অনলাইন ডেস্ক
নরওয়েতে আর্কটিক দ্বীপপুঞ্জের সাভালবার্ড এলাকায় একটি সিন্ধুঘোটকের খুব কাছাকাছি যাওয়ায় এক পর্যটককে ১১০০ ডলারেরও বেশি অর্থ জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ২১ হাজার টাকা। ভাসমান একটি বরফখণ্ডের ওপর দাঁড়ানো সেই পর্যটককে সিন্ধুঘোটকের খুব কাছে যেতে দেখে স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেয় জনসাধারণ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সাভালবার্ডে বন্যপ্রাণীদের বিরক্ত করা যেকোনো আচরণই আইন বিরোধী। আর ঘটনাটি ঘটেছে বিশ্বের সবচেয়ে উত্তরের বসতি লংইয়ারবিয়েনের কাছে। সাভালবার্ডের পরিবেশ বিষয়ক আইন অনুসারে, দ্বীপপুঞ্জটিতে সকল যানবাহন এমনভাবে চলবে যাতে স্থানীয় বন্যপ্রাণীর কোনো অসুবিধা না হয়। অঞ্চলটির বন্যপ্রাণীর মধ্যে মেরু ভালুক, সিল, তিমি, রেইনডিয়ার এবং আর্কটিক শিয়াল অন্তর্ভুক্ত।
সাভালবার্ডের গভর্নর সবাইকে সিন্ধুঘোটক থেকে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখার ব্যাপারে উৎসাহিত করেছেন যাতে, প্রাণীগুলো বিরক্ত না হয় এবং যেকোনো ধরনের বিপদ এড়ানো যায়।
পুলিশ প্রসিকিউটর ম্যাগনাস রিন্ডাল ফ্রেড্রিকসেন বিবিসিকে বলেছেন, ঘটনার কিছু অংশ গভর্নরের বেশ কয়েকজন কর্মচারী পর্যবেক্ষণ করেছেন। ঘটনাটি ঘটেছে লংইয়ারবিয়েনের খুব কাছে। সেই পর্যটক একজন পোলিশ নাগরিক এবং সেদিনই তিনি সেই এলাকায় এসেছিলেন। তাকে গভর্নরের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি জরিমানা পরিশোধ করেন।
কিন্তু সিন্ধুঘোটকের এত কাছে এই ব্যক্তি কেন গিয়েছিলেন তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে ম্যাগনাস রিন্ডাল ফ্রেড্রিকসেনের ধারণা, ভালো ছবি তুলতেই পোলিশ নাগরিক এ কাজ করে থাকতে পারেন।
গ্রীষ্ম এবং বসন্তে সাভালবার্ডে ভিড় করেন পর্যটকেরা। আর্কটিক দ্বীপপুঞ্জের যে জায়গাগুলোতে মানুষের পদচিহ্ন খুব বেশি পড়েনি, সেসব স্থানের টানে ছুটে যায় পর্যটকেরা। বছরের বিশেষ এই সময়ে দ্বীপপুঞ্জটিতে সূর্য অস্ত যায় না। ভ্রমণপিপাসুরা তখন ‘মধ্যরাতের সূর্য’ দেখতে যায়।
তিন শতাব্দীরও বেশি সময় ধরে শিকারের পর অঞ্চলটিতে যখন বেঁচে ছিল মাত্র কয়েকশ সিন্ধুঘোটক, তখনই সাভালবার্ডে এই প্রাণীটিকে সংরক্ষিত বলে ঘোষণা করা হয়। নরওয়েতে প্রাণীটির সংখ্যা বৃদ্ধি পেলেও এখনো বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকাতেই রয়েছে সিন্ধুঘোটক।
পর্যটন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক উদ্বেগের কারণে নরওয়েজীয় সরকার আগামী বছর থেকে বেশ কয়েকটি কঠোর নিয়ম আরোপের ঘোষণা দিয়েছে। এর মধ্যে একটি নিয়ম হচ্ছে—সিন্ধুঘোটকের ১৫০ মিটারের মধ্যে যাওয়া যাবে না।
নরওয়েতে আর্কটিক দ্বীপপুঞ্জের সাভালবার্ড এলাকায় একটি সিন্ধুঘোটকের খুব কাছাকাছি যাওয়ায় এক পর্যটককে ১১০০ ডলারেরও বেশি অর্থ জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ২১ হাজার টাকা। ভাসমান একটি বরফখণ্ডের ওপর দাঁড়ানো সেই পর্যটককে সিন্ধুঘোটকের খুব কাছে যেতে দেখে স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেয় জনসাধারণ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সাভালবার্ডে বন্যপ্রাণীদের বিরক্ত করা যেকোনো আচরণই আইন বিরোধী। আর ঘটনাটি ঘটেছে বিশ্বের সবচেয়ে উত্তরের বসতি লংইয়ারবিয়েনের কাছে। সাভালবার্ডের পরিবেশ বিষয়ক আইন অনুসারে, দ্বীপপুঞ্জটিতে সকল যানবাহন এমনভাবে চলবে যাতে স্থানীয় বন্যপ্রাণীর কোনো অসুবিধা না হয়। অঞ্চলটির বন্যপ্রাণীর মধ্যে মেরু ভালুক, সিল, তিমি, রেইনডিয়ার এবং আর্কটিক শিয়াল অন্তর্ভুক্ত।
সাভালবার্ডের গভর্নর সবাইকে সিন্ধুঘোটক থেকে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখার ব্যাপারে উৎসাহিত করেছেন যাতে, প্রাণীগুলো বিরক্ত না হয় এবং যেকোনো ধরনের বিপদ এড়ানো যায়।
পুলিশ প্রসিকিউটর ম্যাগনাস রিন্ডাল ফ্রেড্রিকসেন বিবিসিকে বলেছেন, ঘটনার কিছু অংশ গভর্নরের বেশ কয়েকজন কর্মচারী পর্যবেক্ষণ করেছেন। ঘটনাটি ঘটেছে লংইয়ারবিয়েনের খুব কাছে। সেই পর্যটক একজন পোলিশ নাগরিক এবং সেদিনই তিনি সেই এলাকায় এসেছিলেন। তাকে গভর্নরের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি জরিমানা পরিশোধ করেন।
কিন্তু সিন্ধুঘোটকের এত কাছে এই ব্যক্তি কেন গিয়েছিলেন তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে ম্যাগনাস রিন্ডাল ফ্রেড্রিকসেনের ধারণা, ভালো ছবি তুলতেই পোলিশ নাগরিক এ কাজ করে থাকতে পারেন।
গ্রীষ্ম এবং বসন্তে সাভালবার্ডে ভিড় করেন পর্যটকেরা। আর্কটিক দ্বীপপুঞ্জের যে জায়গাগুলোতে মানুষের পদচিহ্ন খুব বেশি পড়েনি, সেসব স্থানের টানে ছুটে যায় পর্যটকেরা। বছরের বিশেষ এই সময়ে দ্বীপপুঞ্জটিতে সূর্য অস্ত যায় না। ভ্রমণপিপাসুরা তখন ‘মধ্যরাতের সূর্য’ দেখতে যায়।
তিন শতাব্দীরও বেশি সময় ধরে শিকারের পর অঞ্চলটিতে যখন বেঁচে ছিল মাত্র কয়েকশ সিন্ধুঘোটক, তখনই সাভালবার্ডে এই প্রাণীটিকে সংরক্ষিত বলে ঘোষণা করা হয়। নরওয়েতে প্রাণীটির সংখ্যা বৃদ্ধি পেলেও এখনো বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকাতেই রয়েছে সিন্ধুঘোটক।
পর্যটন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক উদ্বেগের কারণে নরওয়েজীয় সরকার আগামী বছর থেকে বেশ কয়েকটি কঠোর নিয়ম আরোপের ঘোষণা দিয়েছে। এর মধ্যে একটি নিয়ম হচ্ছে—সিন্ধুঘোটকের ১৫০ মিটারের মধ্যে যাওয়া যাবে না।
পাঁচ বছর আগে প্লাস্টিক দূষণ রোধের লক্ষ্যে উচ্চ পর্যায়ের এক জোট গড়ে তুলেছিল বিশ্বের শীর্ষস্থানীয় তেল ও রাসায়নিক কোম্পানিগুলো। কিন্তু নতুন তথ্য বলছে, এই সময়ের মধ্যে কোম্পানিগুলো যে পরিমাণ নতুন প্লাস্টিক উৎপাদন করেছে, তা তাদের অপসারিত বর্জ্যের তুলনায় ১ হাজার গুণ বেশি।
১১ ঘণ্টা আগেঢাকার বাতাসে দূষণের মাত্রা তুলনামূলক কমলেও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বাতাসের মান সূচকে আজ ঢাকা দূষণের মাত্রা ১৮১, অবস্থান ষষ্ঠ। অন্যদিকে দুদিনের ব্যবধানে আবারও পাকিস্তানের লাহোর বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। এরপরে আছে ভারতের রাজধানী দিল্লি। এ ছাড়াও শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে মঙ্গোলিয়া ও ই
১৯ ঘণ্টা আগেভারতের রাজধানী দিল্লি এবং এর সংলগ্ন এলাকাগুলোতে বায়ুদূষণ আজও ভয়াবহ মাত্রায় রয়েছে। আজ বুধবার সকালে শহরের বেশির ভাগ এলাকায় বাতাসের গুণমান সূচক (একিউআই) ৫০০ ছাড়িয়ে গেছে। ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লি শহর, দৃশ্যময়তা কমে যাওয়ার ফলে পরিবহন ব্যবস্থাও বিপর্যস্ত হয়েছে। এর পরে আছে পাকিস্তানের শহর লাহোর...
২ দিন আগেভারতের রাজধানী দিল্লি এবং এর সংলগ্ন এলাকাগুলোতে বায়ুদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। আজ মঙ্গলবার সকালে শহরের বেশির ভাগ এলাকায় বাতাসের গুণমান সূচক (একিউআই) ৫০০ ছাড়িয়ে গেছে। এটি চলতি মরসুমে সর্বোচ্চ এবং ‘অতি ভয়ানক’ পর্যায়ে রয়েছে।
৩ দিন আগে