Ajker Patrika

জন্মদিনে ব্যানার টাঙাতে গিয়ে নিহত ৩ ভক্তের বাড়িতে গেলেন যশ

বিনোদন ডেস্ক
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৮: ৫২
জন্মদিনে ব্যানার টাঙাতে গিয়ে নিহত ৩ ভক্তের বাড়িতে গেলেন যশ

গতকাল সোমবার দক্ষিণ ভারতের কন্নড় চলচ্চিত্রের সুপারস্টার যশের জন্মদিনে ঘটে এক বড় দুর্ঘটনা। কর্ণাটকের গদগ জেলায় অভিনেতার জন্মদিনের ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন তিন ভক্ত। মর্মান্তিক এ ঘটনার পর মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে ছুটে যান যশ। সেখান থেকে আহতদের দেখতে যান হাসপাতালে। তাদের চিকিৎসার খরচ বহন করার কথাও জানান এই অভিনেতা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, অভিনেতা মৃতদের পরিবারের সঙ্গে দেখা করছেন। সাক্ষাতের পর সংবাদমাধ্যমের সঙ্গেও তিনি কথা বলেন। তিনি জানান, এই ধরনের ঘটনাগুলো তাঁর জন্মদিন নিয়ে ভয় তৈরি করেছে। ‘আপনারা যদি আমাকে ভালোবাসেন, তবে এমন কিছু করবেন না যাতে এই ধরনের বিপদ হয়। যাঁরা মারা গেছের, তাঁরা যেখানেই থাকুন না কেন, আমার ভালোবাসা রইল। এই ধরনের মর্মান্তিক ঘটনা আমাকে আমার জন্মদিন নিয়েই আতঙ্কিত করে তুলেছে।’

যশ আরও বলেন, ‘দয়া করে এভাবে আপনারা ভালোবাসা দেখাবেন না। আমি আপনাদের সবাইকে অনুরোধ করতে চাই। ব্যানার টাঙাবেন নানা, সাইকেলে রেস করবেন না এবং বিপজ্জনক সেলফি তুলবেন না। আমার উদ্দেশ্য হল আমার সমস্ত শ্রোতা এবং ভক্তরা আমার মতো করে জীবনে বেড়ে উঠুক। আপনি যদি আমার একজন সত্যিকারের অনুরাগী হন, তাহলে আপনাদের কাজ অধ্যবসায়ের সঙ্গে করুন। আপনার জীবনকে নিজের জন্য উৎসর্গ করুন এবং সুখী এবং সফল হন। আপনি সেই ব্যক্তি, যে আপনার পরিবারের কাছে সবকিছু। তাদের গর্বিত করার লক্ষ্য আপনার থাকা উচিত।’

যোগ করে যশ আরও বলেন, ‘আমি আমার ভক্তদের ভালোবাসা প্রদর্শন করে জনপ্রিয়তা অর্জন করতে পছন্দ করি না। আমার ভক্তেরা এতে বিরক্ত হলেও আমি সর্বদা এই চাওয়াটাকে ন্যূনতমই রাখব। তবে আমার উদ্দেশ্য কাউকে নিরাশ করা নয়। তুমি যদি আমাকে সম্মান কর, তাহলে আগে দায়িত্বশীল হও। বাড়িতে বাবা-মা আপনার জন্য অপেক্ষা করছে। দায়িত্ব শুধু আর্থিক সহায়তা নয়, কাউকে আগলে রাখাও বটে। তবে আমরা মৃতদের ফিরিয়ে আনতে পারব না। শুধু আত্মার শান্তি কামনা করতে পারি।’

 সুপারস্টার যশ।যশের কথায়, ‘এই বছর, আমি আমার জন্মদিন উদ্‌যাপন করতে চাইনি। কারণ কোভিড বাড়ছে। আমাদের দিক থেকে কোনও ক্ষতি হওয়া উচিত নয়। শুধুমাত্র আমার পরিবারে উদ্‌যাপন করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত