শঙ্কাই সত্যি হলো, পিছিয়ে গেল ‘পুষ্পা ২’

বিনোদন ডেস্ক
আপডেট : ১৯ জুন ২০২৪, ১৫: ২১
Thumbnail image

আগামী ১৫ আগস্ট মুক্তির কথা ছিল চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ভারতীয় সিনেমা ‘পুষ্পা ২’। তবে সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ এখনো বাকি থাকায় শঙ্কা তৈরি হয়েছিল নির্দিষ্ট সিনেমাটি মুক্তি পাওয়া নিয়ে। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। চার মাস পিছিয়ে গেছে আল্লু অর্জুন, রাশমিকা মান্দানার অভিনীত সিনেমাটির মুক্তি। ১৫ আগস্টের পরিবর্তে আগমী ৬ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

প্রযোজনা সংস্থা মিথ্রি মুভি মেকার্স মাইক্রো ব্লগিং সাইট এক্সে সিনেমা মুক্তির নতুন এই তারিখ ঘোষণা করেছে। প্রযোজনা সংস্থাটি বলেছে, ‘প্রথম কিস্তির অভূতপূর্ব সাফল্যের পর আমাদের সেরাটা দেওয়ার দায়িত্ব বেড়ে গেছে। আমরা সিনেমার কাজ সম্পূর্ণ করতে এবং সময়মতো মুক্তি দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। সিনেমা পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত চলচ্চিত্র, দর্শক এবং সমস্ত অংশীদারের স্বার্থে নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য মানের সঙ্গে আপস না করে বড় পর্দায় সিনেমাটি মুক্তি দেওয়া।’

আল্লু অর্জুন ইনস্টাগ্রামে ‘পুষ্পা ২’ সিনেমা মুক্তির নতুন তারিখ শেয়ার করেছেন। মুক্তির তারিখ জানানোর পাশাপাশি পুষ্পার একটি নতুন লুক দেখা গেছে। ক্যাপশনে আল্লু অর্জুন লিখেছেন, ‘২০২৪ সালের ৬ ডিসেম্বর থেকে সিনেমা হলে দেখা যাবে ‘পুষ্পা ২: দ্য রুল’।

২০২১ সালে করোনা মহামারির শেষ সময়ে ভারতের বক্স অফিসে তোলপাড় তোলে ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটি বিশ্বজুড়ে ৩৭০ কোটি রুপির বেশি ব্যবসা করে। এবার আরও বড় পরিসরে পুষ্পা নির্মাণ করেছেন সুকুমার। চিত্রনাট্যে বড়সড় বদল আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত