Ajker Patrika

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

অনলাইন ডেস্ক
ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

ফিলিপাইনে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর এবার সুনামি সতর্কতা জারি করেছে দেশটি। আজ শনিবার রাতে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে শক্তিশালী এ ভূমিকম্প অনুভূত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মধ্যরাতের মধ্যেই দেশটিতে সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি। জাপানের দক্ষিণাঞ্চলীয় উপকূলেও সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ৩২ কিলোমিটার। এটি ফিলিপাইনের স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটে আঘাত হানে। তবে ইউরোপিয়ান–মেডিটেরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৩ কিলোমিটার।

ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থলের ওপর ভিত্তি করে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে এবং ইন্দোনেশিয়ার কিছু অংশে, পালাউ ও মালয়েশিয়ায় সুনামি আঘাত হানতে পারে। 

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি সিসমোলজির কর্মকর্তা তেরেসিতো বাকোলকোল বলেন, তাঁর সংস্থা দক্ষিণ সুরিয়াগো দেল সুর ও দাভাও ওরিয়েন্টাল প্রদেশগুলোর উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু অঞ্চলে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে।

ভূমিকম্পের মাত্রার ওপর নির্ভর করে ১ মিটার বা তার বেশি উচ্চতার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে সুনামির ঢেউয়ের উচ্চতা আরও বেশি হতে পারে। 

প্যাসিফিক রিংস অব ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় ফিলিপাইনে নিয়মিতই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত দেখা যায়। এ অঞ্চলে সমুদ্রের চারপাশে সিসমিক ফল্ট থাকায় একে রিংস অব ফায়ার বলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত