কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৪, ১৫: ১৮
Thumbnail image

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে একটি চার ফুট লম্বা ইরাবতী ডলফিনের বাচ্চা। এর মাথা ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটার জিরো পয়েন্টের পশ্চিম পাশে ডলফিনটি দেখতে পায় একজন ট্যুর গাইড। 

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সদস্য আ. জলিল বলেন, ‘জোয়ার শেষে সৈকতে যাওয়ার পথে ডলফিনটি এখানে পড়ে থাকতে দেখি। ডলফিনটির শরীরের ওপরের চামড়া ওঠানো। পরে ডলফিন রক্ষা কমিটিকে খবর দিলে তারা এসে উপস্থিত হয়।’ 

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটি মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছে। এই উপকূলীয় এলাকায় আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, যাতে মৃত্যুর সঠিক কারণ বের করা হয়।’ 

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাক্টিভিটি বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এই ডলফিনের বাচ্চাটির মাথার কাছে স্পষ্ট একটি আঘাতের চিহ্ন রয়েছে। সেখান থেকে রক্তক্ষরণের কারণেই এটির মৃত্যু হতে পারে। আমরা এগুলো নিয়ে গবেষণা চালাচ্ছি, কেন প্রতিবছর এমন পরিবেশ তৈরি হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত