সামান্থার সঙ্গে শেষ স্মৃতিটুকুও মুছে ফেললেন নাগা চৈতন্য

অনলাইন ডেস্ক    
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১৪: ০৮
ছবি: সংগৃহীত

দুই বছরের প্রেমের পর গাঁটছড়া বাঁধেন নাগা চৈতন্যে ও সামান্থা রুথ প্রভু। এরপর চার বছরের দাম্পত্য জীবন। এ পর্যায়ে গুঞ্জন ওঠে চির ধরেছে তাঁদের সম্পর্কে। সামনে আসে নাগার সঙ্গে শোভিতা ধুলিপালার প্রেমের বিষয়টি। সম্প্রতি এই জুটি বাগদানও সেরে ফেলেছেন। কিছুদিন আগেই প্রাক্বিবাহ অনুষ্ঠানের কিছু ছবি শোভিতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। তাঁদের বিয়ের প্রস্তুতির মধ্যে আবারও আলোচনায় প্রাক্তন স্ত্রী সামান্থা।

বেশ কিছুদিন আগে ছেলের বাগদানের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন নাগার্জুন। তাঁদের বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে। কিন্তু বিয়ের দিনক্ষণ খোলাসা করেনি দুই পরিবারের কেউ-ই। তবে নাগা চৈতন্য ও শোভিতার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। ট্রোলিংয়ের শিকার হচ্ছেন তাঁরা। সামান্থার ভক্ত-অনুরাগীরা যেন ক্ষোভ উগরে দিচ্ছেন।

নাগা চৈতন্যের ইনস্টাগ্রাম পেজে সামান্থার সঙ্গে একটি মাত্র ছবি ছিল। ২০১৮ সালের একটি ছবি, যা ফর্মুলা ওয়ান রেসট্র্যাকে তোলা হয়েছিল। শোভিতার সঙ্গে বাগদানের পরে সামান্থার সঙ্গে সব কটি ছবিই মুছে ফেলেছিলেন নাগা চৈতন্য। ওই ছবিকে নিয়ে অনুরাগীদের দাবি তোলেন, ‘কেনই বা একটি ছবি রেখে দিয়েছেন? নতুন জীবন যখন শুরুই করছেন, তখন এই ছবিটিও মুছে দিন।’

সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত
সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত

এক অনুরাগী মন্তব্য করেন, ‘আপনি তো সামান্থাকে আর ইনস্টাগ্রামে অনুসরণ করেন না। তাহলে ওই একটা ছবি রেখে আর কী লাভ?’

অবশেষে সেই ছবিটিও মুছে ফেললেন নাগা চৈতন্য। প্রাক্তন স্ত্রীর সঙ্গে রাখা শেষ স্মৃতিও ইনস্টাগ্রাম পেজ থেকে সরিয়ে দিলেন তিনি।

এক সময়ের জনপ্রিয় জুটি ছিলেন নাগা চৈতন্যে ও সামান্থা রুথ প্রভু। ২০১৫ সাল থেকে নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে জড়ান সামান্থা। ২০১৭ সালে ঘর বাঁধেন এই জুটি। চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের আগে নাগা চৈতন্য শোভিতার সঙ্গে সম্পর্কে জড়ান। সামান্থার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে শোভিতাকে নিয়ে জল্পনা চলছিল ঠিকই, তবে নাগা বা শোভিতা কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে এস আলম গ্রুপের ২ জনের নামে প্রতারণার মামলা

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার, ৭ দিনের পুলিশ হেফাজত

গাজীপুর থেকে ঢাকায় ট্রেনে অফিস, চালু হচ্ছে চার জোড়া কমিউটার

বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণের শীর্ষে ঢাকা, দ্বিতীয় দিল্লি, এরপরই লাহোর

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে সাবরেজিস্ট্রার, গড়েছেন সম্পদের পাহাড়

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত