Ajker Patrika

দুরন্ত টিভিতে শারদীয় দুর্গোৎসব, উৎসবের খুশিতে জমবে নাটক হাসিতে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৫: ৫৫
দুরন্ত টিভিতে শারদীয় দুর্গোৎসব, উৎসবের খুশিতে জমবে নাটক হাসিতে

ডাক্তার সফদার চৌধুরী এবং তাঁর বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের শিশুদের মধ্যে দুর্গাপূজা ঘিরে চলে উৎসবের আয়োজন। উৎসব ঘিরে শিশুরা ইউটিউবের জন্য একটি গানের ভিডিও তৈরির পরিকল্পনা করে। গানের ভিডিওকে কেন্দ্র করে শিশুদের মধ্যে মনোমালিন্য হয়। তা দেখে সফদার দাদু নিজের শৈশবের স্মৃতিচারণ করেন।

ছোটবেলায় পূজা উপলক্ষে নাটকের আয়োজন করা হলে সেই নাটকের কাজ করতে গিয়ে এক বন্ধুর সঙ্গে সফদার দাদুর মনোমালিন্য হয়। একসময় তারা বড় হয়ে যায়, কিন্তু সেই বন্ধুকে আর খুঁজে পায় না। এ ঘটনায় সফদার দাদুকে আবেগপ্রবণ হয়ে যেতে দেখে শিশুরা দাদুর শৈশবের বন্ধুকে খুঁজে বের করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুসারে তারা সোশ্যাল মিডিয়ার সাহায্য নেয় এবং নানান মজার ঘটনা ঘটিয়ে দাদুর বন্ধুকে খুঁজে পায়।

দুর্গাপূজার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’-সিজন ২-এর পরিচালক পার্থ প্রতিম হালদার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্য, ঋ জুনি, কাওসার এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শাহানাজ খুশী, সাজু খাদেম, প্রাণ রায়, ফরহাদ লিমনসহ আরও অনেকে। নাটকটি দেখা যাবে ২২, ২৩, ২৪ অক্টোবর ২০২৩ সকাল ৯টা ৩০ মিনিটে, দুপুর ২টায় ও রাত ৯টায়।

দুর্গাপূজার বিশেষ অনুষ্ঠান ‘শারদীয় আড্ডা’।উল্লেখ্য, দুরন্ত টিভির দুর্গাপূজার বিশেষ অনুষ্ঠানের মধ্যে আরও রয়েছে ‘শারদীয় আড্ডা’। শিশুদের সঙ্গে তাদের দিদার গল্প কথায় উঠে আসে একাল-সেকালের পূজার নানান মজার গল্প ও পৌরাণিক কাহিনি। এতে শিশুশিল্পী হিসেবে আছে পূর্ণা আনন্দিতা, উক্তি অধিকারী ও স্বর্গ, এবং তাদের দিদা চরিত্রে দেখা যাবে শর্মিলা বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে দেখা যাবে ২৩ অক্টোবর ২০২৩ সোমবার দুপুর ১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টায়।

শারদীয় দুর্গোৎসবে দুরন্ত টিভিতে আরও থাকছে আগামী ২২ অক্টোবর ২০২৩ দুপুর ১.৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’, ২৪ অক্টোবর ২০২৩ দুপুর ১.৩০ মিনিটে গানের অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’ এবং বিজয়া দশমীর বিশেষ অনুষ্ঠান ‘শুভ বিজয়া’ সন্ধ্যা ৬টায় এবং ‘আলোয় ভুবন ভরা’ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত