বিনোদন প্রতিবেদক
শোবিজ অঙ্গনকে বিদায় বলেছেন অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা—শুক্রবার রাত থেকে এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে তামিম মৃধার অভিনয় ছাড়ার খবর। তবে তামিম জানালেন, তিনি কোথাও মিডিয়া ছাড়ার ঘোষণা দেননি।
তামিমের অভিনয় ছাড়ার গুঞ্জন ছড়িয়েছে মূলত একটি পডকাস্টকে কেন্দ্র করে। বৃহস্পতিবার রাতে দ্য মেসেজ পডকাস্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি পডকাস্টে ইসলাম ধর্মে তওবার গুরুত্ব নিয়ে কথা বলেন তামিম মৃধা ও আহমেদ আরেফিন। এরপর তামিমের ভাই সেই পডকাস্ট শেয়ার করে ফেসবুকে জানান, তাঁর ভাই মুলধারার মিডিয়ার কাজ ছেড়ে দিয়েছেন। সেই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
মিডিয়া ছাড়ার গুঞ্জন প্রসঙ্গে তামিম মৃধা বলেন, ‘আমি একটা পডকাস্ট নিয়ে এসেছি। সেটার পরিপ্রেক্ষিতেই সবাই ভাবছে আমি অভিনয় ছেড়ে দিয়েছি। কিন্তু আমি এমন কোনো ঘোষণা করিনি যে মিডিয়া ছেড়ে ইসলামের ছায়াতলে এসেছি। ইসলামিক পডকাস্টের সঙ্গে মিডিয়া ছেড়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই। কোভিডের পর থেকে এমনিতেই মিডিয়ায় কাজ কম করছি। আমার কাছে মনে হয়েছে, সংখ্যায় কম হলেও অর্থবহ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা ভালো। কাজ করতে তো আমার কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি এটাকে প্রতিষ্ঠিত করে দেয়, আমি মিডিয়া ছেড়ে দিচ্ছি—সেটা ঠিক নয়।’
ইসলামিক পডকাস্ট নিয়ে তামিম বলেন, ‘বিয়ের পর স্ত্রীকে নিয়ে ওমরাহ করতে যাওয়ার পর মনে হলো, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে জানা প্রয়োজন। এরপর ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে পড়ছিলাম, জানছিলাম ও বোঝার চেষ্টা করছিলাম। সে সময় মনে হলো, যেটুকু শিখছি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এরপর পডকাস্টের চিন্তাটা আসে। এ ছাড়া আমাদের সমাজে অদ্ভুত ধরনের একটা মাইন্ড সেট হয়েছে যে টুপি পরলে, পাঞ্জাবি বা জোব্বা পরলে অনেকেই জঙ্গি মনে করে। ওই মিথগুলো ভাঙাটাও একটা কারণ এই পডকাস্টের।’
তামিম জানান, ইতিমধ্যে শেষ হয়েছে এ পডকাস্টের প্রথম পাঁচ পর্বের শুটিং। প্রতি সপ্তাহে একটি পর্ব প্রকাশের ইচ্ছা তাঁর। প্রতি পর্বেই তামিমের সঙ্গে আলোচক হিসেবে থাকবেন আহমেদ আরেফিন।
শোবিজ অঙ্গনকে বিদায় বলেছেন অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা—শুক্রবার রাত থেকে এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে তামিম মৃধার অভিনয় ছাড়ার খবর। তবে তামিম জানালেন, তিনি কোথাও মিডিয়া ছাড়ার ঘোষণা দেননি।
তামিমের অভিনয় ছাড়ার গুঞ্জন ছড়িয়েছে মূলত একটি পডকাস্টকে কেন্দ্র করে। বৃহস্পতিবার রাতে দ্য মেসেজ পডকাস্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি পডকাস্টে ইসলাম ধর্মে তওবার গুরুত্ব নিয়ে কথা বলেন তামিম মৃধা ও আহমেদ আরেফিন। এরপর তামিমের ভাই সেই পডকাস্ট শেয়ার করে ফেসবুকে জানান, তাঁর ভাই মুলধারার মিডিয়ার কাজ ছেড়ে দিয়েছেন। সেই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
মিডিয়া ছাড়ার গুঞ্জন প্রসঙ্গে তামিম মৃধা বলেন, ‘আমি একটা পডকাস্ট নিয়ে এসেছি। সেটার পরিপ্রেক্ষিতেই সবাই ভাবছে আমি অভিনয় ছেড়ে দিয়েছি। কিন্তু আমি এমন কোনো ঘোষণা করিনি যে মিডিয়া ছেড়ে ইসলামের ছায়াতলে এসেছি। ইসলামিক পডকাস্টের সঙ্গে মিডিয়া ছেড়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই। কোভিডের পর থেকে এমনিতেই মিডিয়ায় কাজ কম করছি। আমার কাছে মনে হয়েছে, সংখ্যায় কম হলেও অর্থবহ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা ভালো। কাজ করতে তো আমার কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি এটাকে প্রতিষ্ঠিত করে দেয়, আমি মিডিয়া ছেড়ে দিচ্ছি—সেটা ঠিক নয়।’
ইসলামিক পডকাস্ট নিয়ে তামিম বলেন, ‘বিয়ের পর স্ত্রীকে নিয়ে ওমরাহ করতে যাওয়ার পর মনে হলো, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে জানা প্রয়োজন। এরপর ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে পড়ছিলাম, জানছিলাম ও বোঝার চেষ্টা করছিলাম। সে সময় মনে হলো, যেটুকু শিখছি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এরপর পডকাস্টের চিন্তাটা আসে। এ ছাড়া আমাদের সমাজে অদ্ভুত ধরনের একটা মাইন্ড সেট হয়েছে যে টুপি পরলে, পাঞ্জাবি বা জোব্বা পরলে অনেকেই জঙ্গি মনে করে। ওই মিথগুলো ভাঙাটাও একটা কারণ এই পডকাস্টের।’
তামিম জানান, ইতিমধ্যে শেষ হয়েছে এ পডকাস্টের প্রথম পাঁচ পর্বের শুটিং। প্রতি সপ্তাহে একটি পর্ব প্রকাশের ইচ্ছা তাঁর। প্রতি পর্বেই তামিমের সঙ্গে আলোচক হিসেবে থাকবেন আহমেদ আরেফিন।
‘তারে জমিন পার’ মুক্তির ১৭ বছর পেরিয়ে গেছে। আমির খান পরিচালিত এ সিনেমায় দেখানো হয়েছিল ইশান নামের এক শিশুর গল্প। সে অমনোযোগী, বারবার পরীক্ষায় ফেল করে, মা-বাবার কথা শোনায় আগ্রহ নেই, সমবয়সীদের সঙ্গে মিশতে পারে না। ফলে মা-বাবার শাসন, স্কুলে শিক্ষকদের উপহাস জোটে। এই শিশুর ভাগ্য আমূল বদলে যায় আর্ট শিক্ষক
২ মিনিট আগেপ্র্যাকটিস সেশন থেকে ফেসবুক লাইভে এসে রোদেলার গাওয়া ‘রাজকুমার’ গেয়ে শোনান ন্যান্সি। তিনি বলেন, ‘মেয়ের গান এভাবে আগে কণ্ঠে তুলিনি। এবারের গানটি বেশ অন্য রকম, মজার। রাজকুমার গানটি অনেকের প্রিয় হয়ে উঠেছে। আমিও বিভিন্ন অনুষ্ঠানে গানটি গাইব বলে ঠিক করেছি।’
১০ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগ মাধ্যমে হুলুস্থুল ফেলে দিয়েছে একটি গান—ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ। এই গানের মিউজিক ভিডিও এখন মিম, শর্টস, রিল ও টিকটকে ছড়াছড়ি। অর্থ না বুঝলেও মিউজিক ভিডিওর পটভূমি এবং সুরে সবাই মাতোয়ারা।
১৩ ঘণ্টা আগে‘আমি আর এক বছরের মধ্যে ৬০-এ পা রাখব, কিন্তু দেখুন তো, আমাকে ৩০ বছরের মতোই লাগছে। কিছু কিছু জিনিস আমি ভুলে যাই।’
২০ ঘণ্টা আগে