বিনোদন ডেস্ক
আগামীকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিচালক ওম রাউতের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’। প্রভাস, কৃতি শ্যানন অভিনীত এই সিনেমাটিকে ঘিরে ভারতে দর্শকদের উন্মাদনার শেষ নেই। টিকিটের চাহিদা এত পরিমাণ বেড়েছে যে দিল্লি সহ বড় শহরগুলোতে দুই হাজার রুপিতে বিক্রি হচ্ছে এই সিনেমার অগ্রিম টিকিট। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে সারা রাত লাইনে দাঁড়িয়েও মানুষ পাচ্ছে না টিকিট।
মুক্তির আগেই সিনেমাটি নিয়ে বেশ বিতর্ক হয়েছে, প্রথম টিজার মুক্তির পর অনেকেরই সেটি নিয়ে অনেক সমালোচনা হয়। তবে সব বিতর্ক পেছনে ফেলে বক্স অফিসে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে ‘আদিপুরুষ’। অগ্রিম বুকিং দেখে অনেক বক্স অফিস বিশ্লেষক মনে করছেন, প্রথম দিনেই ২৫ কোটি রুপির বেশি অর্থ আয় করবে সিনেমাটি। দর্শকের ব্যাপক আগ্রহের কারণে ভারতজুড়ে অনেক শো পেয়েছে ছবিটি। এমনকি ভোর চারটায় ছবিটির বিশেষ প্রদর্শনী করার নির্দেশ দিয়েছে তেলেঙ্গানা রাজ্য সরকার।
পাঁচ ভাষায় মোট ৬ হাজার ৩০০ পর্দায় মুক্তি পাবে ‘আদিপুরুষ’। এর মধ্যে হিন্দিতে প্রায় ৪০০০ পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। তিনটি বড় মাল্টিপ্লেক্স চেইন ইনক্স, পিভিআর, সিনেপোলিস-এ এখন পর্যন্ত হিন্দি ভার্সনের ১ কোটি ১৩ লাখ টিকিট বিক্রি হয়েছে।
প্রথম দিনের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। দিল্লি সহ অন্যান্য মেট্রো সিটিতে টিকিট বিক্রি হচ্ছে চড়া দামে। জানা গেছে দিল্লির পিভিআর-এ টিকিট বিক্রি হয়েছে ২০০০ রুপিতেও। তবুও সব টিকিট বিক্রি হয়ে গেছে। একই চিত্র মুম্বাইতেও। নয়ডায় পিভিআর গোল্ড লজিক্স সিটি সেন্টারে ১৬৫০ টাকায় টিকিট বিক্রি হচ্ছে এই ছবির। তবে সেই তুলনায় চেন্নাই ও হায়দরাবাদে কিছুটা কমে বিক্রি হয়েছে টিকিট।
‘আদিপুরুষ’ দিয়ে প্রভাসের ক্যারিয়ারে আরও একটি প্যান ইন্ডিয়ান ছবি যুক্ত হতে চলেছে। পরিচালক ওম রাউতের অবশ্য এটাই প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র কাহিনি অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা। ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি শ্যানন। অপরদিকে লক্ষণের ভূমিকায় থাকবেন সানি সিং এবং ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।
আগামীকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিচালক ওম রাউতের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’। প্রভাস, কৃতি শ্যানন অভিনীত এই সিনেমাটিকে ঘিরে ভারতে দর্শকদের উন্মাদনার শেষ নেই। টিকিটের চাহিদা এত পরিমাণ বেড়েছে যে দিল্লি সহ বড় শহরগুলোতে দুই হাজার রুপিতে বিক্রি হচ্ছে এই সিনেমার অগ্রিম টিকিট। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে সারা রাত লাইনে দাঁড়িয়েও মানুষ পাচ্ছে না টিকিট।
মুক্তির আগেই সিনেমাটি নিয়ে বেশ বিতর্ক হয়েছে, প্রথম টিজার মুক্তির পর অনেকেরই সেটি নিয়ে অনেক সমালোচনা হয়। তবে সব বিতর্ক পেছনে ফেলে বক্স অফিসে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে ‘আদিপুরুষ’। অগ্রিম বুকিং দেখে অনেক বক্স অফিস বিশ্লেষক মনে করছেন, প্রথম দিনেই ২৫ কোটি রুপির বেশি অর্থ আয় করবে সিনেমাটি। দর্শকের ব্যাপক আগ্রহের কারণে ভারতজুড়ে অনেক শো পেয়েছে ছবিটি। এমনকি ভোর চারটায় ছবিটির বিশেষ প্রদর্শনী করার নির্দেশ দিয়েছে তেলেঙ্গানা রাজ্য সরকার।
পাঁচ ভাষায় মোট ৬ হাজার ৩০০ পর্দায় মুক্তি পাবে ‘আদিপুরুষ’। এর মধ্যে হিন্দিতে প্রায় ৪০০০ পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। তিনটি বড় মাল্টিপ্লেক্স চেইন ইনক্স, পিভিআর, সিনেপোলিস-এ এখন পর্যন্ত হিন্দি ভার্সনের ১ কোটি ১৩ লাখ টিকিট বিক্রি হয়েছে।
প্রথম দিনের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। দিল্লি সহ অন্যান্য মেট্রো সিটিতে টিকিট বিক্রি হচ্ছে চড়া দামে। জানা গেছে দিল্লির পিভিআর-এ টিকিট বিক্রি হয়েছে ২০০০ রুপিতেও। তবুও সব টিকিট বিক্রি হয়ে গেছে। একই চিত্র মুম্বাইতেও। নয়ডায় পিভিআর গোল্ড লজিক্স সিটি সেন্টারে ১৬৫০ টাকায় টিকিট বিক্রি হচ্ছে এই ছবির। তবে সেই তুলনায় চেন্নাই ও হায়দরাবাদে কিছুটা কমে বিক্রি হয়েছে টিকিট।
‘আদিপুরুষ’ দিয়ে প্রভাসের ক্যারিয়ারে আরও একটি প্যান ইন্ডিয়ান ছবি যুক্ত হতে চলেছে। পরিচালক ওম রাউতের অবশ্য এটাই প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র কাহিনি অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা। ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি শ্যানন। অপরদিকে লক্ষণের ভূমিকায় থাকবেন সানি সিং এবং ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।
এবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
৮ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
১০ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
১০ ঘণ্টা আগেরাজধানীর ছয়টি অডিটরিয়ামে ১১ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১০ ঘণ্টা আগে