আগামী ২ দিন কমবে শীতের প্রকোপ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ২১: ৩৩
Thumbnail image

পৌষের শেষ সপ্তাহ চলছে। দেশের বিভিন্ন প্রান্তে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর মধ্যে দুই দিনের জন্য তাপমাত্রা বাড়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে আগামীকাল শনিবার ও রোববার শীতের প্রকোপ কিছুটা কমবে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার সারা দেশে তাপমাত্রা সামান্য বেড়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘১৪-১৫ জানুয়ারি সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়বে। এতে শীত কম অনুভূত হবে। যেসব জেলায় শৈত্যপ্রবাহ চলছে, তা প্রশমিত হতে পারে। ১৬ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা কমতে পারে।’

আজ দেশের ২৭ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলাসহ রাজশাহী এবং রংপুর বিভাগের ওপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে। দিনের তাপমাত্রাও বাড়বে সামান্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত