Ajker Patrika

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: আল্লু অর্জুনের বিরুদ্ধে পুলিশের মামলা

বিনোদন ডেস্ক
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: আল্লু অর্জুনের বিরুদ্ধে পুলিশের মামলা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আইনি ঝামেলায় পড়লেন দক্ষিণী সুপার স্টার আল্লু অর্জুন। গতকাল শনিবার অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা করেছে পুলিশ। বন্ধু ও ওয়াইএসআরসিপি বিধায়ক রবিচন্দ্র কিশোর রেড্ডির বাড়িতে গিয়েছিলেন আল্লু। আর সেখানে অভিনেতাকে দেখতে ভিড় জমে যায়। অভিনেতা এবং বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বাসভাবনে ভিড়ের অনুমতি দিয়েছিলেন। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে।

টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে জানিয়েছে, ওয়াইএসআরসিপি বিধায়ক রবিচন্দ্র কিশোর রেড্ডির বিরুদ্ধে আরও অভিযোগ, বিধায়ক রেড্ডি শনিবার সমাবেশের জন্য পূর্বানুমতি ছাড়াই আল্লু অর্জুনকে আমন্ত্রণ জানিয়েছেন। ফলে তাদের বিরুদ্ধে নির্বাচনী বিধি অমান্য করার জন্য মামলা দয়ের হয়েছে। মামলাটি ডেপুটি তহসিলদার পি রামচন্দ্র রাও নথিভুক্ত করেছেন। তিনি অন্ধ্র প্রদেশের নান্দিয়াল নির্বাচনী এলাকায় নির্বাচনের তত্ত্বাবধানে নিযুক্ত আছেন।

অভিনেতার আগমনের পরে, বিধায়কের বাড়ির বাইরে প্রচুর মানুষ জড়ো হয়। ভক্তরা আল্লু অর্জুনকে দেখতে এমনভাবে উদগ্রীব ছিলেন। পরে আল্লু ব্যালকনি থেকে হাত নেড়ে ভক্তদের সঙ্গে দেখা করেন আল্লু অর্জুন। এসময়ে তারা জোরে জোরে পুষ্পা, পুষ্পা স্লোগান দিচ্ছিলেন।

অভিনেতাকে দেখতে ভক্তদের ঢল নামে। ছবি: সংগৃহীতবিশাল ভক্ত সমাগমের মধ্যে রেড্ডির সঙ্গে তাঁর বাস ভাবনে দেখা করার পর আল্লু অর্জুন স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি তাঁর বন্ধুকে সাহায্য করার জন্য নান্দিয়ালায় গিয়েছিলেন এবং কোনও রাজনৈতিক দলকে সমর্থন করেন না।

তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন বলেন, ‘আমি নিজে থেকে এখানে এসেছি। আমার বন্ধুদের মধ্যে, তারা যে ক্ষেত্রেই হোক না কেন, আমার সাহায্যের প্রয়োজন হলে আমি এগিয়ে যাব এবং তাদের সাহায্য করব। এর মানে এই নয় যে আমি কোনও রাজনৈতিক দলকে সমর্থন করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত