বিনোদন ডেস্ক
মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির প্রযোজনা প্রতিষ্ঠান ধোনি এন্টারটেইনমেন্টের প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’। সংক্ষেপে যা বলা হচ্ছে এলজিএম। মুক্তিকে সামনে রেখে গতকাল সোমবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়।
গতকাল সোমবার ধোনি এন্টারটেইনমেন্ট থেকে সিনেমাটির ট্রেলার প্রকাশ করে লেখা হয়, ‘এলজিএম একটি মজার বিনোদনমূলক সিনেমা, জুলাইতে এটি বড় পর্দায় আসছে।’ রমেশ তামিলমণি পরিচালিত তামিল এই সিনেমার মূল ভাবনা এম এস ধোনির স্ত্রী সাক্ষী ধোনির। ছবির ট্রেলার মন কেড়েছে সিনেমাপ্রেমীদের।
রোববার চেন্নাইতে ছিল সিনেমাটির ট্রেলার ও অডিও প্রকাশের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএস ধোনি ও সাক্ষী ধোনি। সিনেমাটিতে অভিনয় করা অভিনেতা হরিশ কল্যাণ ২০১০ সালের ‘ওহ মানাপেনে’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন, পরে ‘ধরলা প্রভু’র মতো সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটির নায়িকা ইভানা শিশু অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০১৮ সালে তামিল সিনেমা ‘নাচিয়ার’ হাত ধরে বড় পর্দায় পা রাখেন। আশিস রেড্ডি অভিনীত তেলেগু সিনেমা ‘সেলফিশ’-এ অভিনয় করেছেন তিনি।
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘ধোনি এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় এটি প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। এর আগে এই সংস্থার অধীনে একটি তথ্যচিত্র সিরিজ তৈরি হয়, যার নাম ছিল ‘রোর অব দ্য লায়ন’, যা আইপিএলে ‘চেন্নাই সুপার কিংস’-এর অধিনায়ক হিসেবে ধোনির সফরের গল্প বলে। সম্প্রতি ধোনির হাত ধরেই চেন্নাই সুপার কিংস আইপিএলে পঞ্চমবার শিরোপা ঘরে তুলেছে।
মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির প্রযোজনা প্রতিষ্ঠান ধোনি এন্টারটেইনমেন্টের প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’। সংক্ষেপে যা বলা হচ্ছে এলজিএম। মুক্তিকে সামনে রেখে গতকাল সোমবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়।
গতকাল সোমবার ধোনি এন্টারটেইনমেন্ট থেকে সিনেমাটির ট্রেলার প্রকাশ করে লেখা হয়, ‘এলজিএম একটি মজার বিনোদনমূলক সিনেমা, জুলাইতে এটি বড় পর্দায় আসছে।’ রমেশ তামিলমণি পরিচালিত তামিল এই সিনেমার মূল ভাবনা এম এস ধোনির স্ত্রী সাক্ষী ধোনির। ছবির ট্রেলার মন কেড়েছে সিনেমাপ্রেমীদের।
রোববার চেন্নাইতে ছিল সিনেমাটির ট্রেলার ও অডিও প্রকাশের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএস ধোনি ও সাক্ষী ধোনি। সিনেমাটিতে অভিনয় করা অভিনেতা হরিশ কল্যাণ ২০১০ সালের ‘ওহ মানাপেনে’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন, পরে ‘ধরলা প্রভু’র মতো সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটির নায়িকা ইভানা শিশু অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০১৮ সালে তামিল সিনেমা ‘নাচিয়ার’ হাত ধরে বড় পর্দায় পা রাখেন। আশিস রেড্ডি অভিনীত তেলেগু সিনেমা ‘সেলফিশ’-এ অভিনয় করেছেন তিনি।
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘ধোনি এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় এটি প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। এর আগে এই সংস্থার অধীনে একটি তথ্যচিত্র সিরিজ তৈরি হয়, যার নাম ছিল ‘রোর অব দ্য লায়ন’, যা আইপিএলে ‘চেন্নাই সুপার কিংস’-এর অধিনায়ক হিসেবে ধোনির সফরের গল্প বলে। সম্প্রতি ধোনির হাত ধরেই চেন্নাই সুপার কিংস আইপিএলে পঞ্চমবার শিরোপা ঘরে তুলেছে।
বাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
২ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
২ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
২ ঘণ্টা আগেএকজন মানুষের মৌলিক চাহিদা কী কী? ভারতীয় সিনেমা আমাদের শিখিয়েছে ‘রুটি, কাপড় আর ঘর’। তবে বিষয়টি যদি মিকা সিংয়ের বেলায় হয়, তাহলে হিন্দি সিনেমার সংলাপটি কিছুটা বদলে হবে ‘রুটি, কাপড় আর ৯৯টি বাড়ি’। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্য। ৯৯টি বিলাসবহুল বাড়ির মালিক মিকা সিং। পিঙ্কভিলার সঙ্গে সম্প্রতি...
২ ঘণ্টা আগে