Ajker Patrika

সিলেটে ২৪ ঘণ্টায় পাঁচবার ভূমিকম্প, হেলে পড়েছে ভবন

প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২১, ১৪: ০৬
সিলেটে ২৪ ঘণ্টায় পাঁচবার ভূমিকম্প, হেলে পড়েছে ভবন

সিলেট: জেলায় গত ২৪ ঘণ্টায় পাঁচ দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে নগরীর পাঠানটুলা দর্জিবাড়ী এলাকার পল্লবী ব্লক-সি-১৬/১ আহাদ টাওয়ার নামে একটি ভবন হেলে পড়েছে। এ নিয়ে দুদিনের মধ্যে পাঁচবার ভূকম্পন অনুভূত হওয়ায় সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি ‘হটলাইন’ সেবা চালু করা হয়েছে। নম্বর ০১৯১১২৪৯৬৯৯।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, গতকাল শনিবার থেকে আজ পর্যন্ত সিলেটে পাঁচবার ভূকম্পন হয়। এ সময় ছয়তলা এ ভবনটি কিছুটা হেলে পড়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, সিসিকের প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য, রাজু উদ্দিন আহমদ ও লিপু সিংহ।

এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী দ্রুত ভবন থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেন। মেয়রের পরামর্শে আজ রোববার সকাল থেকে বাসার ১১টি ইউনিটের বাসিন্দারা অন্যত্র সরে যেতে শুরু করেছেন।

মেয়র আরিফুল হক বলেন, ভবনটি যথাযথভাবে নির্মাণ করা হয়েছে কি না, বা অনুমোদন নেওয়ার পর কোনো পরিবর্তন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের জানান, শনিবারের ভূমিকম্পে পাঠানটুলা দর্জিপাড়া এলাকার বাসাটি হেলে পড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

পুলিশ কর্মকর্তা তাহের জানান, ভবনটির মালিক বাহরাইনপ্রবাসী। একজন কেয়ারটেকার ওই বাসা দেখাশোনা করেন।

আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৩ মাত্রার, ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে ৪ দশমিক ১, সকাল ১১টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ডে ২ দশমিক ৮ মাত্রার এবং দুপুর ২টায় রিখটার স্কেলে ৪ মাত্রায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। আজ ভোর ৪টা ৩৫ মিনিট ১৩ সেকেন্ডে ২ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। দুদিনের ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গতকাল বিকেলে সিলেট সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তর ও শাখার সঙ্গে আয়োজিত জরুরি সভা থেকে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে অনুরোধ জানানো হয়।

এ সময় দুর্যোগ পরিস্থিতিতে সিলেট মহানগরে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সব বিভাগ, শাখা ও দপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। চালু করা হয়েছে একটি হটলাইন নম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

জাবির সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা হত্যা: ৭ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার

জুলাই আন্দোলনে হামলা: জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৩ রকম শাস্তি দিল প্রশাসন

ইউএনওর গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণে বাধা কাটল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত