এবার ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

অনলাইন ডেস্ক    
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১২: ২০
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৯: ০৯
Thumbnail image
ফাইল ছবি

গত দুই দিনে টানা ঘন কুয়াশা ও তীব্র শীতের পর গতকাল শনিবার থেকে দেশের অধিকাংশ অঞ্চলে রোদের দেখা মিলেছে। প্রচণ্ড দুর্ভোগ কাটিয়ে খানিকটা স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। আজ এবং আগামীকাল তাপমাত্রা সামান্য বাড়লেও পরদিন দেশের তিন বিভাগে শীতের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার সকালে প্রকাশিত আবহাওয়া পূর্বাভাস বার্তায় বলা হয়েছে—উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এই সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। দেশের পূর্ব বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

আগামীকাল সকালেও প্রায় একই আবহাওয়া বিরাজ করতে পারে। তবে পরদিন মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে—এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সেই সঙ্গে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায়ও তাপমাত্রা কমত পারে বলে পূর্বাভাস রয়েছে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত