অনলাইন ডেস্ক
কয়েক বছরের ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে বিজ্ঞানীরা দেড় ফুট লম্বা বিরল প্রজাতির ইঁদুরের ছবি তুলতে পেরেছেন। সলোমন দ্বীপপুঞ্জের এই ইঁদুর শুধু বড়ই নয়, এর চোয়ালও খুব শক্ত। এরা শক্ত নারকেলও কাটতে পারে। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
বিশাল আকৃতির এই ইঁদুর ভাঙ্গুনু জায়ান্ট নামে পরিচিত। ছয় বছর আগে বাণিজ্যিক কাঠ ব্যবসায়ীরা গাছ কেটে ফেললে একটি মৃত ইঁদুরও পড়ে থাকতে দেখেন কর্মীরা। ওই সময় সলোমন দ্বীপপুঞ্জের গবেষকেরা সেই প্রথম একটি ভাঙ্গুনু জায়ান্ট নথিভুক্ত করেন।
প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলিয়ার উত্তর–পূর্বে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জের ভাঙ্গুনু দ্বীপে বনের মাঝে গবেষক দলটি রাতের বেলা সুস্বাদু টোপ ও ক্যামেরা পেতে রেখে চারটি ইঁদুরের ছবি তুলতে সক্ষম হন। এসব ইঁদুর সাধারণ ইঁদুরের চেয়ে প্রায় চার গুন বড়।
গত ২০ নভেম্বর ইকোলজি অ্যান্ড ইভোলিউশন জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল আকৃতি, লম্বা লেজ ও খুব ছোট কানের কারণে ভাঙ্গুনু জায়ান্টদের স্পষ্টভাবেই চিহ্নিত করা যায়।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটির মেরুদণ্ডী প্রাণিবিজ্ঞানের প্রভাষক ও গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক টাইরন ল্যাভেরি এক বিবৃতিতে বলেন, ‘প্রথমবারের মতো ভাঙ্গুনু জায়ান্টদের ছবি ধারণ, এই বিলুপ্তির হুমকিতে থাকা প্রজাতিটির জন্য অত্যন্ত ইতিবাচক খবর।’
স্থানীয় জাইরা সম্প্রদায় ভাঙ্গুনু জায়ান্টের অবস্থান চিহ্নিত করতে গবেষকদের সাহায্য করেছে। সলোমন দ্বীপপুঞ্জের ঘন জঙ্গল ও বাস্তুসংস্থান সম্পর্কে এই সম্প্রদায়ের গভীর জ্ঞান রয়েছে। তাঁরাই ইঁদুরগুলোর আবাস্থলে গবেষকদের ক্যামেরার ফাঁদ পাততে সহায়তা করেন।
গবেষণায় বলা হয়, ‘সব ছবি গভীর রাতে তোলা হয় এবং মধ্যরাতের দিকে ইঁদুরগুলোর চলাফেরা দেখা যায়।’ গবেষকেরা তিলের তেল দিয়ে ইঁদুরগুলোকে প্রলুব্ধ করেছিলেন। গবেষকেরা মনে করেন, তিলের তেলের জন্যই ভাঙ্গুনু জায়ান্টের ছবি তোলা সম্ভব হয়েছে। কারণ এর আগে পিনাট বাটার (চীনাবাদামের মাখন) ব্যবহার করলে ফাঁদে শুধু কালো ইঁদুরের দেখা মিলেছিল।
ল্যাভেরি বলেন, এক জটিল সময়ে ছবিগুলো ধারণা করা সম্ভব হলো। বাণিজ্যিকভাবে গাছ কেটে বন ধ্বংস হওয়ার কারণে ইঁদুরগুলো শিগগিরই বিলুপ্ত হতে পারে। ২০১৭ সালে এই প্রজাতির ইঁদুর প্রথম চিহ্নিত করা হয়।
গত বছর বাণিজ্যিকভাবে গাছ কাটার অনুমতি দেয় সলোমন দ্বীপপুঞ্জের সরকার। ল্যাভরি বলেন, জাইরাতে বাণিজ্যিকভাবে গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে এবং আর এই গাছ কাটা চলতে থাকলে শিগগিরই ভাঙ্গুনু জায়ান্ট বিলুপ্ত হয়ে যাবে।
জাইরা সম্প্রদায়ের প্রতিনিধিরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন। এই ছবিগুলো বিপন্ন প্রজাতিটির বিলুপ্তি ঠেকাতে সহায়ক হবে বলে আশা করছেন গবেষক ল্যাভেরি।
কয়েক বছরের ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে বিজ্ঞানীরা দেড় ফুট লম্বা বিরল প্রজাতির ইঁদুরের ছবি তুলতে পেরেছেন। সলোমন দ্বীপপুঞ্জের এই ইঁদুর শুধু বড়ই নয়, এর চোয়ালও খুব শক্ত। এরা শক্ত নারকেলও কাটতে পারে। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
বিশাল আকৃতির এই ইঁদুর ভাঙ্গুনু জায়ান্ট নামে পরিচিত। ছয় বছর আগে বাণিজ্যিক কাঠ ব্যবসায়ীরা গাছ কেটে ফেললে একটি মৃত ইঁদুরও পড়ে থাকতে দেখেন কর্মীরা। ওই সময় সলোমন দ্বীপপুঞ্জের গবেষকেরা সেই প্রথম একটি ভাঙ্গুনু জায়ান্ট নথিভুক্ত করেন।
প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলিয়ার উত্তর–পূর্বে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জের ভাঙ্গুনু দ্বীপে বনের মাঝে গবেষক দলটি রাতের বেলা সুস্বাদু টোপ ও ক্যামেরা পেতে রেখে চারটি ইঁদুরের ছবি তুলতে সক্ষম হন। এসব ইঁদুর সাধারণ ইঁদুরের চেয়ে প্রায় চার গুন বড়।
গত ২০ নভেম্বর ইকোলজি অ্যান্ড ইভোলিউশন জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল আকৃতি, লম্বা লেজ ও খুব ছোট কানের কারণে ভাঙ্গুনু জায়ান্টদের স্পষ্টভাবেই চিহ্নিত করা যায়।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটির মেরুদণ্ডী প্রাণিবিজ্ঞানের প্রভাষক ও গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক টাইরন ল্যাভেরি এক বিবৃতিতে বলেন, ‘প্রথমবারের মতো ভাঙ্গুনু জায়ান্টদের ছবি ধারণ, এই বিলুপ্তির হুমকিতে থাকা প্রজাতিটির জন্য অত্যন্ত ইতিবাচক খবর।’
স্থানীয় জাইরা সম্প্রদায় ভাঙ্গুনু জায়ান্টের অবস্থান চিহ্নিত করতে গবেষকদের সাহায্য করেছে। সলোমন দ্বীপপুঞ্জের ঘন জঙ্গল ও বাস্তুসংস্থান সম্পর্কে এই সম্প্রদায়ের গভীর জ্ঞান রয়েছে। তাঁরাই ইঁদুরগুলোর আবাস্থলে গবেষকদের ক্যামেরার ফাঁদ পাততে সহায়তা করেন।
গবেষণায় বলা হয়, ‘সব ছবি গভীর রাতে তোলা হয় এবং মধ্যরাতের দিকে ইঁদুরগুলোর চলাফেরা দেখা যায়।’ গবেষকেরা তিলের তেল দিয়ে ইঁদুরগুলোকে প্রলুব্ধ করেছিলেন। গবেষকেরা মনে করেন, তিলের তেলের জন্যই ভাঙ্গুনু জায়ান্টের ছবি তোলা সম্ভব হয়েছে। কারণ এর আগে পিনাট বাটার (চীনাবাদামের মাখন) ব্যবহার করলে ফাঁদে শুধু কালো ইঁদুরের দেখা মিলেছিল।
ল্যাভেরি বলেন, এক জটিল সময়ে ছবিগুলো ধারণা করা সম্ভব হলো। বাণিজ্যিকভাবে গাছ কেটে বন ধ্বংস হওয়ার কারণে ইঁদুরগুলো শিগগিরই বিলুপ্ত হতে পারে। ২০১৭ সালে এই প্রজাতির ইঁদুর প্রথম চিহ্নিত করা হয়।
গত বছর বাণিজ্যিকভাবে গাছ কাটার অনুমতি দেয় সলোমন দ্বীপপুঞ্জের সরকার। ল্যাভরি বলেন, জাইরাতে বাণিজ্যিকভাবে গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে এবং আর এই গাছ কাটা চলতে থাকলে শিগগিরই ভাঙ্গুনু জায়ান্ট বিলুপ্ত হয়ে যাবে।
জাইরা সম্প্রদায়ের প্রতিনিধিরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন। এই ছবিগুলো বিপন্ন প্রজাতিটির বিলুপ্তি ঠেকাতে সহায়ক হবে বলে আশা করছেন গবেষক ল্যাভেরি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ বন্য প্রাণী ও উদ্ভিদ প্রজাতি আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ কনভেনশন, সাইটিস, অনুযায়ী বন্যপ্রাণী সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিবদ্ধ। দেশটি সাইটিসের অনুশাসন মেনে প্রজাতি সংরক্ষণ ও বন্যপ্রাণী বাণিজ্য রোধে
১২ ঘণ্টা আগেনিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে গৃহীত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়
২ দিন আগেসন্তানের বড় শিক্ষক তার মা। সন্তানের ছোটবেলায় লেখাপড়ার হাতেখড়ি হয় মায়ের কাছে। শুধু লেখাপড়া নয়, আদবকায়দা, সামাজিক রীতিনীতি, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ—সবকিছু শিক্ষায় রয়েছে মায়ের অনেক বড় প্রভাব।
২ দিন আগেপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি উন্নত দেশগুলোকে তাঁদের জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়েছেন
২ দিন আগে