার্থনা করেন এবং প্রতিশ্রুতি দেন, সিনেমা থেকে ওই ফোন নম্বর মুছে দেওয়া হবে।
সিনেমা হলে ৩০০ কোটি রুপি ব্যবসা করার পর ৫ ডিসেম্বর আমরণ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। ওটিটি ভার্সনে ফোন নম্বর ব্লক করে দেওয়া হয়েছে। ইউটিউবে তিন সপ্তাহ আগে যে গান প্রকাশ পেয়েছিল, তাতেও এখন আর ফোন নম্বরটি দেখা যাচ্ছে না।
আমরণ সিনেমাটি তৈরি হয়েছে মেজর মুকুন্দ নামের এক ভারতীয় সৈনিকের জীবনকাহিনি নিয়ে। ইন্দুর (সাই পল্লবী) সঙ্গে যখন মুকুন্দর প্রেমপর্ব চলছিল, তখন একদিন দোতলার জানালা থেকে চিরকুটে নিজের ফোন নম্বর লিখে মুকুন্দকে দেয় ইন্দু। সেই চিরকুটে লেখা নম্বরটি মিলে গিয়েছিল ভাগেসানের ব্যক্তিগত নম্বরের সঙ্গে। আর তাতেই যত বিপত্তি। সাই পল্লবীর নম্বর ভেবে ভক্তরা লাগাতার কল করতে থাকে ওই নম্বরে।
গত বছর ডিসেম্বরে ‘মোবারকনামা’ মুক্তির পর থেকে ওটিটিতে দেখা মিলছিল না মোশাররফ করিমের। প্রায় ১০ মাস পর অক্টোবর-নভেম্বরে ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজ দিয়ে ফেরেন ওটিটিতে। এরপর একের পর এক ওটিটি কনটেন্ট নিয়ে মোশাররফ এখন আলোচনার কেন্দ্রে।
১৩ ঘণ্টা আগেঐশ্বরিয়া অভিনীত জনপ্রিয় সিনেমা ‘যোধা আকবর’। আকবর চরিত্রে হৃতিক রোশন ও যোধা চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই। ৪০ কোটি রুপিতে তৈরি সিনেমাটি আয় করে ১২০ কোটির বেশি।
১৩ ঘণ্টা আগেবছর শেষে নতুন অ্যালবাম নিয়ে এসেছেন সংগীতশিল্পী এলিটা করিম। ‘চিনি দেড় চামচ’ অ্যালবামটি সাজানো হয়েছে চারটি গান দিয়ে। গানগুলোর শিরোনাম ‘প্রেম হবে দিন শেষে’, ‘চিনি দেড় চামচ’, ‘ভালোবাসি’ ও ‘প্রজাপতি’।
১৪ ঘণ্টা আগেএকদিকে বক্সঅফিসে হিট, অন্যদিকে আইনী জটিলতায় ভুগছেন ‘পুষ্পা ২’ সিনেমার নায়ক দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। প্রিমিয়ারে পদদলিত হয়ে নারীর মৃত্যুকে ঘিরে মামলায় এই তারকার কপালে চিন্তার ভাঁজ। শুধু তাই নয়, এর আগে একরাত থানা হাজতে রাত কাটিয়ে জামিনের পর আবার যেতে হয়েছে থানায়। এবার জেরা পর জেরা...
১ দিন আগে