তামান্নার সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন বিজয়

বিনোদন ডেস্ক
আপডেট : ১৫ জুন ২০২৩, ১৬: ২১
Thumbnail image

বিজয় ভার্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছেন দক্ষিণের অভিনেত্রী তামান্না ভাটিয়া। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছেন, ‘লাস্ট স্টোরিজ টু’-এ একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তাঁরা। সম্পর্কের কথা স্বীকার করে বিজয় ভার্মা জানিয়েছেন, বেশ সুখে আছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় ভার্মাকে জিজ্ঞেস করা হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহের বিষয়টি নিয়ে। অভিনেতা তখন বলেন, ‘সঠিক সময় এলে সবই জানানো হবে। তবে এতটুকু বলতে পারি, আমার জীবনে এখন ভালোবাসার অভাব নেই এবং আমি সুখী।’

সম্প্রতি ফিল্ম কম্পানিয়নের এক সাক্ষাৎকারে তামান্নাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। অভিনেত্রী জানান, ‘লাস্ট স্টোরিজ-২’ সিনেমার সেটেই তাঁদের প্রথম পরিচয়। এরপর ধীরে ধীরে গাঢ় হয় সম্পর্ক। তবে অভিনেতা বলেই যে বিজয়ের প্রতি তাঁর ভালোবাসার অনুভূতি তৈরি হয়েছে, তা নয়। বিজয়ের সহজ-সাধারণ ব্যবহারেই তাঁর দিকে আকৃষ্ট হয়েছেন তামান্না। অভিনেত্রী বলেন, ‘বিজয় এমন একজন মানুষ, যাঁর সঙ্গে আমি খুব সহজেই একাত্ম হতে পেরেছি, যে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছে। আমিও তাই নিজেকে আটকে রাখিনি। বেশ স্বচ্ছন্দেই সম্পর্কটি হয়ে গেছে। কোনো ঝক্কি পোহাতে হয়নি।’

বিজয় এখন তাঁর খুশির ঠিকানা, জানিয়ে তামান্না বলেন, ‘আমি নিজের জন্য একটা আলাদা পৃথিবী তৈরি করেছি। বিজয় আমার সেই জগৎটাকে আপন করে নিয়েছে। আমিও ওর প্রতি ভীষণরকম যত্নশীল।’ বিজয়ের অভিনয়ের প্রশংসা করে তামান্না বলেন, ‘ও দারুণ একজন অভিনেতা। এ পর্যন্ত আসতে তাঁকে অনেক সংগ্রাম করতে হয়েছে। এত দিনে এসে ইন্ডাস্ট্রিতে সে তাঁর যোগ্য সম্মান পাচ্ছে। এটা আমার কাছে দারুণ লাগে। অভিনয়শিল্পী হিসেবে ওর জার্নি আমাকে ভীষণ অনুপ্রাণিত করে।’

দক্ষিণের অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় বর্মাএ বছরের শুরুতে বিজয় ভার্মার সঙ্গে তামান্নার প্রেম নিয়ে বেশ আলোচনা হয়। নববর্ষের এক পার্টিতে চুম্বনরত অবস্থায় ফ্রেমবন্দী হন দুজন। এরপর থেকে কখনো বিমানবন্দর কিংবা কখনো ডিনার ডেটে তাদের একসঙ্গে দেখা যায়। তবে প্রেমের ব্যাপারে এই প্রথম মুখ খুললেন তামান্না।

এর আগে হিন্দুস্তান টাইমসে দেওয়া সাক্ষাৎকারে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তামান্না বলেছিলেন, ‘আমরা একসঙ্গে সিনেমা করেছি। নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। সবকিছু নিয়ে কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। এর বেশি কিছু বলতে চাই না।’

দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেরও জনপ্রিয় নাম তামান্না। অন্যদিকে চরিত্রাভিনেতা হিসাবেই বেশি দেখা মেলে বিজয় ভার্মার। ‘গল্লি বয়’, ‘পিঙ্ক’, ‘মান্টো’, ‘ডার্লিংস’- ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে দাগ কেটেছেন তিনি।

‘লাস্ট স্টোরিজ টু’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে তামান্না-বিজয়কে। আগামী ২৯ জুন থেকে স্ট্রিমিং শুরু হবে ‘লাস্ট স্টোরিজ ২’-এর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত