Ajker Patrika

তাপপ্রবাহ আরও ২ দিন অব্যাহত থাকতে পারে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তাপপ্রবাহ আরও ২ দিন অব্যাহত থাকতে পারে 

দেশের উত্তর অংশে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেশি। তবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তুলনামূলক বৃষ্টি অনেক কম, ফলে এসব অঞ্চলে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ৯ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। 

আজ বুধবার রাতে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী দুই-তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা একই রকম থাকবে। ফলে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। যেসব জেলায় মৃদু তাপপ্রবাহ রয়েছে, তা আরও দুই দিন অব্যাহত থাকতে পারে।’ 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে বৃষ্টিপাত হয়েছে। এ সময় কুড়িগ্রামের রাজারহাটে সর্বোচ্চ ১৫১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় এ সময় কোনো বৃষ্টি হয়নি। 

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিরাজগঞ্জের তাড়াশে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত