বিনোদন ডেস্ক
আজ দক্ষিণের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর এর জন্মদিন। জন্মদিনে তিনি তাঁর ৩০ তম সিনেমার ঘোষণা দিয়েছেন। কোরাতলা শিবা পরিচালিত ‘দেভারা’ শিরোনামের সিনেমাটিতে তাঁর সঙ্গে প্রথমবারের মতো দক্ষিণের সিনেমায় অভিনয় করবেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এ ছাড়া এতে অভিনয় করবেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।
নিজের প্রতিভা দিয়ে ইতিমধ্যে ছাপিয়ে গেছেন তেলেগু অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এনটি রমা রাওয়ার নাতি পরিচয়। ‘ইয়ং টাইগার’খ্যাত এ অভিনেতা পার করেছেন ক্যারিয়ারের দুই দশক। ১৯৯১ সালে মাত্র ৪ বছর বয়সে দাদা নান্দামুরি তারক রমা রাওয়ের ‘ব্রহ্মর্ষি বিশ্বামিত্র’ সিনেমায় প্রথম শিশুশিল্পী হিসাবে অভিনয় করেন জুনিয়র এনটিআর। এরপরে চলচ্চিত্র নির্মাতা গুণশেখর পরিচালিত ‘রামায়ণম’ সিনেমায় শিশুশিল্পী হিসাবে অভিনয় করেন তিনি। পৌরাণিক গল্পের চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করে শিশুশিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি। তা ছাড়া দুটি নন্দী পুরস্কারও লাভ করেন সিনেমাটির জন্য।
এসএস রাজামৌলি পরিচালিত তাঁর ‘স্টুডেন্ট নম্বর ওয়ান’ সিনেমাটি ২০০১ সালে মুক্তি পায়। বিশ্বব্যাপী প্রশংসায় ভাসে সিনেমাটি। বদলে যায় এনটিআর জুনিয়রের রুটিন, বদলে যায় বেশভূষা। কারণ এ চলচ্চিত্র তাকে রাতারাতি ইয়ং আইকনে রূপান্তরিত করে।
এরপর তিনি একের পর এক দর্শককে উপহার দিলেন ‘আদি’, ‘নাগা’, ‘না আল্লুড়ু’, ‘অশোক’, ‘আরআরআর’, ‘রাখি’, ‘যমদঙ্গা’, ‘কান্ত্রি’, ‘শক্তি’, ‘বাদশাহ’র মতো সিনেমা। ‘সিমহাড়ি’, ‘আদি’, ‘আরআরআর’-এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাচের দক্ষতার প্রমাণ দিয়ে নিজেকে দক্ষিণী চলচ্চিত্রের অপরিহার্য অনুষঙ্গে পরিণত করেন তিনি।
আরআরআর-টু সিনেমার মাধ্যমে সহ-অভিনেতা রামচরণকে নিয়ে ভারতকে ৯৫ তম আসরের অস্কার এনে দিয়ে তিনি পৌঁছে যান সাফল্যের শিখরে। সেরা মৌলিক গান বিভাগে অস্কার পেয়েছে সিনেমার ‘নাটু নাটু’ গানটি।
আজ দক্ষিণের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর এর জন্মদিন। জন্মদিনে তিনি তাঁর ৩০ তম সিনেমার ঘোষণা দিয়েছেন। কোরাতলা শিবা পরিচালিত ‘দেভারা’ শিরোনামের সিনেমাটিতে তাঁর সঙ্গে প্রথমবারের মতো দক্ষিণের সিনেমায় অভিনয় করবেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এ ছাড়া এতে অভিনয় করবেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।
নিজের প্রতিভা দিয়ে ইতিমধ্যে ছাপিয়ে গেছেন তেলেগু অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এনটি রমা রাওয়ার নাতি পরিচয়। ‘ইয়ং টাইগার’খ্যাত এ অভিনেতা পার করেছেন ক্যারিয়ারের দুই দশক। ১৯৯১ সালে মাত্র ৪ বছর বয়সে দাদা নান্দামুরি তারক রমা রাওয়ের ‘ব্রহ্মর্ষি বিশ্বামিত্র’ সিনেমায় প্রথম শিশুশিল্পী হিসাবে অভিনয় করেন জুনিয়র এনটিআর। এরপরে চলচ্চিত্র নির্মাতা গুণশেখর পরিচালিত ‘রামায়ণম’ সিনেমায় শিশুশিল্পী হিসাবে অভিনয় করেন তিনি। পৌরাণিক গল্পের চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করে শিশুশিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি। তা ছাড়া দুটি নন্দী পুরস্কারও লাভ করেন সিনেমাটির জন্য।
এসএস রাজামৌলি পরিচালিত তাঁর ‘স্টুডেন্ট নম্বর ওয়ান’ সিনেমাটি ২০০১ সালে মুক্তি পায়। বিশ্বব্যাপী প্রশংসায় ভাসে সিনেমাটি। বদলে যায় এনটিআর জুনিয়রের রুটিন, বদলে যায় বেশভূষা। কারণ এ চলচ্চিত্র তাকে রাতারাতি ইয়ং আইকনে রূপান্তরিত করে।
এরপর তিনি একের পর এক দর্শককে উপহার দিলেন ‘আদি’, ‘নাগা’, ‘না আল্লুড়ু’, ‘অশোক’, ‘আরআরআর’, ‘রাখি’, ‘যমদঙ্গা’, ‘কান্ত্রি’, ‘শক্তি’, ‘বাদশাহ’র মতো সিনেমা। ‘সিমহাড়ি’, ‘আদি’, ‘আরআরআর’-এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাচের দক্ষতার প্রমাণ দিয়ে নিজেকে দক্ষিণী চলচ্চিত্রের অপরিহার্য অনুষঙ্গে পরিণত করেন তিনি।
আরআরআর-টু সিনেমার মাধ্যমে সহ-অভিনেতা রামচরণকে নিয়ে ভারতকে ৯৫ তম আসরের অস্কার এনে দিয়ে তিনি পৌঁছে যান সাফল্যের শিখরে। সেরা মৌলিক গান বিভাগে অস্কার পেয়েছে সিনেমার ‘নাটু নাটু’ গানটি।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৩৩ মিনিট আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
১ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
১ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৬ ঘণ্টা আগে