সর্বোচ্চ ৪০ ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গা ও পাবনায়, রোববার বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ১৮: ০৩
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৯: ২৪

কয়েক দিন ধরেই দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে চলমান মৃদু থেকে তীব্র তাপপ্রবাহে ওষ্ঠাগত হয়ে পড়েছে জনজীবন। তীব্র গরমে নাভিশ্বাস উঠে গেছে রোজাদারসহ খেটে খাওয়া মানুষদের। এরই মধ্যে আজ শনিবার এ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ডে পাবনাও। এই সময়ে ঢাকার তাপমাত্রা উঠেছে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে আগামীকাল থেকে তাপমাত্রা হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের চার বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ চলছে বলেও জানিয়েছে সংস্থাটি। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, তাই গরমও বেশি অনুভূত হবে। দেশে এখন পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে গরম বাতাস ঢুকছে। সেই কারণে আবহাওয়া আরও অস্বস্তিদায়ক হচ্ছে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, চুয়াডাঙ্গা ও পাবনাতে তীব্র তাপপ্রবাহ রয়েছে। এ ছাড়া রাজশাহীতে তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা মাঝারি তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। 

মনোয়ার হোসেন আরও বলেন, আজ (শনিবার) অতিরিক্ত তাপ রয়েছে। কাল (রোববার) থেকে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। আগামী ঢাকাসহ কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এরপর আবার তাপমাত্রা বাড়বে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এপ্রিল বছরের উষ্ণতম মাস। এর আগে ৩ এপ্রিল তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছিল অধিদপ্তর। তখন বলা হয়েছিল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ঢাকা, খুলনা ও রাজশাহী অঞ্চলে তাপপ্রবাহ চলমান থাকবে। এটি পরে আরও বিস্তার লাভ করতে পারে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত