অনলাইন ডেস্ক
অতি উচ্চ তাপমাত্রার প্রভাবে রেকর্ড খরার কারণে চরম ক্ষতির সম্মুখীন আর্জেন্টিনার কৃষি খাত। আর এ জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিজ্ঞানীরা। গতকাল বৃহস্পতিবার এক গবেষণা প্রতিবেদনে এমনটা জানিয়েছে গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ)।
গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা বলেন, বিশ্লেষণে দেখা গেছে জলবায়ু পরিবর্তন সরাসরি বৃষ্টিপাত হ্রাস না করলেও উচ্চ তাপমাত্রায় প্রভাব ফেলে। যা খরার প্রভাবকে আরও বাড়িয়ে তোলে। আর জলবায়ু পরিবর্তনের এমন বিরূপ প্রভাবে গত বছর থেকে দক্ষিণ আমেরিকার দেশটিতে পানি সংকট দেখা দিয়েছে। ফলে কৃষি খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
সয়াবিন তেল ও সয়া খাদ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। এ ছাড়া ভুট্টা উৎপাদনে ৩ নম্বরে রয়েছে দেশটি। গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জলবায়ু পরিবর্তন আর্জেন্টিনার সয়া, ভুট্টা এবং গম খেতকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করছে। খরার কবলে পড়েছে এর প্রতিবেশী দেশ উরুগুয়েও।
ডব্লিউডব্লিউএ’র বিজ্ঞানীরা বলছেন, উচ্চ তাপমাত্রা বিশ্ব উষ্ণায়নেরই ফসল। আর জলবায়ু পরিবর্তনের কারণেই দক্ষিণ আমেরিকার এ অঞ্চলটি তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে।
গত সপ্তাহেই আর্জেন্টিনার বেশির ভাগ কৃষি এলাকা নতুন দাবদাহের শিকার হয় যা বেশ কয়েক দিন স্থায়ী ছিল এবং বৃষ্টিপাতও আশঙ্কাজনক হারে কমে যায়। জানুয়ারির শেষ দিকে এবং ফেব্রুয়ারিতে এসব অঞ্চলে তীব্রভাবে পানির সংকট দেখা দেয়।
ডব্লিউডব্লিউএ বলছে, ২০২২ সালের শেষ দিকে এই অঞ্চলে উচ্চ তাপমাত্রার জন্যও দায়ী জলবায়ু পরিবর্তন। আর এর প্রভাবেই পানির সহজলভ্যতা হ্রাস এবং খরা বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয় গবেষণা প্রতিবেদনে। তবে এই প্রভাব ঠিক কতটা তা পরিমাপ করতে পারেননি বিজ্ঞানীরা।
অতি উচ্চ তাপমাত্রার প্রভাবে রেকর্ড খরার কারণে চরম ক্ষতির সম্মুখীন আর্জেন্টিনার কৃষি খাত। আর এ জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিজ্ঞানীরা। গতকাল বৃহস্পতিবার এক গবেষণা প্রতিবেদনে এমনটা জানিয়েছে গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ)।
গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা বলেন, বিশ্লেষণে দেখা গেছে জলবায়ু পরিবর্তন সরাসরি বৃষ্টিপাত হ্রাস না করলেও উচ্চ তাপমাত্রায় প্রভাব ফেলে। যা খরার প্রভাবকে আরও বাড়িয়ে তোলে। আর জলবায়ু পরিবর্তনের এমন বিরূপ প্রভাবে গত বছর থেকে দক্ষিণ আমেরিকার দেশটিতে পানি সংকট দেখা দিয়েছে। ফলে কৃষি খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
সয়াবিন তেল ও সয়া খাদ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। এ ছাড়া ভুট্টা উৎপাদনে ৩ নম্বরে রয়েছে দেশটি। গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জলবায়ু পরিবর্তন আর্জেন্টিনার সয়া, ভুট্টা এবং গম খেতকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করছে। খরার কবলে পড়েছে এর প্রতিবেশী দেশ উরুগুয়েও।
ডব্লিউডব্লিউএ’র বিজ্ঞানীরা বলছেন, উচ্চ তাপমাত্রা বিশ্ব উষ্ণায়নেরই ফসল। আর জলবায়ু পরিবর্তনের কারণেই দক্ষিণ আমেরিকার এ অঞ্চলটি তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে।
গত সপ্তাহেই আর্জেন্টিনার বেশির ভাগ কৃষি এলাকা নতুন দাবদাহের শিকার হয় যা বেশ কয়েক দিন স্থায়ী ছিল এবং বৃষ্টিপাতও আশঙ্কাজনক হারে কমে যায়। জানুয়ারির শেষ দিকে এবং ফেব্রুয়ারিতে এসব অঞ্চলে তীব্রভাবে পানির সংকট দেখা দেয়।
ডব্লিউডব্লিউএ বলছে, ২০২২ সালের শেষ দিকে এই অঞ্চলে উচ্চ তাপমাত্রার জন্যও দায়ী জলবায়ু পরিবর্তন। আর এর প্রভাবেই পানির সহজলভ্যতা হ্রাস এবং খরা বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয় গবেষণা প্রতিবেদনে। তবে এই প্রভাব ঠিক কতটা তা পরিমাপ করতে পারেননি বিজ্ঞানীরা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ বন্য প্রাণী ও উদ্ভিদ প্রজাতি আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ কনভেনশন, সাইটিস, অনুযায়ী বন্যপ্রাণী সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিবদ্ধ। দেশটি সাইটিসের অনুশাসন মেনে প্রজাতি সংরক্ষণ ও বন্যপ্রাণী বাণিজ্য রোধে
১০ ঘণ্টা আগেনিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে গৃহীত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়
১ দিন আগেসন্তানের বড় শিক্ষক তার মা। সন্তানের ছোটবেলায় লেখাপড়ার হাতেখড়ি হয় মায়ের কাছে। শুধু লেখাপড়া নয়, আদবকায়দা, সামাজিক রীতিনীতি, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ—সবকিছু শিক্ষায় রয়েছে মায়ের অনেক বড় প্রভাব।
২ দিন আগেপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি উন্নত দেশগুলোকে তাঁদের জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়েছেন
২ দিন আগে