বিনোদন ডেস্ক
জনপ্রিয় তেলেগু অভিনেতা আল্লু অর্জুনের জন্মদিন আজ। ১৯৮২ সালের ৮ এপ্রিল ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক আল্লু অরবিন্দ। ১৯৮৫ সালে ‘বিজেতা’ চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে পর্দায় অভিষেক হয় আল্লুর। তিনি বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন।
জন্মদিনে পুষ্পাকে শুভেচ্ছাবার্তায় ভাসিয়েছেন তাঁর ভক্তরা। পুষ্পাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোললেননি তাঁর শ্রীভল্লী। জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে দুজনের একটি ছবি শেয়ার করে রাশমিসক মান্দানা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার পুষ্পারাজ। সমগ্র বিশ্ব পুষ্পাকে আবার দেখার জন্য অপেক্ষা করছে। আশা রাখছি তারা তোমায় আগের চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসা দেবে। অনেক ভালোবাসা তোমায়।’ এ ছাড়া জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।
বাবা আল্লু অরবিন্দের প্রযোজনায় ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা পান। এরপর সুকুমারের ২০০৪ সালে ‘আর্য’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি নন্দী বিশেষ জুরি পুরস্কার অর্জন করেন। তিনি অ্যাকশন চলচ্চিত্র ‘বানি’ (২০০৫) এবং ‘দেশামুদুরু’র (২০০৭) মাধ্যমে তাঁর অভিনয়দক্ষতার প্রমাণ দেন। ২০০৮ সালে ‘পারুগু’তে অভিনয় করে তিনি ‘সেরা তেলেগু অভিনেতা’ ক্যাটাগরিতে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।
আল্লু অর্জুন ২০০৯ সালে ‘আর্য ২ ’, ভেদাম (২০১০), জুলায়ি (২০১২), রেস গুররাম (২০১৪), এস/ও সত্যমূর্তি (২০১৫), রুদ্রমাদেবী (২০১৫), সররাইনোডু (২০১ ৬), আলা বৈকুণ্ঠপুররামুলুর (২০২০) মতো ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন।
২০২১ সালে তেলেগু ভাষার ক্রাইম অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘পুষ্পা: দ্য রাইজ’ বিশ্বব্যাপী তাঁর জনপ্রিয়তা এনে দেয়। সামনে মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২: দ্য রুল’। আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে আজ মুক্তি পাবে সিনেমাটির টিজার। গতকাল শুক্রবার ‘পুষ্পা ২’-এর ফার্স্ট লুক পোস্টার রিলিজের পর এখন তা হয়ে উঠেছে টক অব দ্য টাউন। পুষ্পার দ্বিতীয় কিস্তি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ বেড়ে চলেছে। সিনেমার শুটিং শুরু হওয়ার পর থেকেই এর পোস্টার ও টিজার কবে মুক্তি পাবে—এই সব বিষয় নিয়েই উৎসাহিত ছিল ভক্তরা।
এখন পর্যন্ত তিনি ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার এবং তিনটি নন্দী পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মাননা অর্জন করেছেন।
জনপ্রিয় তেলেগু অভিনেতা আল্লু অর্জুনের জন্মদিন আজ। ১৯৮২ সালের ৮ এপ্রিল ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক আল্লু অরবিন্দ। ১৯৮৫ সালে ‘বিজেতা’ চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে পর্দায় অভিষেক হয় আল্লুর। তিনি বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন।
জন্মদিনে পুষ্পাকে শুভেচ্ছাবার্তায় ভাসিয়েছেন তাঁর ভক্তরা। পুষ্পাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোললেননি তাঁর শ্রীভল্লী। জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে দুজনের একটি ছবি শেয়ার করে রাশমিসক মান্দানা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার পুষ্পারাজ। সমগ্র বিশ্ব পুষ্পাকে আবার দেখার জন্য অপেক্ষা করছে। আশা রাখছি তারা তোমায় আগের চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসা দেবে। অনেক ভালোবাসা তোমায়।’ এ ছাড়া জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।
বাবা আল্লু অরবিন্দের প্রযোজনায় ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা পান। এরপর সুকুমারের ২০০৪ সালে ‘আর্য’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি নন্দী বিশেষ জুরি পুরস্কার অর্জন করেন। তিনি অ্যাকশন চলচ্চিত্র ‘বানি’ (২০০৫) এবং ‘দেশামুদুরু’র (২০০৭) মাধ্যমে তাঁর অভিনয়দক্ষতার প্রমাণ দেন। ২০০৮ সালে ‘পারুগু’তে অভিনয় করে তিনি ‘সেরা তেলেগু অভিনেতা’ ক্যাটাগরিতে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।
আল্লু অর্জুন ২০০৯ সালে ‘আর্য ২ ’, ভেদাম (২০১০), জুলায়ি (২০১২), রেস গুররাম (২০১৪), এস/ও সত্যমূর্তি (২০১৫), রুদ্রমাদেবী (২০১৫), সররাইনোডু (২০১ ৬), আলা বৈকুণ্ঠপুররামুলুর (২০২০) মতো ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন।
২০২১ সালে তেলেগু ভাষার ক্রাইম অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘পুষ্পা: দ্য রাইজ’ বিশ্বব্যাপী তাঁর জনপ্রিয়তা এনে দেয়। সামনে মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২: দ্য রুল’। আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে আজ মুক্তি পাবে সিনেমাটির টিজার। গতকাল শুক্রবার ‘পুষ্পা ২’-এর ফার্স্ট লুক পোস্টার রিলিজের পর এখন তা হয়ে উঠেছে টক অব দ্য টাউন। পুষ্পার দ্বিতীয় কিস্তি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ বেড়ে চলেছে। সিনেমার শুটিং শুরু হওয়ার পর থেকেই এর পোস্টার ও টিজার কবে মুক্তি পাবে—এই সব বিষয় নিয়েই উৎসাহিত ছিল ভক্তরা।
এখন পর্যন্ত তিনি ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার এবং তিনটি নন্দী পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মাননা অর্জন করেছেন।
মেয়ের বিষয়ে একই পথে হাঁটলেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছোট্ট মেয়ের রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মনে উদ্রেক ঘটেছে আফসোস, হতাশার! আবার এ সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। সব মিলিয়ে এ নিয়ে সরগরম নেটপাড়া। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি...
১৩ ঘণ্টা আগেবিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। আর ২০২৪ সালের জন্য প্রকাশিত এই তালিকায় ডোয়াইন জনসন চার বছর পর আবারও শীর্ষে ফিরেছেন। গত বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল...
১৫ ঘণ্টা আগেভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
১৬ ঘণ্টা আগেঅভিনেতা নিলয় আলমগীরের পশুপ্রেমের কথা তাঁর কাছের মানুষ কমবেশি সবাই জানেন। মাঝেমধ্যেই তিনি পথপশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কয়েক দিন আগেও সেন্ট মার্টিনের কুকুরগুলোর জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন নিলয়। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের...
১৮ ঘণ্টা আগে