Ajker Patrika

‘সুদর্শন নন’, তাই প্রথম সিনেমার সাফল্যের পরও কাজ পাননি আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক
আপডেট : ০৯ মে ২০২৪, ১১: ৫৩
‘সুদর্শন নন’, তাই প্রথম সিনেমার সাফল্যের পরও কাজ পাননি আল্লু অর্জুন

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। আল্লু মানেই যেন ব্লকবাস্টার হিট। মুক্তির অপেক্ষায় তাঁর বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’। তবে এর আগে অভিনেতা সামনে এনেছেন এক কষ্টের স্মৃতি। ক্যারিয়ারে প্রথম ছবি ব্যবসাসফল হলেও কাজের জন্য অভিনেতাকে ঘুরতে হয়েছে প্রযোজকদের কাছে, তবে দেখতে সুদর্শন না হওয়ায় কোনো সিনেমার অফার পাননি তিনি। সম্প্রতি ব্লকবাস্টার ‘আরিয়া’ সিনেমার ২০ বছর পূর্তির অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন অভিনেতা।

২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ সিনেমার হাত ধরে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন আল্লু অর্জুন। যা পেয়েছিল ব্যবসায়িক সফলতা। আর সম্পর্কেও তিনি সুপারস্টার চিরঞ্জীবীর ভাগিনা। তবুও শুরুর দিকে বেশ সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে।

আল্লুর কথায়, ‘‘‘গঙ্গোত্রী’ হিট হয়েছিল। তবে তাতে আমার বিশেষ কোনো উপকার হয়নি। কেউ আমাকে পছন্দ করেননি। কারণ আমাকে দেখতে ভালো লাগেনি ছবিটায়। এত বড় হিট দেওয়ার পরেও আমি গুরুত্বপূর্ণ ছিলাম না। কোনো পরিচিতি তৈরি করতে পারিনি।’

অভিনেতা জানান এরপর তিনি নানা জায়গায় কাজের জন্য ঘুরেছেন। অবশ্য কেউ তাঁকে কাজ দিতে রাজি ছিলেন না। তিনি হায়দরাবাদের বিভিন্ন প্রযোজকের সঙ্গে দেখা করেছিলেন। কোনো লাভ হয়নি বলে জানান সুপারস্টার।

আল্লু অর্জুন। ছবি: সংগৃহীতসব পরিস্থিতি বদলায় যখন তিনি নীতিনের ‘দিল’ ছবির স্ক্রিনিং-এ যান। অভিনেতা বলেন, ‘ওখানে আমাকে দেখে পরিচালক সুকুমার ‘‘আরিয়া’’ সিনেমার প্রস্তাব দেন। আর মামা চিরঞ্জীবীও চিত্রনাট্য শুনে বলেছিলেন ছবিটা করা উচিত। এরপর সব প্রতিকূলতার পরেও ১২৫ দিন চলে ‘‘আরিয়া’’ ছবিটা। এই ছবিটা আমার জীবন বরাবরের মতো বদলে যায়।’

আল্লু অর্জুন। ছবি: সংগৃহীতক্যারিয়ারে সুকুমারের অবদান স্বীকার করে অভিনেতা বলেন, ‘কেউ যদি ‘‘আরিয়া’’ থেকে ‘‘পুষ্পা’’, এত বছরের জার্নিতে আমার ক্যারিয়ারে সব থেকে বেশি ছাপ ফেলে থাকেন, তিনি সুকুমার। ছবি হিট হোক বা ফ্লপ হোক এই একজন আমার ওপর থেকে কখনো আস্থা হারাননি। তাই আমি অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি’।

আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত‘আরিয়া’ ছবিটা ব্লকবাস্টার হিট হয়েছিল। তারপর আল্লু আর সুকুমার দু’জনকেই পেছনে ফিরে তাকাতে হয়নি। লক্ষণীয়, সুকুমারই আল্লুর আগামী ছবি ‘পুষ্পা: দ্য রুল’-এর পরিচালক। এত সাফল্যের পরেও প্রথম ছবির পর পরবর্তী ছবি পাওয়ার স্ট্রাগলের কথা এখনো ভুলতে পারেননি আল্লু। সঙ্গে হাত ছাড়েননি পরিচিতি পাইয়ে দেওয়া পরিচালকের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত