তিন জেলায় তাপপ্রবাহ চলবে, ঢাকা ও খুলনায় বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০০: ৩১

দেশের বিশেষ করে সমুদ্র উপকূলে তাপমাত্রা বাড়ছে। শনিবার (১৬ মার্চ) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে—৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাঙামাটিতেও তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি, আর চট্টগ্রামে ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই তিন জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এটা কালবৈশাখী ঝড়ের সময়। মার্চ–এপ্রিল–মে এই তিন মাস এমন ঝড় হতে পারে। আগামী দুই দিন তাপমাত্রা একটু বাড়বে। এরপর আবার কমে আসবে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

রোববার (১৭ মার্চ) ঢাকা ও খুলনা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত