Ajker Patrika

বিয়ে প্রসঙ্গে যা জানালেন প্রভাস

বিনোদন ডেস্ক
বিয়ে প্রসঙ্গে যা জানালেন প্রভাস

বিয়ে করলে তিরুপতি মন্দিরেই বিয়ে করবেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাস। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে ‘আদিপুরুষ’ সিনেমার প্রচারে গিয়ে এমনটাই জানিয়েছেন এই অভিনেতা।

‘আদিপুরুষ’ মুক্তির আগে গতকাল মঙ্গলবার তিরুমালা তিরুপতি মন্দিরে গিয়েছিলেন প্রভাস। সাদা পাঞ্জাবি গলায় লাল উত্তরীয়তে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। এ সময়ে প্রভাসকে দেখতে ভিড় জমায় তাঁর ভক্তরা। ভক্তদের মধ্য থেকে প্রশ্ন আসে অভিনেতা কবে বিয়ে করবেন সেই প্রসঙ্গে। উত্তরে প্রভাস বলেন, ‘বিয়ে? কোনো একদিন, তবে তিরুপতিতেই করব।’

এ ছাড়া ইভেন্টে দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবীর দেওয়া অনুপ্রেরণার প্রসঙ্গও টানেন। তিনি বলেন, ‘একবার চিরঞ্জীবী স্যার আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি রামায়ণ করছি কিনা। আমি যখন ‘হ্যাঁ, স্যার’, বললাম। তখন তিনি আমাকে বলেন এটা তোমার ওপর আশীর্বাদ। সবাই এই ধরনের প্রকল্পে কাজ করার জন্য যথেষ্ট ভাগ্যবান নয়।’

বলিউডে গুঞ্জন ছড়িয়েছিল আদিপুরুষ সিনেমার সেটেই একসঙ্গে শুটিং করার সময় প্রেমের সম্পর্কে জড়িয়েছেন প্রভাস-কৃতি। যদিও দুজনের কেউই এই বিষয়ে মুখ খোলেননি। এরপর কিছুদিন আগে শোনা গিয়েছিল বাগদান সারতে মালদ্বীপ যাবেন এই জুটি। তবে সেই খবরেরও সত্যতা পাওয়া যায়নি। এর মাঝেই বিয়ে প্রসঙ্গে কথা বললেন প্রভাস।

‘আদিপুরুষ’ সিনেমার পোস্টারপৌরাণিক কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটিতে আদিপুরুষের চরিত্রে দেখা যাবে প্রভাসকে। প্রভাসের পাশাপাশি সিনেমায় ‘লঙ্কেশ’ নামে দানবের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলি খান। হনুমানের চরিত্রে অভিনয় করেছেন দেবদত্ত নাগ। আদিপুরুষ সিনেমায় অধর্ম, অমঙ্গলের বিপরীতে সত্যের ও ঈশ্বরের জয়ের কথাই বলা হয়েছে। আগামী ১৩ জুন নিউইয়র্কে ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ‘আদিপুরুষ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

চলচ্চিত্রটিতে রামায়ণকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগে পরিচালক ওম রাউত সমালোচিত হন। আর এসব সমালোচনার মধ্যে নির্মাতারা চলচ্চিত্রটিতে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন। তাই এর মুক্তি পিছিয়ে গিয়েছিল। হিন্দি, তেলেগু, তামিল, মালায়লাম ও কন্নড় ভাষায় নির্মিত হয়েছে ‘আদিপুরুষ’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত