বিনোদন প্রতিবেদক, ঢাকা
ভারতের কন্নড় ব্লকবাস্টার সিনেমা ‘কানতারা’ গত বছর বক্স অফিসে একটানা রাজত্ব করেছে। গল্প ও এর ভিজ্যুয়ালের কারণে সারা বিশ্বে অনেক প্রশংসা কুড়িয়েছে। প্রশংসার পাশাপাশি আয়ের দিক থেকেও মাইলফলক অর্জন করেছে ছবিটি। ঋষভ শেঠির ছবিটি সারা বিশ্ব থেকে আয় করেছে ৪০০ কোটি রুপির বেশি। তবে এবার এ ছবির গানের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে।
দক্ষিণ ভারতের জনপ্রিয় ব্যান্ড থাইকুডম ব্রিজ-এর অভিযোগ অনুযায়ী, পরিচালক ঋষভ তাদের থেকে একটি গান চুরি করেছেন। ব্যান্ড দলটির অভিযোগ, ‘কানতারা’ সিনেমায় ‘বরাহ রূপম’ গানটির সঙ্গে তাদের স্বরচিত গান ‘নবরসম’-এর হুবহু মিল রয়েছে। তাদের এই অভিযোগের ভিত্তিতে কানতারার পরিচালক ও প্রযোজককে তলব করেছে কেরালা পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গতকাল রোববার উচ্চ আদালতের নির্দেশে তাঁরা তদন্তকারী কর্মকর্তার সামনে হাজির হয়েছিলেন। সেখানে তাঁদের বক্তব্য রেকর্ড করা হয়েছে।
তবে সিনেমাটির সংগীত পরিচালক ব্রিজ ব্যান্ডের অভিযোগকে ভ্রান্ত বলেই জানিয়েছেন।
গত বছরের ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘কানতারা’। প্রায় ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি প্রায় ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করে। ‘কানতারা’ সিনেমাটি প্রযোজনা করেছে হম্বেল ফিল্মস। চিত্রনাট্য রচনা ও পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন ঋষভ। এতে আরও অভিনয় করেন প্রমোদ শেঠি, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া ও কিশোর।
ভারতের কন্নড় ব্লকবাস্টার সিনেমা ‘কানতারা’ গত বছর বক্স অফিসে একটানা রাজত্ব করেছে। গল্প ও এর ভিজ্যুয়ালের কারণে সারা বিশ্বে অনেক প্রশংসা কুড়িয়েছে। প্রশংসার পাশাপাশি আয়ের দিক থেকেও মাইলফলক অর্জন করেছে ছবিটি। ঋষভ শেঠির ছবিটি সারা বিশ্ব থেকে আয় করেছে ৪০০ কোটি রুপির বেশি। তবে এবার এ ছবির গানের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে।
দক্ষিণ ভারতের জনপ্রিয় ব্যান্ড থাইকুডম ব্রিজ-এর অভিযোগ অনুযায়ী, পরিচালক ঋষভ তাদের থেকে একটি গান চুরি করেছেন। ব্যান্ড দলটির অভিযোগ, ‘কানতারা’ সিনেমায় ‘বরাহ রূপম’ গানটির সঙ্গে তাদের স্বরচিত গান ‘নবরসম’-এর হুবহু মিল রয়েছে। তাদের এই অভিযোগের ভিত্তিতে কানতারার পরিচালক ও প্রযোজককে তলব করেছে কেরালা পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গতকাল রোববার উচ্চ আদালতের নির্দেশে তাঁরা তদন্তকারী কর্মকর্তার সামনে হাজির হয়েছিলেন। সেখানে তাঁদের বক্তব্য রেকর্ড করা হয়েছে।
তবে সিনেমাটির সংগীত পরিচালক ব্রিজ ব্যান্ডের অভিযোগকে ভ্রান্ত বলেই জানিয়েছেন।
গত বছরের ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘কানতারা’। প্রায় ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি প্রায় ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করে। ‘কানতারা’ সিনেমাটি প্রযোজনা করেছে হম্বেল ফিল্মস। চিত্রনাট্য রচনা ও পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন ঋষভ। এতে আরও অভিনয় করেন প্রমোদ শেঠি, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া ও কিশোর।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
২ মিনিট আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
২৩ মিনিট আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
১ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৬ ঘণ্টা আগে