অনলাইন ডেস্ক
বিশ্বে মোটামুটি ৩০টির মতো সুমাত্রা গন্ডার টিকে আছে। মহাবিপন্ন এই গন্ডার প্রজাতির একটি শাবকের জন্ম হয়েছে ইন্দোনেশিয়ার একটি অভয়ারণ্যে। ইন্দোনেশিয়ার ওয়ে ক্যামবাস ন্যাশনাল পার্কের সুমাত্রা গন্ডারের অভয়ারণ্যে স্বাস্থ্যবান পুরুষ শাবকটি জন্ম নেয় বলে রোববার ইন্দোনেশিয়ার সরকার ঘোষণা দেয়। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে।
ইন্দোনেশিয়ার পরিবেশ ও বনমন্ত্রী সিতি নুরবায়া এক বিবৃতিতে জানান, মা দেলিলাহ ও বাবা হারাপানের এটি প্রথম সন্তান।
এদিকে ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নিনা ফাসসিয়োনে এক বিবৃতিতে জানান, প্রথমবার মা হলেও কোনো ধরনের ‘হট্টগোল’ ছাড়াই শাবকটির যত্ন নিতে শুরু করে দেলিলাহ।
‘এটি একটি অসাধারণ ঘটনা। এটা মহাবিপন্ন এই প্রজাতির ভবিষ্যতের ব্যাপারে আশার আলো দেখাচ্ছে।’ বলেন নিনা।
গন্ডারের বাচ্চাটির এখনো কোনো নাম রাখা হয়নি। দুই মাসের মধ্যে অভয়ারণ্যটিতে জন্ম নেওয়া দ্বিতীয় গন্ডার শাবক এটি। একে নিয়ে এই অভয়ারণ্যে এখন পর্যন্ত জন্ম নিয়েছে পাঁচটি গন্ডার শাবক।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকায় সুমাত্রা গন্ডার মহাবিপন্ন প্রজাতি। আইইউসিএন বলছে, বিশ্বে কেবল ৩০টি বুনো প্রাপ্তবয়স্ক সুমাত্রা গন্ডার আছে। এদের সবগুলোই আছে ইন্দোনেশিয়ার অরণ্যে এবং এদের সংখ্যা দিনকে দিন কমছে।
আইইউসিএনের লাল তালিকা অনুসারে বাংলাদেশ, ভারত, ভুটান, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে এরা বিলুপ্ত হয়েছে। মিয়ানমারেও এদের অবস্থানের নিশ্চিত কোনো তথ্য নেই।
ফাসসিয়োনে জানান, দুই বছর আগে পৃথিবীতে শুধু এক জোড়া বন্দী সুমাত্রা গন্ডার সফলভাবে সন্তান উৎপাদনে সক্ষম ছিল। এখন প্রজননে সক্ষম তিন জোড়া গন্ডার আছে। ‘সুমাত্রা গন্ডার প্রজনন কর্মসূচি কখনো এর চেয়ে ভালো অবস্থায় ছিল না।’ বলেন তিনি।
অভয়ারণ্যটিতে বর্তমানে ১০টি সুমাত্রা গন্ডার আছে। এই প্রজনন ও গবেষণা এলাকাটি নিয়ন্ত্রণ করে রাইনো ফাউন্ডেশন অব ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়ার ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইকোসিস্টেম কনজারভেশনের মহাপরিচালক সত্যওয়ান পুদিয়াতমোকো জানান, প্রজনন কর্মসূচির মূল লক্ষ্য ক্রমে হ্রাস পেতে থাকা বন্য সুমাত্রা গন্ডার রক্ষা। ভবিষ্যতে অভয়ারণ্যে জন্ম নেওয়া গন্ডারগুলোকে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হতে পারে।
বিশ্বে মোটামুটি ৩০টির মতো সুমাত্রা গন্ডার টিকে আছে। মহাবিপন্ন এই গন্ডার প্রজাতির একটি শাবকের জন্ম হয়েছে ইন্দোনেশিয়ার একটি অভয়ারণ্যে। ইন্দোনেশিয়ার ওয়ে ক্যামবাস ন্যাশনাল পার্কের সুমাত্রা গন্ডারের অভয়ারণ্যে স্বাস্থ্যবান পুরুষ শাবকটি জন্ম নেয় বলে রোববার ইন্দোনেশিয়ার সরকার ঘোষণা দেয়। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে।
ইন্দোনেশিয়ার পরিবেশ ও বনমন্ত্রী সিতি নুরবায়া এক বিবৃতিতে জানান, মা দেলিলাহ ও বাবা হারাপানের এটি প্রথম সন্তান।
