Ajker Patrika

দক্ষিণ ভারতের বর্ষীয়ান অভিনেতা ছালাপথি রাও মারা গেছেন

বিনোদন ডেস্ক
দক্ষিণ ভারতের বর্ষীয়ান অভিনেতা ছালাপথি রাও মারা গেছেন

বর্ষীয়ান তেলুগু অভিনেতা ছালাপথি রাও মারা গেছেন। আজ রোববার বানজারা হিলসের এমএলএ কলোনিতে তাঁর ছেলে অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রবি বাবুর বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ খবর দিয়েছে।

এই অভিনেতা ছয়শরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তেলুগু সিনেমায় তাঁর কমেডি অভিনয় ও খলনায়কের চরিত্র তাঁকে দর্শকদের মনে জায়গা করে দিয়েছিল। 

পাঁচ দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন ছালাপতি রাও। অভিনীত সিনেমার প্রতিটি চরিত্রে দর্শকদের মন জয় করেছেন তিনি। 

ছালাপথি রাও একটানা ৫৬ বছর অভিনয় করে গেছেন। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—সাক্ষী (১৯৬৭), ড্রাইভার রামুডু (১৯৭৯), ভজরাম (১৯৯৫), মুন্না (২০০৭) এ ছাড়া বলিউড সিনেমা, কিক (২০০৯) সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র বাঙ্গারাজু (২০২২)। 

এ বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে দক্ষিণে নেমে এসেছে শোকের ছায়া। গত ২৩ ডিসেম্বর প্রয়াত হন আরেক বর্ষীয়ান অভিনেতা কালিকা সত্যনারায়ণ। গত তিন দিনে এই দুজন অভিনেতার মৃত্যু চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি বলছেন সবাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত