অনলাইন ডেস্ক
২০২১ সালে বিশ্বজুড়ে বায়ুদূষণ অস্বাস্থ্যকর মাত্রায় বেড়েছে। আর এই দূষণের মাত্রা বিচারে তালিকার শীর্ষে আছে বাংলাদেশ। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আইকিউএয়ারের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে বিশ্বের ১১৭টি দেশের মধ্যে সবচেয়ে দূষিত বায়ু ছিল বাংলাদেশের। বিশ্বের ৬ হাজার ৪৭৫টি শহরের বায়ুমানের তথ্য বিশ্লেষণ করে এক সমীক্ষায় দেখা গেছে, ২০২১ সালে একটি দেশও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রত্যাশিত বায়ুমান বজায় রাখতে পারেনি।
ডব্লিউএইচও প্রত্যাশিত বায়ুমান নির্দেশিকা অনুযায়ী, বাতাসে পার্টিকুলেট ম্যাটার বা পিএম ২ দশমিক ৫-এর পরিমাণ প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হলেই ওই বাতাসকে আর স্বাস্থ্যকর বলা যাবে না। এ বস্তুকণার অল্প ঘনত্বও স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
আইকিউএয়ারের প্রতিবেদন বলছে, সমীক্ষার ৬ হাজার ৪৭৫টি শহরের মধ্যে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ শহরের বাতাসে ডব্লিউএইচও প্রত্যাশিত বায়ুমান পাওয়া গেছে। আর প্রায় ১০০টি শহরে পিএম ২ দশমিক ৫-এর মাত্রা ছিল ওই গ্রহণযোগ্য মাত্রার ১০ গুণ বেশি।
বাংলাদেশের বাতাসে পিএম ২ দশমিক ৫-এর গড় পরিমাণ ছিল ৭৬ দশমিক ৯ মাইক্রোগ্রাম, সমীক্ষার আওতাধীন ১১৭টি দেশ ও অঞ্চলের মধ্যে যা সর্বোচ্চ। এই হিসাব অনুযায়ী, গত বছর বিশ্বে বাংলাদেশের বাতাস ছিল সবচেয়ে দূষিত।
সাতটি দেশে এই পরিমাণ ছিল ৫০ মাইক্রোগ্রামের বেশি, যার মধ্যে পাকিস্তান তালিকার তৃতীয়, আর তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ভারত।
এদিকে সবচেয়ে দূষিত দেশের পাশাপাশি দূষিত শহর ও রাজধানীর তালিকাও প্রকাশ করেছে আইকিউএয়ার। এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়, যেখানে পিএম ২ দশমিক ৫-এর গড় পরিমাণ ৭৮ দশমিক ১ মাইক্রোগ্রাম। দূষিত রাজধানীর তালিকায় শীর্ষে ভারতের দিল্লি।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালে মধ্য ও দক্ষিণ এশিয়ায় বায়ুর মান সবচেয়ে খারাপ ছিল। বিশ্বের ৫০টি দূষিত শহরের মধ্যে ৪৬টিই এই অঞ্চলের।
আইকিউএয়ার ২০১৮ সাল থেকে বায়ুমান নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে। প্রতিবারই বায়ুদূষণে আক্রান্ত দেশের তালিকার প্রথম দিকেই থাকছে বাংলাদেশ।
২০২১ সালে বিশ্বজুড়ে বায়ুদূষণ অস্বাস্থ্যকর মাত্রায় বেড়েছে। আর এই দূষণের মাত্রা বিচারে তালিকার শীর্ষে আছে বাংলাদেশ। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আইকিউএয়ারের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে বিশ্বের ১১৭টি দেশের মধ্যে সবচেয়ে দূষিত বায়ু ছিল বাংলাদেশের। বিশ্বের ৬ হাজার ৪৭৫টি শহরের বায়ুমানের তথ্য বিশ্লেষণ করে এক সমীক্ষায় দেখা গেছে, ২০২১ সালে একটি দেশও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রত্যাশিত বায়ুমান বজায় রাখতে পারেনি।
ডব্লিউএইচও প্রত্যাশিত বায়ুমান নির্দেশিকা অনুযায়ী, বাতাসে পার্টিকুলেট ম্যাটার বা পিএম ২ দশমিক ৫-এর পরিমাণ প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হলেই ওই বাতাসকে আর স্বাস্থ্যকর বলা যাবে না। এ বস্তুকণার অল্প ঘনত্বও স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
আইকিউএয়ারের প্রতিবেদন বলছে, সমীক্ষার ৬ হাজার ৪৭৫টি শহরের মধ্যে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ শহরের বাতাসে ডব্লিউএইচও প্রত্যাশিত বায়ুমান পাওয়া গেছে। আর প্রায় ১০০টি শহরে পিএম ২ দশমিক ৫-এর মাত্রা ছিল ওই গ্রহণযোগ্য মাত্রার ১০ গুণ বেশি।
বাংলাদেশের বাতাসে পিএম ২ দশমিক ৫-এর গড় পরিমাণ ছিল ৭৬ দশমিক ৯ মাইক্রোগ্রাম, সমীক্ষার আওতাধীন ১১৭টি দেশ ও অঞ্চলের মধ্যে যা সর্বোচ্চ। এই হিসাব অনুযায়ী, গত বছর বিশ্বে বাংলাদেশের বাতাস ছিল সবচেয়ে দূষিত।
সাতটি দেশে এই পরিমাণ ছিল ৫০ মাইক্রোগ্রামের বেশি, যার মধ্যে পাকিস্তান তালিকার তৃতীয়, আর তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ভারত।
এদিকে সবচেয়ে দূষিত দেশের পাশাপাশি দূষিত শহর ও রাজধানীর তালিকাও প্রকাশ করেছে আইকিউএয়ার। এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়, যেখানে পিএম ২ দশমিক ৫-এর গড় পরিমাণ ৭৮ দশমিক ১ মাইক্রোগ্রাম। দূষিত রাজধানীর তালিকায় শীর্ষে ভারতের দিল্লি।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালে মধ্য ও দক্ষিণ এশিয়ায় বায়ুর মান সবচেয়ে খারাপ ছিল। বিশ্বের ৫০টি দূষিত শহরের মধ্যে ৪৬টিই এই অঞ্চলের।
আইকিউএয়ার ২০১৮ সাল থেকে বায়ুমান নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে। প্রতিবারই বায়ুদূষণে আক্রান্ত দেশের তালিকার প্রথম দিকেই থাকছে বাংলাদেশ।
নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে গৃহীত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়
১৬ ঘণ্টা আগেসন্তানের বড় শিক্ষক তার মা। সন্তানের ছোটবেলায় লেখাপড়ার হাতেখড়ি হয় মায়ের কাছে। শুধু লেখাপড়া নয়, আদবকায়দা, সামাজিক রীতিনীতি, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ—সবকিছু শিক্ষায় রয়েছে মায়ের অনেক বড় প্রভাব।
২১ ঘণ্টা আগেপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি উন্নত দেশগুলোকে তাঁদের জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়েছেন
২ দিন আগেআমাদের দেশে সাপ খুব পরিচিত প্রাণী। সাপ দেখলে, এমনকি নাম শুনলে আঁতকে ওঠেন এমন মানুষেরও অভাব নেই। বিশ্বের বেশির ভাগ দেশ বা অঞ্চলেই সাপের দেখা পাওয়া খুব সাধারণ ঘটনা। এই সরীসৃপটির পৃথিবীতে বাসও অন্তত ১৫ কোটি বছর ধরে। এখন যদি শোনেন বিশ্বে এমন কিছু এলাকা আছে যেখানে সাপ নেই, নিশ্চয় চমকে উঠবেন! তবে ঘটনা কিন
২ দিন আগে