Ajker Patrika

বিয়ে করেছেন অর্ষা ও ইমরান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৩: ৪৬
বিয়ে করেছেন অর্ষা ও ইমরান

বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। আজ রোববার সকালে এক ফেসবুক পোস্টে বিয়ের খবর জানান অর্ষা; সঙ্গে দুজনের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা, আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত।’

নাজিয়া হক অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান। ছবি: ফেসবুকঅর্ষার পোস্টে শুভেচ্ছা জানাচ্ছেন শোবিজের তারকা থেকে নির্মাতারা। শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

নাজিয়া হক অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান। ছবি: ফেসবুকউল্লেখ্য, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘সাবরিনা’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা সিরিজে অভিনয় করেছেন অর্ষা। দুই দশকের ক্যারিয়ারে শতাধিক টিভি নাটকে পাওয়া গেছে তাঁকে। চরকি ফ্লিক ‘জাহান’ ও পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সাহস’সহ বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছেন অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান।

অন্যদিকে মোস্তাফিজ নূর ইমরান ২০১১ সালে গেরিলা সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন। ‘মহানগর’ সিরিজের পুলিশ কর্মকর্তা মলয় চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান। ‘কাইজার’, ‘জাহান’সহ বেশ কয়েকটি কনটেন্টে অভিনয় করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত