Ajker Patrika

‘দেশের মাটি’তে নাড়ির টান

বিনোদন ডেস্ক
‘দেশের মাটি’তে নাড়ির টান

একুশ শতকে বেশিরভাগ মানুষই ভীষণ একা। নিজের মাটি ছেড়ে, দেশ ছেড়ে যে যাঁর নিজের মতো দূরে দূরে সরে থাকেন। পরিবারের প্রতি টান হারিয়ে ফেলেন অনেকেই। আবার টান থাকা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতায় আপনজনের কাছে ফিরতে পারেন না। এভাবেই ভেঙে যায় কত সাজানো সংসার!

তিল তিল করে যাঁরা সংসার সাজান, তাঁদের মনের অবস্থা কেমন হয় তা ভেবেছেন কখনো!একুশ শতকে বেশিরভাগ মানুষই ভীষণ একা। নিজের মাটি ছেড়ে, দেশ ছেড়ে যে যাঁর নিজের মতো দূরে দূরে সরে থাকেন। পরিবারের প্রতি টান হারিয়ে ফেলেন অনেকেই। আবার টান থাকা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতায় আপনজনের কাছে ফিরতে পারেন না। এভাবেই ভেঙে যায় কত সাজানো সংসার!

জীবনের এই ভাঙাগড়ার গল্পই শোনাচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘দেশের মাটি’। জমজমাট ঠাসবুনটের এই কাহিনি মানুষকে ভাবাবে, নস্টালজিক করে তুলবে। গত বছরের শেষের দিকে শুরু হয়েছিল ধারাবাহিকটি। জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে এখন।

ধারাবাহিকের মূল চরিত্র নোয়া, একজন শিক্ষিত আর সাহসী মেয়ে। সে বুকের মধ্যে সর্বক্ষণ বয়ে বেড়ায় বড়দের দেওয়া মূল্যবোধ। নোয়া বিশ্বাস করে রক্তের সম্পর্কের বাইরের মানুষও আপনজন হতে পারে। সেই বিশ্বাস থেকেই এক ভেঙে যাওয়া পরিবারকে আবার এক করে তোলার সংকল্প নেয়।

নোয়ার চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস। তবে, শ্রুতি নামটা সবার কাছে অপরিচিত হলেও নোয়া নামটা যে সবার অনেক কাছের, তা আর বলার অপেক্ষা রাখে না। খুব কম সময়ের মধ্যেই অভিনয় দিয়ে সবার মন জয় করে নিয়েছে শ্রুতি।

তবে, শুরুটা কিন্তু মোটেই এতটা সহজ ছিল না। নিজের স্বপ্ন পূরণ করতে রীতিমতো কাটোয়া থেকে কলকাতায় আসেন শ্রুতি। আর সেই মতো পড়াশোনার পাশাপাশি মডেল হওয়ার স্বপ্নকেও মনের মধ্যে একটু একটু করে বাঁচিয়ে রেখেছিলেন। এরপর একদিন পা রাখেন টালিপাড়ায়। দেন অডিশনও। সেই অডিশনেই মিলে যায় সুযোগ। জি বাংলার ‘ত্রিনয়নী’ সিরিয়ালে লিড রোলে অভিনয় দিয়ে প্রথম টেলিভিশনের পর্দায় পা রাখেন শ্রুতি। আর প্রথম সিরিয়াল দিয়েই বাজিমাত! জিতে নেন অসংখ্য দর্শকের মন।

সিরিয়ালে কিয়ান ও নোয়া বাঁধা পড়েছেন সাত পাকে। মিটেছে সিঁদুর দান পর্ব। কিয়ানের পরানো সিঁদুর পড়েছে নোয়ার নাকেও। আর সেই লুক নিয়েই শ্রুতি অর্থাৎ নোয়া একটি ভিডিও করে ফেলেছেন

এমনকি গায়েহলুদ থেকে শুরু করে বিয়ের নানা ছবি শ্রুতি পোস্ট করেছেন তাঁর ইনস্ট্রাগ্রাম হ্যান্ডেলে। এ ছাড়া সিরিয়ালে বৌভাতের অনুষ্ঠানের ছবিও শেয়ার করেছেন। বোঝা যাচ্ছে আসছে দিনের কয়েকটি পর্ব এই নিয়েই। 

সিরিয়ালে মুখার্জি পরিবারের সবচেয়ে প্রবীণ সদস্যের ভূমিকায় দেখা যাবে অশোক ভট্টাচার্য ও অনুসূয়া মজুমদারকে। অন্যদিকে জনপ্রিয় অভিনেতা ভরত কল, রুম্পা রয়, তথাগত মুখার্জি এবং আরও অনেককে দেখা যাবে এই সিরিয়ালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত