Ajker Patrika

‘কোহর দরিয়া থেকে নর্দমায় পরিণত হয়েছে তুরাগ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২২, ২২: ৫৩
‘কোহর দরিয়া থেকে নর্দমায় পরিণত হয়েছে তুরাগ’

তুরাগ এখন নদী নেই, এটা দখলে দূষণে এখন নর্দমায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক ও ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়ক শরীফ জামিল। তিনি বলেন, ‘দিনে দিনে তুরাগ নদীর অবস্থা খারাপ হচ্ছে। আগে এটা ছিল কোহর দরিয়া, পরে হয়েছে তুরাগ নদী। এখন দখলে দূষণে এটা নর্দমায় পরিণত হয়েছে।’

আজ শনিবার তুরাগ নদীর দখল, দূষণ প্রতিকার বিষয়ক কমিউনিটি সভায় শরীফ জামিল এসব কথা বলেন। ওয়াটার কিপার্স বাংলাদেশের আয়োজনে ঢাকার আমিনবাজার সংলগ্ন উত্তরা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

শরীফ জামিল বলেন, ‘তুরাগকে দূষণের হাত থেকে রক্ষা করতে হলে তুরাগের উজানে যেসব সংযুক্ত নদী ও খাল আছে, সেগুলোকে বাঁচাতে হবে। এখানে পোশাক শিল্পের বর্জ্য রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ট্যানারির বর্জ্য। তুরাগ দূষণের কারণে পাড়ের মানুষের জীবনে মানবিক বিপর্যয় তৈরি হচ্ছে। কাজেই এখন নদী দূষণ শুধু ঢাকার নগরকেন্দ্রিক নেই। ঢাকার চারপাশের মানুষের জীবনে এর প্রভাব পড়ছে।’ 

 তুরাগ নদীর দখল, দূষণ প্রতিকার বিষয়ক কমিউনিটি সভা। ছবি: আজকের পত্রিকাকমিউনিটি সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. রকিব আহম্মেদ বলেন, ‘এই আমিনবাজার ইউনিয়নের যত খাল বিল আছে সেগুলোকে দখলমুক্ত করতে হবে। এই তুরাগ নদীকে দূষণ মুক্ত করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ জন্য এ সবাইকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।’ 

রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, ‘উচ্চ আদালতের রায়ে তুরাগকে জীবন্ত সত্তা ঘোষণা করা হয়েছে। এখন এই মৃতপ্রায় নদীকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। এর জন্য অবশ্যই নদীর পাড়ের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে।’ 

অনুষ্ঠানে তুরাগ নদী রক্ষায় ‘তুরাগ নদী মোর্চা’ ঘোষণা করা হয়। এতে কাউন্দিয়ার চেয়ারম্যান সাইফুল আলম খানকে উপদেষ্টা, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহম্মেদকে সভাপতি, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডলকে সহ-সভাপতি হয়। জিয়াউর রহমানকে করা হয় ‘তুরাগ নদী মোর্চা’র সাধারণ সম্পাদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত