Ajker Patrika

টেলিভিশনে রাষ্ট্রপতি আবদুল হামিদের জীবনালেখ্য ‘এক মহামান্যের গৌরবগাথা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
টেলিভিশনে রাষ্ট্রপতি আবদুল হামিদের জীবনালেখ্য ‘এক মহামান্যের গৌরবগাথা’

কখনো সকল ক্ষমতার, কখনো শুধু রাষ্ট্রাচারের আনুষ্ঠানিক শীর্ষ কেন্দ্র বঙ্গভবন। যে জ্যোতির্ময়দের আলোয় উজ্জ্বল আমাদের জাতীয় ঐতিহ্যের বঙ্গভবন, তাঁদের একজন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২৩ এপ্রিল রাষ্ট্রাচারের আনুষ্ঠানিকতায় রাষ্ট্রপতির দ্বিতীয় মেয়াদের অবসান হচ্ছে। এক দশক ধরে বাংলাদেশ রাষ্ট্রের অভিভাবক হিসেবে বঙ্গভবনে রচিত হয়েছে রাষ্ট্রপতি আবদুল হামিদের জীবনের সহস্র গল্প।

বঙ্গভবন থেকে বিদায়লগ্নে ফরিদুর রেজা সাগরের সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে তাঁর প্রকাশিত-অপ্রকাশিত অনেক কথা, ভাটির মিঠামইন থেকে বঙ্গভবনে সমাসীন হওয়ার গল্প। 

শাইখ সিরাজের পরিচালনায় ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় ‘এক মহামান্যের গৌরবগাথা’ প্রচারিত হবে ২৩ এপ্রিল রাত ১১টা ২০ মিনিটে চ্যানেল আইতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত