বিনোদন প্রতিবেদক, ঢাকা
পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন নির্মাতা মিনহাজ উদ্দিন। সম্প্রতি জার্মানি থেকে দেশে ফিরে নিজের মা ও বোনের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি। মিনহাজের অভিযোগ, আগেও অর্থের লোভে মা নাসিমা আক্তার ও বোন আফিয়া আঞ্জুম মালিহা মানসিক নির্যাতন করেছেন তাঁকে।
ক্যারিয়ারের শুরু থেকেই নাটক, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন বানিয়েছেন মিনহাজ। ২০১৫ সালে ‘স্বপ্নচোর’ নাটক দিয়ে আলোচনায় আসেন তিনি। ২০১৮ সালে জার্মানি যান চলচ্চিত্র বিষয়ে মাস্টার্স করতে। গত বছর ৩০ আগস্ট পারিবারিকভাবে আকদ হয় তাহামিদার সঙ্গে, ২৭ সেপ্টেম্বর হয় বিবাহোত্তর সংবর্ধনা। মিনহাজ জানিয়েছেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁর মা ও বোন তাহামিদাকে মানসিক নির্যাতন করতেন।
সম্প্রতি সিনেমা নির্মাণের উদ্দেশে দেশে ফিরেছেন মিনহাজ। তাঁর অভিযোগ, নানা ঘটনার জের ধরে ৬ ডিসেম্বর রাতে তাহামিদার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ব্যক্তিগত মেসেজ পড়তে চান মিনহাজের মা নাসিমা আক্তার ও বোন আফিয়া আঞ্জুম মালিহা। প্রতিবাদ করলে তাঁরা খেপে গিয়ে মিনহাজকে গালিগালাজ ও মারধর করেন। স্বামীকে বাঁচাতে গেলে তাহামিদাও লাঞ্ছিত হন। ঘটনার রাতেই মিনহাজ ও তাহামিদা ফেনী সদর হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন এবং ফেনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ৪৮৫। মা ও বোন সমঝোতা স্বাক্ষর করে জিডি তুলে নিতে চাপ দিলে পারিবারিক শান্তির কথা ভেবে মিনহাজ রাজি হন। ১০ ডিসেম্বর সমঝোতার জন্য তারিখ নির্ধারণ করলেও ৯ ডিসেম্বর নাসিমা আক্তার আদালতে মিনহাজের বিরুদ্ধে চাঁদাবাজি, স্বর্ণালংকার লুট ও হত্যার চেষ্টা মামলা করেন বলে জানিয়েছেন মিনহাজ।
মিনহাজ বলেন, ‘এবারই প্রথম নয়। এর আগেও আমার মা-বোন টাকার জন্য আমাকে মানসিক নির্যাতন করেছেন। এমনকি হাসপাতালে ধরে নিয়ে গিয়ে আমাকে পাগল সাব্যস্ত করার চেষ্টাও করেছেন। পরিবারের সম্মানের কথা চিন্তা করে বিষয়টি নিয়ে চুপ ছিলাম। কিন্তু এখন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং বিষয়টা আমার ক্যারিয়ার আর দাম্পত্য জীবনে প্রভাব ফেলছে, তাই বাধ্য হয়ে মিডিয়ায় মুখ খুললাম।’
পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন নির্মাতা মিনহাজ উদ্দিন। সম্প্রতি জার্মানি থেকে দেশে ফিরে নিজের মা ও বোনের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি। মিনহাজের অভিযোগ, আগেও অর্থের লোভে মা নাসিমা আক্তার ও বোন আফিয়া আঞ্জুম মালিহা মানসিক নির্যাতন করেছেন তাঁকে।
