বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার জন্মদিন আজ ৮ ডিসেম্বর। এই বিশেষ দিনে নতুন উদ্যোগের ঘোষণা দিলেন তিনি। ‘টাচ বাই স্পর্শিয়া’ নামে নতুন ফ্যাশন হাউস শুরু করেছেন স্পর্শিয়া। এটি অভিনেত্রীর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড। ‘টাচ বাই স্পর্শিয়া’র ওয়েব সাইট উন্মুক্ত করা হয়েছে আজ।
স্পর্শিয়া বলেন, ‘কয়েক বছর ধরে আমি নিয়মিত অভিনয় করছি না। টিভি নাটক ছেড়েছি অনেক আগে। এখন শুধু মানসম্মত চলচ্চিত্র আর ওয়েব কনটেন্টেই কাজ করছি। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে অভিনয়কে একমাত্র পেশা হিসেবে ভাবছি না। পাশাপাশি একাধিক উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করেছি। তার মধ্যে অন্যতম এই ক্লোথিং ব্র্যান্ড।’
তিনি জানালেন, ‘টাচ বাই স্পর্শিয়া’র আনুষ্ঠানিক ঘোষণা এখন দিলেও এর কার্যক্রম শুরু হয়েছে বেশ আগে। স্পর্শিয়া বলেন, ‘করোনার আগেই আমাদের এই ই-কমার্স ওয়েবসাইটটি চালু করার ইচ্ছে ছিল। কিন্তু করোনার কারণে দুই বছর পিছিয়ে পড়লাম। অনেক চড়াই-উৎরাই পার করে অবশেষে আমরা মানুষের কাছে পৌঁছুতে পারছি।’
কী ধরনের পোশাক পাওয়া যাবে ‘টাচ বাই স্পর্শিয়া’য়? অভিনেত্রী জানিয়েছেন, মূলত স্পর্শিয়া যে ধরনের শাড়ি পরেন, সে ধরনের শাড়ির কালেকশনই বেশি থাকবে। শীতের জন্য হুডি, টি-শার্টসহ কিছু কালেকশনও পাওয়া যাচ্ছে ‘টাচ বাই স্পর্শিয়া’য়।
ব্যবসায়িক উদ্দেশ্যে উদ্যোগটি শুরু করলেও সামাজিক দায়বদ্ধতার কথাও মাথায় রেখেছেন তিনি। জানিয়েছেন, এই ব্র্যান্ডের প্রতিটি পোশাকের লভ্যাংশ থেকে ১০% অর্থ যাবে ‘আলোকিত স্কুল’ নামের এক ফাউন্ডেশনে। তারা সুবিধাবঞ্চিত শিশু, পথশিশুদের নিয়ে কাজ করে।
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার জন্মদিন আজ ৮ ডিসেম্বর। এই বিশেষ দিনে নতুন উদ্যোগের ঘোষণা দিলেন তিনি। ‘টাচ বাই স্পর্শিয়া’ নামে নতুন ফ্যাশন হাউস শুরু করেছেন স্পর্শিয়া। এটি অভিনেত্রীর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড। ‘টাচ বাই স্পর্শিয়া’র ওয়েব সাইট উন্মুক্ত করা হয়েছে আজ।
স্পর্শিয়া বলেন, ‘কয়েক বছর ধরে আমি নিয়মিত অভিনয় করছি না। টিভি নাটক ছেড়েছি অনেক আগে। এখন শুধু মানসম্মত চলচ্চিত্র আর ওয়েব কনটেন্টেই কাজ করছি। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে অভিনয়কে একমাত্র পেশা হিসেবে ভাবছি না। পাশাপাশি একাধিক উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করেছি। তার মধ্যে অন্যতম এই ক্লোথিং ব্র্যান্ড।’
তিনি জানালেন, ‘টাচ বাই স্পর্শিয়া’র আনুষ্ঠানিক ঘোষণা এখন দিলেও এর কার্যক্রম শুরু হয়েছে বেশ আগে। স্পর্শিয়া বলেন, ‘করোনার আগেই আমাদের এই ই-কমার্স ওয়েবসাইটটি চালু করার ইচ্ছে ছিল। কিন্তু করোনার কারণে দুই বছর পিছিয়ে পড়লাম। অনেক চড়াই-উৎরাই পার করে অবশেষে আমরা মানুষের কাছে পৌঁছুতে পারছি।’
কী ধরনের পোশাক পাওয়া যাবে ‘টাচ বাই স্পর্শিয়া’য়? অভিনেত্রী জানিয়েছেন, মূলত স্পর্শিয়া যে ধরনের শাড়ি পরেন, সে ধরনের শাড়ির কালেকশনই বেশি থাকবে। শীতের জন্য হুডি, টি-শার্টসহ কিছু কালেকশনও পাওয়া যাচ্ছে ‘টাচ বাই স্পর্শিয়া’য়।
ব্যবসায়িক উদ্দেশ্যে উদ্যোগটি শুরু করলেও সামাজিক দায়বদ্ধতার কথাও মাথায় রেখেছেন তিনি। জানিয়েছেন, এই ব্র্যান্ডের প্রতিটি পোশাকের লভ্যাংশ থেকে ১০% অর্থ যাবে ‘আলোকিত স্কুল’ নামের এক ফাউন্ডেশনে। তারা সুবিধাবঞ্চিত শিশু, পথশিশুদের নিয়ে কাজ করে।
বাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
১ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
১ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
২ ঘণ্টা আগেএকজন মানুষের মৌলিক চাহিদা কী কী? ভারতীয় সিনেমা আমাদের শিখিয়েছে ‘রুটি, কাপড় আর ঘর’। তবে বিষয়টি যদি মিকা সিংয়ের বেলায় হয়, তাহলে হিন্দি সিনেমার সংলাপটি কিছুটা বদলে হবে ‘রুটি, কাপড় আর ৯৯টি বাড়ি’। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্য। ৯৯টি বিলাসবহুল বাড়ির মালিক মিকা সিং। পিঙ্কভিলার সঙ্গে সম্প্রতি...
২ ঘণ্টা আগে