নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকাসহ দেশের চারটি বিভাগে দুই দিন ধরে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে শৈত্যপ্রবাহ চলছে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগসহ দক্ষিণের খুলনা এবং বরিশালে। আবহাওয়াবিদেরা বলছেন, আজ রবি ও আগামীকাল সোমবারও এই চার বিভাগে ঠান্ডা থাকবে। তবে সপ্তাহ শেষে কমবে শীতের প্রকোপ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজো দেশের উত্তরে ঠান্ডা থাকবে। তবে রাজধানীসহ ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগে শীত কিছুটা কমে আসবে। ৩০ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ২ তারিখ পর্যন্ত দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীতের প্রকোপ এখনকার মতো আর থাকবে না।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাজশাহী ও রংপুর বিভাগে আজ রাতেও তাপমাত্রা কম থাকবে। তবে এরপর বাড়বে। চলতি সপ্তাহ শেষে সারা দেশেই তাপমাত্রা একটু একটু করে বাড়বে। শীতের এত প্রকোপ থাকবে না।
শীতে কাঁপছে উত্তরের ১৬ জেলা
গতকালও রংপুর বিভাগের আট জেলাতেই তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে, যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত। রংপুর ছাড়াও রাজশাহীর আট জেলায়ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। এর মধ্যে রাজশাহী জেলা ও বদলগাছী উপজেলায় তাপমাত্রা ৭-এর ঘরে যা মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
গতকাল রাজশাহীর তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এটিই চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে শুক্রবার সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও এক দিন পর তা মাঝারি শৈত্যপ্রবাহে পরিণত হয়। টানা শৈত্যপ্রবাহের মধ্যে রয়েছে কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা।
গতকাল সকাল ৯টায় দিনাজপুর এবং কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। শীতের সকালে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল আর নিম্নআয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
কুড়িগ্রামের চিলমারীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় মাধ্যমিক ও প্রাথমিক, মাদ্রাসাপর্যায়ের ১৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
এদিকে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়ায়ও চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ঢাকা বিভাগের গোপালগঞ্জ ও নিকলীতেও চলছে মৃদু শৈত্যপ্রবাহ।
ঢাকাসহ দেশের চারটি বিভাগে দুই দিন ধরে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে শৈত্যপ্রবাহ চলছে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগসহ দক্ষিণের খুলনা এবং বরিশালে। আবহাওয়াবিদেরা বলছেন, আজ রবি ও আগামীকাল সোমবারও এই চার বিভাগে ঠান্ডা থাকবে। তবে সপ্তাহ শেষে কমবে শীতের প্রকোপ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজো দেশের উত্তরে ঠান্ডা থাকবে। তবে রাজধানীসহ ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগে শীত কিছুটা কমে আসবে। ৩০ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ২ তারিখ পর্যন্ত দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীতের প্রকোপ এখনকার মতো আর থাকবে না।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাজশাহী ও রংপুর বিভাগে আজ রাতেও তাপমাত্রা কম থাকবে। তবে এরপর বাড়বে। চলতি সপ্তাহ শেষে সারা দেশেই তাপমাত্রা একটু একটু করে বাড়বে। শীতের এত প্রকোপ থাকবে না।
শীতে কাঁপছে উত্তরের ১৬ জেলা
গতকালও রংপুর বিভাগের আট জেলাতেই তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে, যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত। রংপুর ছাড়াও রাজশাহীর আট জেলায়ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। এর মধ্যে রাজশাহী জেলা ও বদলগাছী উপজেলায় তাপমাত্রা ৭-এর ঘরে যা মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
গতকাল রাজশাহীর তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এটিই চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে শুক্রবার সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও এক দিন পর তা মাঝারি শৈত্যপ্রবাহে পরিণত হয়। টানা শৈত্যপ্রবাহের মধ্যে রয়েছে কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা।
গতকাল সকাল ৯টায় দিনাজপুর এবং কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। শীতের সকালে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল আর নিম্নআয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
কুড়িগ্রামের চিলমারীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় মাধ্যমিক ও প্রাথমিক, মাদ্রাসাপর্যায়ের ১৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
এদিকে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়ায়ও চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ঢাকা বিভাগের গোপালগঞ্জ ও নিকলীতেও চলছে মৃদু শৈত্যপ্রবাহ।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজকে দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে শেষরাত থেকে ভোররাত পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর...
১৯ ঘণ্টা আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বর ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূ
১৯ ঘণ্টা আগেবিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠ
১ দিন আগেএবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
২ দিন আগে