ক্যারিয়ারের শুরু থেকেই নাটক, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন বানিয়েছেন মিনহাজ। ২০১৫ সালে ‘স্বপ্নচোর’ নাটক দিয়ে আলোচনায় আসেন তিনি। ২০১৮ সালে জার্মানি যান চলচ্চিত্র বিষয়ে মাস্টার্স করতে। গত বছর ৩০ আগস্ট পারিবারিকভাবে আকদ হয় তাহামিদার সঙ্গে, ২৭ সেপ্টেম্বর হয় বিবাহোত্তর সংবর্ধনা। মিনহাজ জানিয়েছেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁর মা ও বোন তাহামিদাকে মানসিক নির্যাতন করতেন।
সম্প্রতি সিনেমা নির্মাণের উদ্দেশে দেশে ফিরেছেন মিনহাজ। তাঁর অভিযোগ, নানা ঘটনার জের ধরে ৬ ডিসেম্বর রাতে তাহামিদার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ব্যক্তিগত মেসেজ পড়তে চান মিনহাজের মা নাসিমা আক্তার ও বোন আফিয়া আঞ্জুম মালিহা। প্রতিবাদ করলে তাঁরা খেপে গিয়ে মিনহাজকে গালিগালাজ ও মারধর করেন। স্বামীকে বাঁচাতে গেলে তাহামিদাও লাঞ্ছিত হন। ঘটনার রাতেই মিনহাজ ও তাহামিদা ফেনী সদর হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন এবং ফেনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ৪৮৫। মা ও বোন সমঝোতা স্বাক্ষর করে জিডি তুলে নিতে চাপ দিলে পারিবারিক শান্তির কথা ভেবে মিনহাজ রাজি হন। ১০ ডিসেম্বর সমঝোতার জন্য তারিখ নির্ধারণ করলেও ৯ ডিসেম্বর নাসিমা আক্তার আদালতে মিনহাজের বিরুদ্ধে চাঁদাবাজি, স্বর্ণালংকার লুট ও হত্যার চেষ্টা মামলা করেন বলে জানিয়েছেন মিনহাজ।
মিনহাজ বলেন, ‘এবারই প্রথম নয়। এর আগেও আমার মা-বোন টাকার জন্য আমাকে মানসিক নির্যাতন করেছেন। এমনকি হাসপাতালে ধরে নিয়ে গিয়ে আমাকে পাগল সাব্যস্ত করার চেষ্টাও করেছেন। পরিবারের সম্মানের কথা চিন্তা করে বিষয়টি নিয়ে চুপ ছিলাম। কিন্তু এখন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং বিষয়টা আমার ক্যারিয়ার আর দাম্পত্য জীবনে প্রভাব ফেলছে, তাই বাধ্য হয়ে মিডিয়ায় মুখ খুললাম।’
‘তারে জমিন পার’ মুক্তির ১৭ বছর পেরিয়ে গেছে। আমির খান পরিচালিত এ সিনেমায় দেখানো হয়েছিল ইশান নামের এক শিশুর গল্প। সে অমনোযোগী, বারবার পরীক্ষায় ফেল করে, মা-বাবার কথা শোনায় আগ্রহ নেই, সমবয়সীদের সঙ্গে মিশতে পারে না। ফলে মা-বাবার শাসন, স্কুলে শিক্ষকদের উপহাস জোটে। এই শিশুর ভাগ্য আমূল বদলে যায় আর্ট শিক্ষক
১ মিনিট আগেপ্র্যাকটিস সেশন থেকে ফেসবুক লাইভে এসে রোদেলার গাওয়া ‘রাজকুমার’ গেয়ে শোনান ন্যান্সি। তিনি বলেন, ‘মেয়ের গান এভাবে আগে কণ্ঠে তুলিনি। এবারের গানটি বেশ অন্য রকম, মজার। রাজকুমার গানটি অনেকের প্রিয় হয়ে উঠেছে। আমিও বিভিন্ন অনুষ্ঠানে গানটি গাইব বলে ঠিক করেছি।’
১০ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগ মাধ্যমে হুলুস্থুল ফেলে দিয়েছে একটি গান—ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ। এই গানের মিউজিক ভিডিও এখন মিম, শর্টস, রিল ও টিকটকে ছড়াছড়ি। অর্থ না বুঝলেও মিউজিক ভিডিওর পটভূমি এবং সুরে সবাই মাতোয়ারা।
১৩ ঘণ্টা আগে‘আমি আর এক বছরের মধ্যে ৬০-এ পা রাখব, কিন্তু দেখুন তো, আমাকে ৩০ বছরের মতোই লাগছে। কিছু কিছু জিনিস আমি ভুলে যাই।’
২০ ঘণ্টা আগে