এদিকে ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নিনা ফাসসিয়োনে এক বিবৃতিতে জানান, প্রথমবার মা হলেও কোনো ধরনের ‘হট্টগোল’ ছাড়াই শাবকটির যত্ন নিতে শুরু করে দেলিলাহ।
‘এটি একটি অসাধারণ ঘটনা। এটা মহাবিপন্ন এই প্রজাতির ভবিষ্যতের ব্যাপারে আশার আলো দেখাচ্ছে।’ বলেন নিনা।
গন্ডারের বাচ্চাটির এখনো কোনো নাম রাখা হয়নি। দুই মাসের মধ্যে অভয়ারণ্যটিতে জন্ম নেওয়া দ্বিতীয় গন্ডার শাবক এটি। একে নিয়ে এই অভয়ারণ্যে এখন পর্যন্ত জন্ম নিয়েছে পাঁচটি গন্ডার শাবক।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকায় সুমাত্রা গন্ডার মহাবিপন্ন প্রজাতি। আইইউসিএন বলছে, বিশ্বে কেবল ৩০টি বুনো প্রাপ্তবয়স্ক সুমাত্রা গন্ডার আছে। এদের সবগুলোই আছে ইন্দোনেশিয়ার অরণ্যে এবং এদের সংখ্যা দিনকে দিন কমছে।
আইইউসিএনের লাল তালিকা অনুসারে বাংলাদেশ, ভারত, ভুটান, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে এরা বিলুপ্ত হয়েছে। মিয়ানমারেও এদের অবস্থানের নিশ্চিত কোনো তথ্য নেই।
ফাসসিয়োনে জানান, দুই বছর আগে পৃথিবীতে শুধু এক জোড়া বন্দী সুমাত্রা গন্ডার সফলভাবে সন্তান উৎপাদনে সক্ষম ছিল। এখন প্রজননে সক্ষম তিন জোড়া গন্ডার আছে। ‘সুমাত্রা গন্ডার প্রজনন কর্মসূচি কখনো এর চেয়ে ভালো অবস্থায় ছিল না।’ বলেন তিনি।
অভয়ারণ্যটিতে বর্তমানে ১০টি সুমাত্রা গন্ডার আছে। এই প্রজনন ও গবেষণা এলাকাটি নিয়ন্ত্রণ করে রাইনো ফাউন্ডেশন অব ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়ার ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইকোসিস্টেম কনজারভেশনের মহাপরিচালক সত্যওয়ান পুদিয়াতমোকো জানান, প্রজনন কর্মসূচির মূল লক্ষ্য ক্রমে হ্রাস পেতে থাকা বন্য সুমাত্রা গন্ডার রক্ষা। ভবিষ্যতে অভয়ারণ্যে জন্ম নেওয়া গন্ডারগুলোকে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হতে পারে।
অতি মুনাফা ও বাজার অর্থনীতিই পরিবেশ ধ্বংসের মূল কারণ বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেছেন, আইনের যথাযথ বাস্তবায়নের অভাবে পরিবেশ সুরক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ প্রয়োজন। তবে সবার আগে এ বিষয়ে করণীয়...
৮ ঘণ্টা আগেঢাকার বাতাস আজও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের সূচকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আজ দ্বিতীয়। সকাল ৬টায় ঢাকার বায়ুমান রেকর্ড করা হয় ২৯১। মানসূচকে ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়...
১০ ঘণ্টা আগেকক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে নতুনভাবে বনায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন বন ও পরিবেশ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সম্মেলনে তিনি এ কথা বলেন।
১ দিন আগেঅবিলম্বে প্রাণ-প্রকৃতি পুনরুদ্ধার ও কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপ না নেওয়া হলে ২০৭০-২০৯০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি অব অ্যাকচুয়ারিজ এক গবেষণা প্রতিবেদনে এই সতর্কবার্তা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প
১ দিন আগে