ফিচার ডেস্ক
আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। এ বছরের তীব্র শীত, ক্রমবর্ধমান উষ্ণ প্রবাহ, ঘূর্ণিঝড় ইত্যাদিই বলছে পৃথিবীর উষ্ণায়ন আর প্রাকৃতিক বিপর্যয়ের কথা। এই বিষয়গুলোর কথা বিবেচনায় রেখে এবং বৃক্ষরোপনকে আরও উৎসাহিত করার লক্ষ্য়ে চলতি বছর পরিবেশ দিবসে প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) ও রাজধানীর কড়াইল বস্তিতে অবস্থিত শহীদ রুমী পাঠাগার বৃক্ষরোপনের একটি যৌথ উদ্য়োগ নিয়েছে। যেহেতু কড়াইলে বলতে গেলে কোনো গাছ নেই, ঘনবসতি রয়েছে তাই এখানে গরমও অনেক বেশি। পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগানোর জন্য পরীক্ষামূলকভাবে বেছে নেওয়া হয়েছে কড়াইল বস্তির কয়েকটি বিশেষ জায়গাকে।
‘একটি মানুষ, একটি বৃক্ষ’ এই স্লোগানকে সামনে রেখে পরীক্ষামূলকভাবে ৫০টি আম্রপালি গাছের চারা দেওয়া হয় কড়াইল বস্তির স্থানীয়দের মধ্য়ে। ৫০টি গাছের যত্ন নেবে স্থানীয় শহীদ রুমী পাঠাগারের সদস্যরা।
কড়াইলে মাটি ও স্থানাভাবের কারণে গাছগুলো কলম করে টবে লাগানো হবে। শহীদ রুমী পাঠাগারের সদস্যরা করে ৫০ জনকে বাছাই করেছেন যাঁরা নিজেরাই গাছগুলোর যত্ন করবেন, নিজেরাই ফল খাবেন। বর্তমানে আমাদের দেশে বৃক্ষরোপণ হয় ঠিকই কিন্তু গাছটি শেষ পর্যন্ত বেঁচে থাকলো কিনা তত্ত্বাবধান কম হয়। সেই চিন্তা মাথায় রেখে ঠিক ছয় মাস পরে আবার দেখা হবে এই বারের কার্যক্রমের আওতায় কয়টা গাছ বাঁচল। নিয়মিত তত্ত্বাবধান করবেন পাঠাগারের সদস্যবৃন্দ।
পাঠাগারের এক দশক পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন করা হয়। আয়োজনের অংশ হিসেবে আলোচনা সভা ও ফলজ গাছ বিতরণ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি বাস্তবায়নে বিশেষ ভুমিকা পালন করে পাঠাগারের সদস্য মোঃ হাসান, আসমা আক্তার ও শহিদুল ইসলাম সৌরভ, ইব্রাহিম তালুকদার প্রমুখ। বৃক্ষরোপনের জন্য গাছ, মাটি, টব ইত্যাদি সরঞ্জামের ব্যবস্থাপনায় ছিল প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি)।
উল্লেখ্য, সমাজকল্যাণ অধিদপ্তরের অধীনে নিবন্ধিত এই সংগঠন কড়াইল বস্তিতে 'মমতাময় কড়াইল' নামে নিরাময় অযোগ্য জীবন সীমিত রোগে আক্রান্ত মানুষদের চিকিৎসা সেবা দেবার পাশাপাশি, প্রয়োজনীয় ওষুধ, ফুড প্যাক ইত্যাদি দিয়ে বহির্বিভাগ এবং হোম কেয়ার স্বাস্থ্যসেবা দেয়। এছাড়াও টবের গাছের জন্য কীভাবে জৈব সার প্রস্তুত করা যায় এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা যায় সেই নিয়ে বিগত ২জুন একটি আলোচনা বৈঠকে ট্রেনিং দেন বেসরকারি সামাজিক সংগঠন গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে হাবিব আরা মেরি।
আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। এ বছরের তীব্র শীত, ক্রমবর্ধমান উষ্ণ প্রবাহ, ঘূর্ণিঝড় ইত্যাদিই বলছে পৃথিবীর উষ্ণায়ন আর প্রাকৃতিক বিপর্যয়ের কথা। এই বিষয়গুলোর কথা বিবেচনায় রেখে এবং বৃক্ষরোপনকে আরও উৎসাহিত করার লক্ষ্য়ে চলতি বছর পরিবেশ দিবসে প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) ও রাজধানীর কড়াইল বস্তিতে অবস্থিত শহীদ রুমী পাঠাগার বৃক্ষরোপনের একটি যৌথ উদ্য়োগ নিয়েছে। যেহেতু কড়াইলে বলতে গেলে কোনো গাছ নেই, ঘনবসতি রয়েছে তাই এখানে গরমও অনেক বেশি। পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগানোর জন্য পরীক্ষামূলকভাবে বেছে নেওয়া হয়েছে কড়াইল বস্তির কয়েকটি বিশেষ জায়গাকে।
‘একটি মানুষ, একটি বৃক্ষ’ এই স্লোগানকে সামনে রেখে পরীক্ষামূলকভাবে ৫০টি আম্রপালি গাছের চারা দেওয়া হয় কড়াইল বস্তির স্থানীয়দের মধ্য়ে। ৫০টি গাছের যত্ন নেবে স্থানীয় শহীদ রুমী পাঠাগারের সদস্যরা।
কড়াইলে মাটি ও স্থানাভাবের কারণে গাছগুলো কলম করে টবে লাগানো হবে। শহীদ রুমী পাঠাগারের সদস্যরা করে ৫০ জনকে বাছাই করেছেন যাঁরা নিজেরাই গাছগুলোর যত্ন করবেন, নিজেরাই ফল খাবেন। বর্তমানে আমাদের দেশে বৃক্ষরোপণ হয় ঠিকই কিন্তু গাছটি শেষ পর্যন্ত বেঁচে থাকলো কিনা তত্ত্বাবধান কম হয়। সেই চিন্তা মাথায় রেখে ঠিক ছয় মাস পরে আবার দেখা হবে এই বারের কার্যক্রমের আওতায় কয়টা গাছ বাঁচল। নিয়মিত তত্ত্বাবধান করবেন পাঠাগারের সদস্যবৃন্দ।
পাঠাগারের এক দশক পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন করা হয়। আয়োজনের অংশ হিসেবে আলোচনা সভা ও ফলজ গাছ বিতরণ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি বাস্তবায়নে বিশেষ ভুমিকা পালন করে পাঠাগারের সদস্য মোঃ হাসান, আসমা আক্তার ও শহিদুল ইসলাম সৌরভ, ইব্রাহিম তালুকদার প্রমুখ। বৃক্ষরোপনের জন্য গাছ, মাটি, টব ইত্যাদি সরঞ্জামের ব্যবস্থাপনায় ছিল প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি)।
উল্লেখ্য, সমাজকল্যাণ অধিদপ্তরের অধীনে নিবন্ধিত এই সংগঠন কড়াইল বস্তিতে 'মমতাময় কড়াইল' নামে নিরাময় অযোগ্য জীবন সীমিত রোগে আক্রান্ত মানুষদের চিকিৎসা সেবা দেবার পাশাপাশি, প্রয়োজনীয় ওষুধ, ফুড প্যাক ইত্যাদি দিয়ে বহির্বিভাগ এবং হোম কেয়ার স্বাস্থ্যসেবা দেয়। এছাড়াও টবের গাছের জন্য কীভাবে জৈব সার প্রস্তুত করা যায় এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা যায় সেই নিয়ে বিগত ২জুন একটি আলোচনা বৈঠকে ট্রেনিং দেন বেসরকারি সামাজিক সংগঠন গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে হাবিব আরা মেরি।
পাঁচ বছর আগে প্লাস্টিক দূষণ রোধের লক্ষ্যে উচ্চ পর্যায়ের এক জোট গড়ে তুলেছিল বিশ্বের শীর্ষস্থানীয় তেল ও রাসায়নিক কোম্পানিগুলো। কিন্তু নতুন তথ্য বলছে, এই সময়ের মধ্যে কোম্পানিগুলো যে পরিমাণ নতুন প্লাস্টিক উৎপাদন করেছে, তা তাদের অপসারিত বর্জ্যের তুলনায় ১ হাজার গুণ বেশি।
১১ ঘণ্টা আগেঢাকার বাতাসে দূষণের মাত্রা তুলনামূলক কমলেও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বাতাসের মান সূচকে আজ ঢাকা দূষণের মাত্রা ১৮১, অবস্থান ষষ্ঠ। অন্যদিকে দুদিনের ব্যবধানে আবারও পাকিস্তানের লাহোর বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। এরপরে আছে ভারতের রাজধানী দিল্লি। এ ছাড়াও শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে মঙ্গোলিয়া ও ই
২০ ঘণ্টা আগেভারতের রাজধানী দিল্লি এবং এর সংলগ্ন এলাকাগুলোতে বায়ুদূষণ আজও ভয়াবহ মাত্রায় রয়েছে। আজ বুধবার সকালে শহরের বেশির ভাগ এলাকায় বাতাসের গুণমান সূচক (একিউআই) ৫০০ ছাড়িয়ে গেছে। ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লি শহর, দৃশ্যময়তা কমে যাওয়ার ফলে পরিবহন ব্যবস্থাও বিপর্যস্ত হয়েছে। এর পরে আছে পাকিস্তানের শহর লাহোর...
২ দিন আগেভারতের রাজধানী দিল্লি এবং এর সংলগ্ন এলাকাগুলোতে বায়ুদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। আজ মঙ্গলবার সকালে শহরের বেশির ভাগ এলাকায় বাতাসের গুণমান সূচক (একিউআই) ৫০০ ছাড়িয়ে গেছে। এটি চলতি মরসুমে সর্বোচ্চ এবং ‘অতি ভয়ানক’ পর্যায়ে রয়েছে।
৩ দিন আগে