Ajker Patrika

কয়েক জেলায় মৃদু তাপপ্রবাহ, সিলেটে বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
কয়েক জেলায় মৃদু তাপপ্রবাহ, সিলেটে বৃষ্টির সম্ভাবনা

সারা দেশে তাপমাত্রা আজ অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে। এই তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। তবে, সিলেট বিভাগের দু–এক জায়গায় ঝোড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গায়—৩৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোর ও পটুয়াখালীতে—৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে টানা কয়েক দিন দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে।

গতকাল বৃহস্পতিবার ঢাকার তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের ডিমলায়—১৭ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন বুধবারও রংপুরেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। বুধবার দেশের উত্তারঞ্চলের জেলাটির রাজারহাট ও ডিমলায় সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আগামীকাল শুক্র ও শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত