বিনোদন ডেস্ক
মুক্তির অপেক্ষায় কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’ সিনেমা। তবে মুক্তির আগেই অভিনেতা পড়েছেন বিতর্কের মুখে। কদিন আগেই কমল হাসান মন্তব্য করেন, ‘ইন্ডিয়ান থ্রি’র অপেক্ষায় রয়েছেন তিনি। আর তাতেই চটেছেন নেটিজেনরা। অনেকের মন্তব্য, তাহলে কি ভালো হয়নি ‘ইন্ডিয়ান টু’?
সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে কমল বলেছিলেন, ‘ইন্ডিয়ান থ্রি’ সিনেমার অপেক্ষায় রয়েছেন তিনি। আর তাতেই গুঞ্জন শুরু হয় ‘ইন্ডিয়ান টু’ তাহলে ভালো হয়নি। এই বিতর্কে এবার মুখ খুললেন কমল হাসান। গতকাল শনিবার কমল হাসান, শঙ্কর আর সিদ্ধার্থ উপস্থিত ছিলেন ‘ইন্ডিয়ান টু’র সংবাদ সম্মেলনে। সেখানেই কমল জানান এই সিনেমাটা তাঁর মনের খুব কাছের।
বিতর্ক থামাতেই এদিন কমল হাসান বলেন, ‘সাম্বর, রসম ভালো খাবার। কিন্তু সবাই অপেক্ষা করেন পায়েস খাওয়ার। আমিও সেটাই বোঝাতে চেয়েছি। ‘‘ইন্ডিয়ান টু’’ অবশ্যই ভালো। আমাদের সবার এত পরিশ্রম আছে এই সিনেমায়। ‘ইন্ডিয়ান থ্রি’ও এতটাই ভালো হবে বলে আমি মনে করছি।’
১৯৯৬ সালে তৈরি হয়েছিল ‘ইন্ডিয়ান’। তারপর এতগুলো বছর কেন লাগল সিনেমার সিক্যুয়েলের কাজ শুরু করতে? এর জবাবে অভিনেতা বলেন, ‘আমরা যখন সিক্যুয়েলের শুটিং শুরু করি, কিছুদিনের মধ্যেই কোভিড শুরু হয়ে যায়। শুটিং বন্ধ রাখতে হয়। অনেক অভিনেতা, টেকনিশিয়ান মারা যান এই সময়ে। প্রস্থেটিকে আমার প্রাথমিকভাবে কিছুটা অস্বস্তিও হচ্ছিল। সেটার সঙ্গে অভ্যস্ত হতে হয়। সব মিলিয়ে সিনেমার শুটিং শেষ হতে দেরি হয়।’
মুক্তির অপেক্ষায় কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’ সিনেমা। তবে মুক্তির আগেই অভিনেতা পড়েছেন বিতর্কের মুখে। কদিন আগেই কমল হাসান মন্তব্য করেন, ‘ইন্ডিয়ান থ্রি’র অপেক্ষায় রয়েছেন তিনি। আর তাতেই চটেছেন নেটিজেনরা। অনেকের মন্তব্য, তাহলে কি ভালো হয়নি ‘ইন্ডিয়ান টু’?
সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে কমল বলেছিলেন, ‘ইন্ডিয়ান থ্রি’ সিনেমার অপেক্ষায় রয়েছেন তিনি। আর তাতেই গুঞ্জন শুরু হয় ‘ইন্ডিয়ান টু’ তাহলে ভালো হয়নি। এই বিতর্কে এবার মুখ খুললেন কমল হাসান। গতকাল শনিবার কমল হাসান, শঙ্কর আর সিদ্ধার্থ উপস্থিত ছিলেন ‘ইন্ডিয়ান টু’র সংবাদ সম্মেলনে। সেখানেই কমল জানান এই সিনেমাটা তাঁর মনের খুব কাছের।
বিতর্ক থামাতেই এদিন কমল হাসান বলেন, ‘সাম্বর, রসম ভালো খাবার। কিন্তু সবাই অপেক্ষা করেন পায়েস খাওয়ার। আমিও সেটাই বোঝাতে চেয়েছি। ‘‘ইন্ডিয়ান টু’’ অবশ্যই ভালো। আমাদের সবার এত পরিশ্রম আছে এই সিনেমায়। ‘ইন্ডিয়ান থ্রি’ও এতটাই ভালো হবে বলে আমি মনে করছি।’
১৯৯৬ সালে তৈরি হয়েছিল ‘ইন্ডিয়ান’। তারপর এতগুলো বছর কেন লাগল সিনেমার সিক্যুয়েলের কাজ শুরু করতে? এর জবাবে অভিনেতা বলেন, ‘আমরা যখন সিক্যুয়েলের শুটিং শুরু করি, কিছুদিনের মধ্যেই কোভিড শুরু হয়ে যায়। শুটিং বন্ধ রাখতে হয়। অনেক অভিনেতা, টেকনিশিয়ান মারা যান এই সময়ে। প্রস্থেটিকে আমার প্রাথমিকভাবে কিছুটা অস্বস্তিও হচ্ছিল। সেটার সঙ্গে অভ্যস্ত হতে হয়। সব মিলিয়ে সিনেমার শুটিং শেষ হতে দেরি হয়।’
এখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১১ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
১৯ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
২১ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
২১ ঘণ্টা আগে