Ajker Patrika

১৪ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ

অনলাইন ডেস্ক
১৪ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ

সারা দেশে তাপমাত্রা আজ অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকবে। যেকারণে, অস্বস্তিভাব থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, কয়রা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে। এই তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। তবে, ঢাকা এবং সিলেট বিভাগের দু–এক জায়গায় ঝোড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বাঘাবাড়িতে—৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার ঢাকার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে—১৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিভাগটিতে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৬৮ মিলিমিটার।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আগামীকাল মঙ্গলবারও দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আগামী বুধবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে। দু’দিনই আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত