অনলাইন ডেস্ক
আটলান্টিক মহাসাগরের স্রোতপ্রবাহ বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। একবার বর্তমান স্রোতপ্রবাহ বদলে গেলে তা জলবায়ু পরিবর্তনের ওপর ভয়াবহ প্রভাব ফেলবে এবং এই বিষয়টি মানবজাতির জন্য অশনিসংকেত। বিজ্ঞান বিষয়ক জার্নাল সায়েন্স অ্যাডভান্সে এই বিষয়ক একটি গবেষণা নিবন্ধ বলা হয়েছে।
বিজ্ঞানীরা বলেছেন, যে গতিতে আটলান্টিকের স্রোতপ্রবাহ বিপর্যস্ত হওয়ার দিকে এগিয়ে গিয়েছে তা খুবই ভীতিজনক। তবে বিজ্ঞানীরা এখনো ঠিক করে বলতে পারেননি ঠিক কবে নাগাদ এই স্রোতপ্রবাহ বদলে যাবে। তবে যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগের বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৫ থেকে ২০৯৫ সালের মধ্যে এই স্রোত প্রবাহের পরিবর্তন ঘটতে পারে। তাঁরা বলেছে, এই পরিবর্তনটি অবশ্যম্ভাবী।
বিজ্ঞানীরা একটি নির্দিষ্ট কম্পিউটার মডেল ও অতীতের বিভিন্ন তথ্য-উপাত্ত ব্যবহার করে গবেষকেরা আটলান্টিক মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন (অ্যামক) বদলে যাওয়ার পেছনে একটি প্রাথমিক সতর্কতা সূচক তৈরি করেছেন। মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন মূলত বিশ্বব্যাপী জলবায়ু নিয়ন্ত্রণের একটি মূল উপাদান সমুদ্রস্রোতের একটি বিশাল নেটওয়ার্ককে ইঙ্গিত করে।
বিজ্ঞানীরা দেখেছেন, অ্যামক এরই মধ্যে এমন এক আকস্মিক পরিবর্তনের পথে রয়েছে যা বিগত ১০ বছরের মধ্যেও ঘটেনি। তাঁরা বলছেন, অ্যামকের এই পরিবর্তনের ফলে, বিশ্বের বড় একটি অংশে এর মারাত্মক প্রভাব পড়বে।
অ্যামক মূলত আটলান্টিকের আশপাশের বিভিন্ন উপসাগরের স্রোতপ্রবাহের একটি সম্মিলিত ব্যবস্থা। উপসাগর ছাড়াও আরও অন্যান্য শক্তিশালী স্রোতও এই ব্যবস্থার অংশ। এই স্রোতপ্রবাহ সামুদ্রিক পরিবাহক বেল্ট হিসেবেও কাজ করে। এই স্রোত প্রবাহ পৃথিবীর গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে আর্কটিক সার্কেলের দিকে তাপ, কার্বন ও পুষ্টি উপাদান পরিবহন করে। এই স্রোতপ্রবাহ পৃথিবীর চারপাশে শক্তি বিতরণ করতে সাহায্য করে এবং মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবকে সংশোধন করে।
কিন্তু গ্রিনল্যান্ডের হিমবাহ ও আর্কটিক বরফের স্তর দ্রুত গলে যাওয়ায় সমুদ্রে মিঠা পানির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে দক্ষিণ গোলার্ধ থেকে বয়ে আসা লবণাক্ত উষ্ণ পানিকে এই অঞ্চলের পানির সঙ্গে মিশে যেতে বাধা দেয়। বিজ্ঞানীরা বলছেন, ১৯৫০ সালের পর অ্যামকের প্রবাহ ১৫ শতাংশ কমে গেছে। বিগত এক হাজার বছরের মধ্যে এটি বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে।
আটলান্টিক মহাসাগরের স্রোতপ্রবাহ বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। একবার বর্তমান স্রোতপ্রবাহ বদলে গেলে তা জলবায়ু পরিবর্তনের ওপর ভয়াবহ প্রভাব ফেলবে এবং এই বিষয়টি মানবজাতির জন্য অশনিসংকেত। বিজ্ঞান বিষয়ক জার্নাল সায়েন্স অ্যাডভান্সে এই বিষয়ক একটি গবেষণা নিবন্ধ বলা হয়েছে।
বিজ্ঞানীরা বলেছেন, যে গতিতে আটলান্টিকের স্রোতপ্রবাহ বিপর্যস্ত হওয়ার দিকে এগিয়ে গিয়েছে তা খুবই ভীতিজনক। তবে বিজ্ঞানীরা এখনো ঠিক করে বলতে পারেননি ঠিক কবে নাগাদ এই স্রোতপ্রবাহ বদলে যাবে। তবে যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগের বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৫ থেকে ২০৯৫ সালের মধ্যে এই স্রোত প্রবাহের পরিবর্তন ঘটতে পারে। তাঁরা বলেছে, এই পরিবর্তনটি অবশ্যম্ভাবী।
বিজ্ঞানীরা একটি নির্দিষ্ট কম্পিউটার মডেল ও অতীতের বিভিন্ন তথ্য-উপাত্ত ব্যবহার করে গবেষকেরা আটলান্টিক মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন (অ্যামক) বদলে যাওয়ার পেছনে একটি প্রাথমিক সতর্কতা সূচক তৈরি করেছেন। মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন মূলত বিশ্বব্যাপী জলবায়ু নিয়ন্ত্রণের একটি মূল উপাদান সমুদ্রস্রোতের একটি বিশাল নেটওয়ার্ককে ইঙ্গিত করে।
বিজ্ঞানীরা দেখেছেন, অ্যামক এরই মধ্যে এমন এক আকস্মিক পরিবর্তনের পথে রয়েছে যা বিগত ১০ বছরের মধ্যেও ঘটেনি। তাঁরা বলছেন, অ্যামকের এই পরিবর্তনের ফলে, বিশ্বের বড় একটি অংশে এর মারাত্মক প্রভাব পড়বে।
অ্যামক মূলত আটলান্টিকের আশপাশের বিভিন্ন উপসাগরের স্রোতপ্রবাহের একটি সম্মিলিত ব্যবস্থা। উপসাগর ছাড়াও আরও অন্যান্য শক্তিশালী স্রোতও এই ব্যবস্থার অংশ। এই স্রোতপ্রবাহ সামুদ্রিক পরিবাহক বেল্ট হিসেবেও কাজ করে। এই স্রোত প্রবাহ পৃথিবীর গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে আর্কটিক সার্কেলের দিকে তাপ, কার্বন ও পুষ্টি উপাদান পরিবহন করে। এই স্রোতপ্রবাহ পৃথিবীর চারপাশে শক্তি বিতরণ করতে সাহায্য করে এবং মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবকে সংশোধন করে।
কিন্তু গ্রিনল্যান্ডের হিমবাহ ও আর্কটিক বরফের স্তর দ্রুত গলে যাওয়ায় সমুদ্রে মিঠা পানির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে দক্ষিণ গোলার্ধ থেকে বয়ে আসা লবণাক্ত উষ্ণ পানিকে এই অঞ্চলের পানির সঙ্গে মিশে যেতে বাধা দেয়। বিজ্ঞানীরা বলছেন, ১৯৫০ সালের পর অ্যামকের প্রবাহ ১৫ শতাংশ কমে গেছে। বিগত এক হাজার বছরের মধ্যে এটি বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে।
১৫০০ সালের পর থেকে ১৫০ প্রজাতির পাখি বিলুপ্ত হয়েছে। এ সংখ্যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। একসময় ইউরোপের পরিচিত জলচর পাখি ছিল সরু ঠোঁটের কার্লিউ। শীতকালে এই পাখিগুলো বেশি দেখা যেত আয়ারল্যান্ড ও ফ্রান্সে।
২ দিন আগেসরকারি জমি ও সৈকতের বেলাভূমি দখলের যেন মচ্ছব চলছে কক্সবাজারে। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসনিক শিথিলতার সুযোগে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতারা কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় জায়গা দখলের প্রতিযোগিতায় নেমেছেন। গত তিন থেকে চার মাসে শহরের নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত ১২০ কিলোমিটার সৈকতে...
৩ দিন আগেঢাকার বাতাসে আজ আরও অবনতি ঘটেছে। বাতাসের মান সূচকে শীর্ষ তিনে অবস্থান করছে। আজ ঢাকায় দূষণের মাত্রা ২৯৮, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। আজ দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বসনিয়া হার্জে গোভিনার সারায়ভো শহরে। এ ছাড়া শীর্ষ পাঁচ দেশের...
৩ দিন আগেপ্রবালদ্বীপ সেন্টমার্টিনের অভুক্ত কুকুরের জন্য বিভিন্ন ধরনে খাদ্যপণ্য ও চিকিৎসা সরঞ্জামাদি সহায়তা কার্যক্রম চালাচ্ছে বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ রোববার দুপুরে টেকনাফের শাহপরীরদ্বীপ জেটি ঘাট দিয়ে ঢাকাস্থ সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ নামে সংগঠনের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এসব সহায়তা দেয়।
৪ দিন আগে