বিনোদন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাক্ষী আগারওয়াল। প্রায়ই বিভিন্ন অবতারে হাজির হতে দেখা যায় তাঁকে। ভক্তদের নজর কাড়েন তাঁর ফ্যাশনে। তবে অভিনয় ছাড়াও সাক্ষীর রয়েছে আরও অনেক প্রতিভা। অভিনেত্রী একজন কারাতে এবং কিক বক্সিং চ্যাম্পিয়ন। এর সঙ্গে লেখাপড়াতেও খুব মেধাবী সাক্ষী, বেঙ্গালুরুতে তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা করার সময় স্বর্ণ পদক অর্জন করেন তিনি।
চেন্নাইয়ের গুড শেফার্ড কনভেন্ট স্কুলে পড়ার পর আনা ইউনিভার্সিটি থেকে তথ্য প্রযুক্তিতে স্নাতক সম্পন্ন করেন এবং জেভিয়ার ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। সাক্ষী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের জন্য পেশাদার কোর্স সম্পন্ন করেন।
সাক্ষী আগরওয়াল উত্তরাখণ্ডের নৈনিতালের বাসিন্দা, অভিনয় জীবন শুরুর আগে তিনি মার্কেটিং কন্সোলেটর হিসেবে কর্মজীবন শুরু করেন।
পরিকল্পনা করে মডেলিং-এ আসেননি সাক্ষী, ইঞ্জিনিয়ারিং পাশ করে বেঙ্গালুরুতে একটি আইটি কোম্পানিতে চাকরি করার সময় এক বন্ধুর চ্যারিটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি। হঠাৎই দেখে খুব পছন্দ হওয়ায় সাক্ষীকে প্রথম মডেলিং-এর অফার দেন এক নামকরা ফ্যাশন ডিজাইনার।
সাক্ষী এয়ার এশিয়া, হেব্রন বিল্ডার্স, কল্যাণ সিল্কস, এআরআরএস সিল্কস, সিএসসি কম্পিউটারস, মালাবার গোল্ড, শক্তি মাসালার মতো ব্র্যান্ডের জন্য ১০০ টিরও বেশি বিজ্ঞাপনে অভিনয় করেছেন।
টেলিভিশনের অনেক ধারাবাহিকেও অভিনয় করেছেন সাক্ষী। এর মধ্যে -সোপ্পান্না, বিগ বস তামিল ৩, আদুপঙ্গরাই উল্লেখযোগ্য।
সাক্ষী ‘রাজা রানি’, ‘যুগান’, ‘কালা’, ‘কা কা কা পো’, ‘অধ্যাণ’ সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাক্ষী আগারওয়াল। প্রায়ই বিভিন্ন অবতারে হাজির হতে দেখা যায় তাঁকে। ভক্তদের নজর কাড়েন তাঁর ফ্যাশনে। তবে অভিনয় ছাড়াও সাক্ষীর রয়েছে আরও অনেক প্রতিভা। অভিনেত্রী একজন কারাতে এবং কিক বক্সিং চ্যাম্পিয়ন। এর সঙ্গে লেখাপড়াতেও খুব মেধাবী সাক্ষী, বেঙ্গালুরুতে তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা করার সময় স্বর্ণ পদক অর্জন করেন তিনি।
চেন্নাইয়ের গুড শেফার্ড কনভেন্ট স্কুলে পড়ার পর আনা ইউনিভার্সিটি থেকে তথ্য প্রযুক্তিতে স্নাতক সম্পন্ন করেন এবং জেভিয়ার ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। সাক্ষী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের জন্য পেশাদার কোর্স সম্পন্ন করেন।
সাক্ষী আগরওয়াল উত্তরাখণ্ডের নৈনিতালের বাসিন্দা, অভিনয় জীবন শুরুর আগে তিনি মার্কেটিং কন্সোলেটর হিসেবে কর্মজীবন শুরু করেন।
পরিকল্পনা করে মডেলিং-এ আসেননি সাক্ষী, ইঞ্জিনিয়ারিং পাশ করে বেঙ্গালুরুতে একটি আইটি কোম্পানিতে চাকরি করার সময় এক বন্ধুর চ্যারিটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি। হঠাৎই দেখে খুব পছন্দ হওয়ায় সাক্ষীকে প্রথম মডেলিং-এর অফার দেন এক নামকরা ফ্যাশন ডিজাইনার।
সাক্ষী এয়ার এশিয়া, হেব্রন বিল্ডার্স, কল্যাণ সিল্কস, এআরআরএস সিল্কস, সিএসসি কম্পিউটারস, মালাবার গোল্ড, শক্তি মাসালার মতো ব্র্যান্ডের জন্য ১০০ টিরও বেশি বিজ্ঞাপনে অভিনয় করেছেন।
টেলিভিশনের অনেক ধারাবাহিকেও অভিনয় করেছেন সাক্ষী। এর মধ্যে -সোপ্পান্না, বিগ বস তামিল ৩, আদুপঙ্গরাই উল্লেখযোগ্য।
সাক্ষী ‘রাজা রানি’, ‘যুগান’, ‘কালা’, ‘কা কা কা পো’, ‘অধ্যাণ’ সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
২৮ মিনিট আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগে