বায়ুদূষণে ঝুঁকিপূর্ণ অবস্থায় আজ লাহোর-দিল্লি, ঢাকা পঞ্চমে

অনলাইন ডেস্ক
Thumbnail image
ফাইল ছবি

বায়ুদূষণের তালিকায় আজ রাজধানী ঢাকা পঞ্চম অবস্থানে। দুর্যোগপূর্ণ অবস্থা নিয়ে দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে ভারত ও চায়না। রোববার সকাল ৬টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের দূষণ স্কোর ৫৮১। বায়ুদূষণের পরিমাপক অনুযায়ী স্কোর ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ পরিবেশ বলে বিবেচিত হয়। সেই হিসাবে এই শহরের বাতাস দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরের দূষণ স্কোর ৪১৪, অর্থাৎ সেখানকার বাতাসও দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে চিনের উহান শহর। আজ সকালে এর দূষণ স্কোর ১৮৬। পরিমাপক অনুযায়ী স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। সেই হিসাবে এই শহরের বায়ু অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। ১৭৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা বাগদাদ শহর।

ঢাকার বায়ুদূষণ স্কোর ১৭৮। সেই অনুযায়ী এই শহরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

মূলত বায়ুদূষণ পরিমাপে স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

পরিবেশ, বায়ু, বায়ুদূষণ, পরিমাপক, ভারত পাকিস্তান, পর্যবেক্ষণ, আইকিউএয়ার, তালিকা, ইনডেক্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত