অনলাইন ডেস্ক
পুরো দেশ উত্তপ্ত। প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ। এর মধ্যে গ্রামাঞ্চলগুলোতে দফায় দফায় লোডশেডিং। সব মিলিয়ে শুধু মানুষ নয়, পশুপাখিদের অবস্থাও সঙ্গিন। এ বছর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়—৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার এ তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে আজ রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কম। চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই দুই জেলায় তাপমাত্রা উঠেছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
টানা ১৫ দিনের মতো চুয়াডাঙ্গা জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আর আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আমাদের দেশের মানুষের এমন তাপমাত্রার সঙ্গে খাপ খাওয়ার অভিজ্ঞতা খুব কম। কিন্তু বিশ্বের অনেক দেশ রয়েছে তীব্র তাপপ্রবাহ যাদের নিত্যসঙ্গী। তীব্র তাপ তাদের আবহাওয়ার সাধারণ বৈশিষ্ট্য।
চলুন জেনে নেওয়া যাক আজকে (১৬ এপ্রিল) বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রার শহরগুলো:
সেনেগালের মাতাম শহর: সেনেগাল বিশ্বের সবচেয়ে উত্তপ্ত দেশের তালিকার প্রথম দিকেই রয়েছে। আজ দেশটির বেশ কয়েকটি শহরে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এর মধ্যে মাতাম শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৪৫ দশমিক ৭ ডিগ্রি। শুধু এই শহরে নয়, দেশটির দুরবেল শহরে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি, লিংগুরি শহরে ৪৪ দশমিক ৫ এবং তামবাকুন্ডায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
মালির কায়েস শহর: পরিবেশ ও আবহাওয়া-বিষয়ক বৈশ্বিক সংস্থা ওয়ার্ল্ড অ্যাটলাসের তথ্য অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উত্তপ্ত দেশের তকমা ধরে রেখেছে মালি। উত্তর পশ্চিম আফ্রিকার এই দেশটিতে প্রায়ই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। আজ এই দেশের কায়েস শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশটির কেনিবা শহরে তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, স্যান শহরে ছিল ৪৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ভারতের গৌরপুর, হামিরপুর ও ঝাঁসি: পার্শ্ববর্তী দেশ ভারতের কয়েকটি শহরের তাপমাত্রা আজকের দিনে সর্বোচ্চের তালিকায় জায়গা করে নিয়েছে। এলাহাবাদ-গৌরপুর অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। হামিরপুর এবং ঝাঁসিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
আরও খবর পড়ুন:
পুরো দেশ উত্তপ্ত। প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ। এর মধ্যে গ্রামাঞ্চলগুলোতে দফায় দফায় লোডশেডিং। সব মিলিয়ে শুধু মানুষ নয়, পশুপাখিদের অবস্থাও সঙ্গিন। এ বছর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়—৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার এ তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে আজ রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কম। চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই দুই জেলায় তাপমাত্রা উঠেছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
টানা ১৫ দিনের মতো চুয়াডাঙ্গা জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আর আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আমাদের দেশের মানুষের এমন তাপমাত্রার সঙ্গে খাপ খাওয়ার অভিজ্ঞতা খুব কম। কিন্তু বিশ্বের অনেক দেশ রয়েছে তীব্র তাপপ্রবাহ যাদের নিত্যসঙ্গী। তীব্র তাপ তাদের আবহাওয়ার সাধারণ বৈশিষ্ট্য।
চলুন জেনে নেওয়া যাক আজকে (১৬ এপ্রিল) বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রার শহরগুলো:
সেনেগালের মাতাম শহর: সেনেগাল বিশ্বের সবচেয়ে উত্তপ্ত দেশের তালিকার প্রথম দিকেই রয়েছে। আজ দেশটির বেশ কয়েকটি শহরে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এর মধ্যে মাতাম শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৪৫ দশমিক ৭ ডিগ্রি। শুধু এই শহরে নয়, দেশটির দুরবেল শহরে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি, লিংগুরি শহরে ৪৪ দশমিক ৫ এবং তামবাকুন্ডায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
মালির কায়েস শহর: পরিবেশ ও আবহাওয়া-বিষয়ক বৈশ্বিক সংস্থা ওয়ার্ল্ড অ্যাটলাসের তথ্য অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উত্তপ্ত দেশের তকমা ধরে রেখেছে মালি। উত্তর পশ্চিম আফ্রিকার এই দেশটিতে প্রায়ই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। আজ এই দেশের কায়েস শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশটির কেনিবা শহরে তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, স্যান শহরে ছিল ৪৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ভারতের গৌরপুর, হামিরপুর ও ঝাঁসি: পার্শ্ববর্তী দেশ ভারতের কয়েকটি শহরের তাপমাত্রা আজকের দিনে সর্বোচ্চের তালিকায় জায়গা করে নিয়েছে। এলাহাবাদ-গৌরপুর অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। হামিরপুর এবং ঝাঁসিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
আরও খবর পড়ুন:
সরকারি জমি ও সৈকতের বেলাভূমি দখলের যেন মচ্ছব চলছে কক্সবাজারে। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসনিক শিথিলতার সুযোগে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতারা কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় জায়গা দখলের প্রতিযোগিতায় নেমেছেন। গত তিন থেকে চার মাসে শহরের নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত ১২০ কিলোমিটার সৈকতে...
৬ ঘণ্টা আগেঢাকার বাতাসে আজ আরও অবনতি ঘটেছে। বাতাসের মান সূচকে শীর্ষ তিনে অবস্থান করছে। আজ ঢাকায় দূষণের মাত্রা ২৯৮, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। আজ দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বসনিয়া হার্জে গোভিনার সারায়ভো শহরে। এ ছাড়া শীর্ষ পাঁচ দেশের...
৬ ঘণ্টা আগেপ্রবালদ্বীপ সেন্টমার্টিনের অভুক্ত কুকুরের জন্য বিভিন্ন ধরনে খাদ্যপণ্য ও চিকিৎসা সরঞ্জামাদি সহায়তা কার্যক্রম চালাচ্ছে বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ রোববার দুপুরে টেকনাফের শাহপরীরদ্বীপ জেটি ঘাট দিয়ে ঢাকাস্থ সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ নামে সংগঠনের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এসব সহায়তা দেয়।
১৭ ঘণ্টা আগেগত দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবারও একই তাপমাত্রা রেকর্ড করা হয়।
১৯ ঘণ্টা আগে